Muhammad Zakir Hossain

Muhammad Zakir Hossain যিনি যেখানে রয়েছেন, তিনি সেখানে আপন কর্তব্য পালন করলে দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে না।

💚
03/06/2025

💚

"ছেঁড়া তার" গল্পের আপনিই কি সেই নজরুল..... 🤣আর আপনার বন্ধু মকবুল.....🤣
31/05/2025

"ছেঁড়া তার" গল্পের আপনিই কি সেই নজরুল..... 🤣
আর আপনার বন্ধু মকবুল.....🤣

30/05/2025

Natural Beauty 💚

28/05/2025

বাংলাদেশে দুটি দল একটি আওয়ামী লীগ আর একটি এন্টি আওয়ামীলীগ স্বাধীনতা বিরোধী !

জয় বাংলা ✊

18/12/2024

হালদা নদী Haldha কেন বিখ্যাত ! #হালদা

যে মানুষ প্রথমে ধার্মিকতার দোহায় দিয়ে মানুষের মন জয় করে পরে দেখা যায় তারমতো অধার্মিক পুরো পৃথিবী জুড়ে নাই। চলার পথে কত ...
05/02/2024

যে মানুষ প্রথমে ধার্মিকতার দোহায় দিয়ে মানুষের মন জয় করে পরে দেখা যায় তারমতো অধার্মিক পুরো পৃথিবী জুড়ে নাই। চলার পথে কত ভণ্ডের ভণ্ডামী বিশ্বাস করে ঠকেছি তার কোন ইয়াত্তা নেই।

সম্মানিত গহিরা ইউনিয়ন বাসীদের অবগতির জন্য জানানো যাচ্ছে, আগামী ৩০ ও ৩১ জানুয়ারি ২০২৪ইং তারিখ গহিরা ইউনিয়ন পরিষদের ২০১৭ইং...
29/01/2024

সম্মানিত গহিরা ইউনিয়ন বাসীদের অবগতির জন্য জানানো যাচ্ছে, আগামী ৩০ ও ৩১ জানুয়ারি ২০২৪ইং তারিখ গহিরা ইউনিয়ন পরিষদের ২০১৭ইং সালের পূর্বে ভোটার হওয়া সকলের স্মার্ট কার্ড প্রদান করা হবে। ৩০ তারিখ সকাল ৯ ঘটিকা হতে দুপুর ১২ টা পর্যন্ত ১ থেকে ৫ নং ওয়ার্ড এর মহিলাদের, ১২ টার পর পুরুষদের, ৩১ তারিখ ৯ টা হতে ১২ পর্যন্ত মহিলা এবং ১২ পর হতে পুরুষদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করা হবে।
সকলকে যথাসময়ে উপস্থিত থেকে নিজ নিজ স্মার্ট কার্ড সংগ্রহ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

স্থান: দলই নগর উচ্চ বিদ্যালয়।

বিঃদ্রঃ একজন ভোটারের কার্ড অন্যজন নেওয়া যাবে না।যারা প্রবাসী কিংবা অন্য কোন কারণে উপস্থিত থাকতে পারবে না তারা পরবর্তী সময়ে উপজেলা নির্বাচন কমিশন অফিস থেকে কার্ড সংগ্রহ করবেন।
ধন্যবাদ

চরিত্র নোংরা করে সম্মান অর্জন করা যায় না!  #নয়নাভিরাম_রাউজান
28/01/2024

চরিত্র নোংরা করে সম্মান অর্জন করা যায় না!

#নয়নাভিরাম_রাউজান

সময়ের শ্রোতে এতো বেশি লৌকিকতা কি দরকার! কে ভালোবাসলো কি ভাসলো না কি আসে যায়। জীবনের সফরের মধ্যপথে এসে এতো বেশি কি দরকার।
27/01/2024

সময়ের শ্রোতে এতো বেশি লৌকিকতা কি দরকার! কে ভালোবাসলো কি ভাসলো না কি আসে যায়। জীবনের সফরের মধ্যপথে এসে এতো বেশি কি দরকার।

একজন মানুষের মাঝে যদি হার না মানা ব্যক্তিত্ব একবার সৃষ্টি হয়, তবে তার কাছে কিছুই অসম্ভব মনে হয় না। তারা কখনো হারেও না।
25/01/2024

একজন মানুষের মাঝে যদি হার না মানা ব্যক্তিত্ব একবার সৃষ্টি হয়, তবে তার কাছে কিছুই অসম্ভব মনে হয় না। তারা কখনো হারেও না।

25/01/2024

ঘুমের ঘোরে আত্মা আমার শূন্যে ভেসে যায়,
যেতে যেতে যায় যেন সে রাসুলের রওজায়।

©️ ইমতিয়াজ মাহমুদ

মহান ১০ই মাঘ ❤️
24/01/2024

মহান ১০ই মাঘ ❤️

Address

Gohira
Chittagong
4343

Telephone

+8801682677524

Website

Alerts

Be the first to know and let us send you an email when Muhammad Zakir Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Muhammad Zakir Hossain:

Share

Category