কর্ণফুলী উপজেলা, চট্টগ্রাম

কর্ণফুলী উপজেলা, চট্টগ্রাম সত্য প্রকাশে নির্ভীক.....

30/05/2025
✅ ৩৫ পদে বাংলাদেশ পর্যটন করপোরেশন এ নিয়োগ বিজ্ঞপ্তি ✅ Deadline: 13 Jan 2025✅ Apply: http://parjatan.teletalk.com.bd/
29/12/2024

✅ ৩৫ পদে বাংলাদেশ পর্যটন করপোরেশন এ নিয়োগ বিজ্ঞপ্তি
✅ Deadline: 13 Jan 2025
✅ Apply: http://parjatan.teletalk.com.bd/

নিয়োগ বিজ্ঞপ্তি।
28/12/2024

নিয়োগ বিজ্ঞপ্তি।

নিয়োগ বিজ্ঞপ্তি.....
28/12/2024

নিয়োগ বিজ্ঞপ্তি.....

25/12/2024

Hi everyone! 🌟 You can support me by sending Stars – they help me earn money to keep making content that you love.

Whenever you see the Stars icon, you can send me Stars.

কুমিল্লা প্রতিনিধি। এক খুন লুকাতে আরো ৬ খুন!এমভি আল-বাখেরা জাহাজ। ইনসেটে গ্রেফতারকৃত আকাশ মন্ডল ইরফানদুর্ব্যবহার, বেতন-ব...
25/12/2024

কুমিল্লা প্রতিনিধি।

এক খুন লুকাতে আরো ৬ খুন!
এমভি আল-বাখেরা জাহাজ। ইনসেটে গ্রেফতারকৃত আকাশ মন্ডল ইরফান

দুর্ব্যবহার, বেতন-বোনাসে অনিয়ম এবং কর্মচারীদের প্রতি অবহেলার কারণে জাহাজের মাস্টার গোলাম কিবরিয়ার ওপর ক্ষুব্ধ ছিলেন আকাশ মন্ডল ইরফান। এ থেকেই প্রতিশোধ নেয়ার পরিকল্পনা করেন তিনি। পরিকল্পনা অনুযায়ী ১৮ ডিসেম্বর কিনে রাখেন ঘুমের ওষুধ। ঘটনার দিন ২২ ডিসেম্বর রাতে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে সবাইকে খাইয়ে অচেতন করেন। পরে গভীর রাতে মাস্টারকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেন। পরে অন্যরা টের পেয়ে যেতে পারে, এমন আশঙ্কায় একে একে ছয়জনকে হত্যা করেন ইরফান। এরমধ্যে মাস্টারসহ ৭ জনের মৃত্যু হলেও প্রাণে বেঁচে যান জাহাজের সুকানি জুয়েল।

বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে কুমিল্লায় র‍্যাব-১১ কুমিল্লা সিপিসি-২ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মেজর সাকিব হোসেন।

এর আগে, মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে ইরফানকে বাগেরহাটের চিতলমারী থেকে গ্রেফতার করা হয়।দেশজুড়ে আলোড়ন তোলা এ হত্যাকাণ্ডের ঘটনার মূলহোতা ইরফান প্রাথমিক জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। এ ঘটনায় মঙ্গলবার ৭ জনের মৃত্যুর ঘটনায় হাইমচর থানায় মামলা করা হয়েছে। অজ্ঞাতদের আসামি করে মামলাটি করেছেন জাহাজের মালিক মাহাবুব মুর্শেদ।

গ্রেফতারকৃত আকাশ মন্ডল ইরফান বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার জগদীশ মন্ডল ও মনিকা রানীর ছেলে। তিনি পেশায় জাহাজের লস্কর। আট মাস ধরে এমভি-আল বাখেরা জাহাজে চাকরি করছিলেন তিনি।

সংবাদ সম্মেলনে মেজর সাকিব জানান, ইরফান প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি দিয়েছেন। তিনি জানিয়েছেন, জাহাজের মাস্টার গোলাম কিবরিয়ার দুর্ব্যবহার, বেতন-বোনাসে অনিয়ম এবং কর্মচারীদের প্রতি অবহেলা তাকে ক্ষুব্ধ করে তোলে। এ থেকেই আকাশ প্রতিশোধ নেয়ার পরিকল্পনা করেন। পরে পরিকল্পনা অনুযায়ী ১৮ ডিসেম্বর ঘুমের ওষুধ কিনে রাখেন। ঘটনার দিন ২২ ডিসেম্বর রাতে ইরফান খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে সবাইকে খাইয়ে অচেতন করেন। এরপর রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে মাস্টারকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেন। পরে অন্যরা টের পেয়ে যেতে পারে- এমন আশঙ্কায় একে একে ছয়জনকে হত্যা করেন তিনি।

