29/07/2025
ডিজাইন চার্জ এত কেনো⁉️
3 লাখ+ ইনভেস্টের পিসি সেটাপ✅
Adobe Licence fee- 12,000 tk (1 year)
Others Site Licences- 20,000 tk (1 year)
Wifi bill-12,000 tk ( 1 year)
Electricity Bill- 12,000minimum (1 year)
৫ বছরের স্কিল✅+ সময় ✅+ প্রিমিয়াম ফন্টস +
প্রিমিয়াম রিসোর্স
এত এত ইনভেস্ট করে সুন্দর সিনেমাটিক পোষ্টার মাগনা করে দেয়ার বা ৫০০ টাকায় ডিজাইন করার জন্য বসি নাই।
বা আপনি কাজ দিবেন ডেমো করে দিবো পছন্দ হলে নিবেন নাহলে নাই,খোজ খবর নাই টাকা পয়সা দিবেন না, টাকাও পাবো না সময় ও নষ্ট হবে এমন কাজ করতে চাইনা।
হিসেব করে দেখেন কত টাকা ইনভেস্ট করা আমাদের, কতদিনের স্কিল কে ব্যাবহার করতেছি। Long টাইম কাজ করে যে ব্যাকপেইনে অবস্থা খারাপ হয়ে যায় প্রতিটা ডিজাইনারের সেটা আর নাই বললাম।
একদল লোক আছে ৫ জনরে একই কাজ দেয়, যারটা বেশি ভালো ও কম রেটে হয় তার কাছে দৌড়ে যায় বাকিদের রিজেক্ট করে।
আপনারা কি জানেন আপনাদের উলটা পালটা ব্রীফ শুনে কি পরিমানে ডিপ্রেসড থাকতে হয়⁉️ কত রাত নির্ঘুুম থাকতে হয় আপনাদের রেসপন্সের অপেক্ষায়⁉️
সুন্দর কাজ করে দেয়ার পর যখন ডিজাইনটা বিগরে দিতে চান তখন কি পরিমান মানষিক টর্চার ফিল হয় সেটা আপনারা বুঝার চেষ্টা করেন? ডিজাইন টা একটা শিল্প, সেটা শিল্পির হাতেই তুলে দিন,সুন্দর ভাবে ব্রীফ দিয়ে।
একদল আছেন ডিজাইন করো তোমার যেভাবে ভালো লাগে, ডিজাইন করলে পর বলে এভাবে না ওভাবে, তখন রেফারেন্স ইমেজও দেন ২/৫ বার কারেকশনের পর। মানে ডিজাইন করতে বলে আমার মন মতো, আবার কারেকশন বা চেন্জ করায় তার ইচ্ছা মতো🤣
বেষ্ট একটা কাজ দেয়ার জন্যই এত কিছু করি , যদি আপনি প্রোপার ব্রীফ দেন আপনার স্টক ছবির সাথে সামনজস্যপূর্ন তাহলে সেটা অবশ্যই করা যায়। কারন একটা সুন্দর পোষ্টার শুধু আপনার প্রমোশন না আমারও প্রমোশন হয়, নিজের সুনাম হয়, আমি চেষ্টা করি প্রতিটা কাজ আমি আমার সাইড থেকে বেষ্ট করার❤️
মাগনা ডিজাইনের কাজকে না বলুন❌
নিজের সম্মান বজায় রাখুন✅ ২ টা কাজ দিয়ে তার সাথে একটা পোষ্টার একটু ৫ মিনিট লাগিয়ে করে দেও এরকম মাগনা কাজ করানোর ধান্দা থেকে বিরত থাকুন, নিজের প্রফেশনাল জায়গা বজায় রাখুন✅
আর পেমেন্ট এডভান্স বা কাজের পর বাকি পেমেন্ট ক্লিয়ার করার সময় কচলা কচলি একটু কম করেন, কাজের সময় ১০০ তে ২০০% চান, আর পেমেন্টের সময় দেরি,কচলা কচলি যতটুক কম দিয়ে পারা যায় আরকি এসব বাদ দেন।
হিসেব করে দেখেন কত টাকা ইনভেস্ট কর
This is Miraj (Digital Marketing expert ). I am working for 5 years in the digital marketing Sector