
22/07/2025
থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম-এর প্রিয় মুখ, আমাদের আপনজন মোঃ সেলিম (সেলিম চাচা) আর আমাদের মাঝে নেই।
২১ জুলাই ২০২৫, সন্ধ্যা ৭টায় তিনি না-ফেরার দেশে পাড়ি জমান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সিকিউরিটি গার্ড হিসেবে নয়, তিনি ছিলেন আমাদের প্রতিটি কর্মসূচির নীরব সহযোগী, আন্তরিক অভিভাবক। তাঁর হাসিমুখ, নির্ভরতার ছায়া আর নিঃস্বার্থ সহায়তা আমাদের হৃদয়ে চিরদিন অম্লান থাকবে।
নকশা পরিবার গভীর শোক প্রকাশ করছে এবং
তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মহান আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার দরবারে দোয়া করছে।
আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করুন। আমিন।
Noksha | Chittagong SHORT | আই - EYE