kaalO dream

kaalO dream welcome to kaalO dreaM family���

27/03/2024

যদি বারে বারে একই সুরে প্রেম তোমায় কাদায়

26/01/2024

মেয়েদের চোখ নয়, চুলের প্রশংসা করুন।
হেয়ারফলের দুঃ-খ নিয়ে অনেকদূর কথা এগোবে...🙂

আজ দীর্ঘ ৩টা বছর পর প্রিয় মানুষটাকে দেখলাম। বাচ্চা কোলে নিয়ে দাড়িয়ে আছে ডাক্তারের চেম্বারের সামনে। প্রচন্ড ঘামতেছে আর অস...
24/01/2024

আজ দীর্ঘ ৩টা বছর পর প্রিয় মানুষটাকে দেখলাম। বাচ্চা কোলে নিয়ে দাড়িয়ে আছে ডাক্তারের চেম্বারের সামনে। প্রচন্ড ঘামতেছে আর অস্থির হয়ে এ্যাটেন্ডেন্সকে বলতেছে একটু তাড়াতাড়ি করেন।

৩ বছর পর দেখে একটু থমকেই গিয়েছিলাম আর এমন জায়গায় দেখা হবে কল্পনাও করতে পারি নাই। ওর অস্থিরতা দেখে আর থাকতে পারলাম না দ্রুত উঠে গিয়ে তার দিকে যেতে লাগলাম পরক্ষণেই মনে পরলো সে চিনে ফেলবে তো আমায়।

তাই দ্রুত পকেট থেকে মাস্ক বের করে পরে নিলাম৷

কাছে গিয়ে বলবো আসুন আমার সাথে আমি চেম্বারে ঢুকিয়ে দিচ্ছি বাট ওর পাশে যাওয়ার সাথে সাথে শরীরের স'ম'স্ত শ'ক্তি শেষ হয়ে গেলো। আর পারছিলাম না দাড়ায় থাকতে।

তখন সৃতি(আমার অতীত) বলতেছে কি হয়েছে আপনার? কিছু বলবেন? ওর ভয়েস এতদিন পর শুনার পর পা'গ'ল হয়ে যাচ্ছিলাম মনে হচ্ছিলো চিৎ'কা'র দিয়ে বলি আমি তোমাকে

এখনো ভালোবাসি কিন্ত সেটা তো সম্ভব না।

এরপর দ্রুত নিজেকে সামলে নিয়ে চেম্বারে ঢুকাচ্ছি তখনি ওর জামাই চলে আসলো।

সত্যিই তো ওর জামাই অনেক সুন্দর আর যাই হোক আমার থেকে শত কোটি গুন সুন্দর🥰।

এরপর ওদের চেম্বারে তখনি ঢুকিয়ে দিলাম কারন ডাক্তার ছিলেন আমার দুলাভাই তাই সিরিয়াল ছাড়াই ঢুকিয়ে দিলাম।
নিয়মিত মজার সব গল্প পড়তে পে ইজটি ফ লো দিয়ে রাখুন।

আর আমি বাইরে বসে অপেক্ষা করতে লাগলাম৷ কিছুক্ষণ পর বের হলো বের হয়ে সৃতি বলতেছে অনেক ধন্যবাদ আপনি না থাকলে আজকে অনেক দেরী হয়ে যেতো।

তারপর চলে গেলো। আমিও একটা রিক্সায় করে বাসায় চলে আসলাম অ'ঝো'রে কা'ন্না শুরু করলাম রুম আ'ট'কি'য়ে। হঠাৎ একটা নোটিফিকেশন আসলো চেক করতে গিয়ে দেখি ৩ বছর আগে বন্ধ হওয়া আইডির সবুজবাতি জ্ব'লে'ছে একটা ছোট্ট ম্যাসেজ

" কি মনে করেছো মাস্ক পড়লে চিনতে পারবো না?😢💔
©️"
#ভালোবাসা

21/01/2024

নতুন পেইজ
সবাইকে ফলো করার অনুরোধ রইলো।
মটোব্লগ আপলোড করা হবে এই পেজে।

15/01/2024
15/01/2024

Gixxer monotone বাইকের মডিফিকেশনস,

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when kaalO dream posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share