ইরফানের স্বীকারোক্তি অনুযায়ী, হত্যাকাণ্ডের পর নিজেই জাহাজ চালিয়ে মাঝিরচরে পৌঁছান তিনি। পরদিন সকালে ট্রলারে করে পালিয়ে যান এবং বাগেরহাটের চিতলমারীতে আত্মগোপন করেন।

মামলা সূত্রে জানা যায়, ওই জাহাজে ৮ জন নন, ৯ জন ছিলেন। আর ওই ব্যক্তি হলেন আকাশ মন্ডল ইরফান। কথা বলতে না পারায় লিখে এ তথ্য জানান আহত সুকানি জুয়েল। এ ঘটনায় মামলা করেন জাহাজের মালিক মাহাবুব মুর্শেদ। মামলায় আসামি করা হয়েছে অজ্ঞাতনামা ডাকাত দলকে।

বাদী মামলার এজাহারে আহত ও খুন হওয়া ব্যক্তিদের নাম উল্লেখ করেন। হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিরা হলেন- মাস্টার গোলাম কিবরিয়া, গ্রিজার মো. সজিবুল ইসলাম, লস্কর মো. মাজেদুল ইসলাম, শেখ সবুজ, সালাউদ্দিন, আমিনুর মুন্সী ও বাবুর্চি রানা কাজী। এছাড়া আহত হয়েছেন সুকানি মো. জুয়েল।

মামলার বাদী মাহবুব মুর্শেদ এজহারে উল্লেখ করেন, জুয়েলের গলাকাটা থাকায় সে কথা বলতে পারেনি। ঘটনার বিবরণ দিতে পারেনি। সে সুস্থ হলে ডাকাতদল দেখলে চিনবে বলে ইশারায় জানায়। তবে জুয়েলের সঙ্গে ইরফান নামে আরেকজন ছিল বলে সে লিখে জানায়। তবে তার ঠিকানা দিতে পারেনি। ঘটনার পর ওই জাহাজ একটি রক্তাক্ত চাইনিজ কুঠার, একটি ফোল্ডিং চাকু, দুটি স্মার্ট ফোন, দুটি বাটন ফোন, একটি মানিব্যাগ, নগদ ৮ হাজার টাকা, একটি বাংলা খাতা, একটি সীল, একটি হেডফোন জব্দ করেছে পুলিশ।

নৌ পুলিশ জানিয়েছে, আহত জুয়েল বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাকে নিরাপত্তা দেওয়া হচ্ছে।

চাঁদপুরের জেলা প্রশাসক মো. মোহসীন উদ্দিন জানান, মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়। নিহতদের প্রতি পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা ও নৌ-পুলিশের পক্ষ থেকে ১০ হাজার টাকা করে দেওয়া হয়েছে।

নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার আওয়ামী লীগের সহ-সভাপতি এম এ আজিজকে চট্টগ্রামের কোতোয়ালী থানা এলাকা থেকে আটক করেছে পুলিশ। পুল...
24/12/2024

নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার আওয়ামী লীগের সহ-সভাপতি এম এ আজিজকে চট্টগ্রামের কোতোয়ালী থানা এলাকা থেকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, তিনি তার ভাতিজার বিয়ের অনুষ্ঠানে এসেছিলেন।

সোমবার (২৩ ডিসেম্বর) রাতে চট্টগ্রাম নগরের একটি কমিউনিটি সেন্টার থেকে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

আওয়ামী লীগ নেতা এম এ আজিজের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভায়। তিনি সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বিশ্বস্ত সহযোগী ছিলেন।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম। তিনি বলেন, ‘গতকাল রাতে একটি কমিউনিটি সেন্টার থেকে তাকে আমরা হেফাজতে নিয়েছি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সিডিএমএস যাচাই করে দেখা হচ্ছে—তার বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা।’
সূত্র - সিভয়েচ ২৪

