29/07/2025
আমাদের বোধহয় পরিচিত হয়টাই ছিল মস্ত বড়ো ভুল; অপরিচিত হয়েই না হয় রয়ে যেতাম এজন্মে। নাই-বা চিনতাম তোমায়, নাই-বা জানা হতো তোমায় সব স্বরবর্ণের মতো করে ধরে ধরে। নাই-বা শুনতাম তোমার কণ্ঠস্বরের শিলালিপি সুর; নাই-বা ঘেষতাম দু'জনে আজীন্মের দূরত্ব চিরে খুব কাছাকাছি।
তাতে খুব কি ক্ষতি হতো?
কিন্তু পরিচয়ের পরিমাণটা সবসময় সুন্দর হতে দেখিনি। এক পৃথিবীর বুকে জুড়ে না হয় অপরিচিত হয়েই রয়ে যেতাম দু'জন এজন্মের তর।