24/12/2024

রাঙামাটির কাপ্তাই উপজেলায় কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে দুই তরুণ নিখোঁজের খবর পাওয়া গেছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দেড়টার দিকে উপজেলার চিৎমরম ইউনিয়নের সীতার ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিখোঁজ দুই যুবকের নাম প্রিয়ন্ত দাশ (১৬) ও শাওন দত্ত (১৭)। এরমধ্যে শাওন চট্টগ্রামের রেলওয়ে পাবলিক স্কুলের নবম শ্রেণীর ছাত্র এবং সে চট্টগ্রামের সদরঘাট নালাপাড়া জিদান দত্তের পুত্র। অন্যদিকে, নিখোঁজ প্রিয়ন্ত দাশ, শাওন দত্তের মাসতুতো ভাই বলে জানা গেছে।

নিখোঁজ দুই তরুণের বন্ধু সালমান আহমেদ জানান, তারা ৯ জন এক সঙ্গে রাঙ্গুনিয়া চন্দ্রঘোনা মিশনঘাট থেকে একটি বোট নিয়ে কাপ্তাই ভ্রমণে আসেন। এরপর তারা কাপ্তাইয়ে কর্ণফুলী নদীর সীতার ঘাট আসার পর ৯ জনের মধ্যে ৪ জন নদীতে গোসলে নামে। এরপর ২ জন উঠতে পারলেও প্রিয়ন্ত ও শাওন কর্ণফুলী নদীতে তলিয়ে যায়। তবে তারা নদীতে নামারপূর্বে মাদক সেবন করেছিল বলে জানিয়েছে।

দুপুর দেড়টার দিকে নদীতে নেমে দুই তরুণ তলিয়ে গেলেও এখনো তাদের সন্ধান পাওয়া যায়নি। তরুণদের উদ্ধারে অভিযান চালাচ্ছে কাপ্তাই ফায়ার সার্ভিসের ডুবুরিদল।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ জানান, নিখোঁজ দুই তরুণকে উদ্ধারে কাজ চলছে।

কর্ণফুলী শাহ আমানত সেতুর টোল প্লাজার যানজট নিরসনে দুই পাশে আরো দুটি লেইন বাড়ানোর উদ্যোগ নিয়েছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। ব...
22/12/2024

কর্ণফুলী শাহ আমানত সেতুর টোল প্লাজার যানজট নিরসনে দুই পাশে আরো দুটি লেইন বাড়ানোর উদ্যোগ নিয়েছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। বর্তমানে টোল প্লাজা এলাকায় দুই পাশে ৪টি করে ৮টি বুথ রয়েছে। তারপরও প্রতি সপ্তাহে বৃহস্পতি, শুক্র ও শনিবার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। ঘণ্টার পর ঘণ্টা যানজটের কারণে যাত্রীদের সীমাহীন ভোগান্তিতে পড়তে হয়। দুটি লেইন বাড়ানোর জন্য ইতোমধ্যে টেন্ডার আহ্বান করেছে সওজ চট্টগ্রাম অঞ্চল। টেন্ডার প্রক্রিয়া শেষে এখন ওয়ার্ক অর্ডার পর্যায়ে আছে। আগামী জানুয়ারি থেকে কাজ শুরু হবে বলে জানিয়েছেন সওজ চট্টগ্রামের সংশ্লিষ্ট প্রকৌশলী।

আপনি পাহাড়ের সম্মান খুজছেন ; অবশ্যই আপনার সাথে আছি।পাহাড়ের শান্তি খুজছেন ; তাও আছি। পাহাড়ের জন্য অধিকার খুজেন ; তাও আপনা...
23/09/2024

আপনি পাহাড়ের সম্মান খুজছেন ; অবশ্যই আপনার সাথে আছি।
পাহাড়ের শান্তি খুজছেন ; তাও আছি।
পাহাড়ের জন্য অধিকার খুজেন ; তাও আপনার সাথে আছি।

পাহাড়, সমতল,বাঙালি, আদিবাসী সব আর সবাই সমান তাও মানি সেটা লাউড এ্যান্ড ক্লিয়ারলি মানি।

কিন্তু আপনি দেশ থেকে আলাদা হয়ে আলাদাভাবে দেশ গড়বেন বা দেশ বানাবেন পাহাড় থেকে সেনা হটাইতে বলবেন সেটা কিন্তু মানতে পারছি না, বা সেটাতে আপনার পাশে থাকতে পারছি না।

দেশটা বাঙালির | দেশটা ক্ষুদ্র নৃগোষ্ঠী | দেশটা পাহাড়ির |দেশটা সমতলের ।
দেশটা আমার | দেশটা আপনার | দেশটা সকলের |

30/03/2024

Address

Chittagong
4371

Telephone

+8801748352740

Website

Alerts

Be the first to know and let us send you an email when কর্ণফুলী উপজেলা, চট্টগ্রাম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share