House seventeen Rooftop

House seventeen Rooftop Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from House seventeen Rooftop, Digital creator, Chittagong.

01/01/2025

২০২৫ ইং বছরের প্রথম দিন থেকে পৃথীবিতে এ আইন চালু হতো।
আপনার সকল সম্পত্তির মালিক হবে আপনার ভাই এর ছেলে মেয়ে।

পৃথিবীতে যদি কাল্পনিক এ নিয়মটা চালু থাকতো,
মৃত্যুর পরে আপনার রেখে যাওয়া সব সম্পত্তির মালিক বাকী ভাই বোনেরা,বা তাদের ছেলে মেয়েরা। তখন উদারতা টা কুৎসিত হয়ে যেতো। বাংলাদেশে অনেক পরিবারে
কুৎসিত মনের মানুষ গুলা হয়তো এমন করতো,
উদাহরণ :ছেলে বাবা মা'কে অনুরোধ করতো মিথ্যা প্রলোভন দেখিয়ে বলতো মার্কেট ৫টা আর শহরের বাড়ি ১৩টা,ছোট ভাইকে নামে করে দিয়ে দেন,
আর মহিলা শাসিত সংসারে পুরুষ কে দিয়ে যা করাতো, জামাই বউয়ের মধ্যে ঝগড়া হতো তোমার নামে কিছু কিনতে পারবে না,এটা শেষ কথা,এ দিকে আজরাইল কেও এত ভয় করেনা যাহা বউ কে করে,যদি নিয়ম থাকতো জমা টাকা দিয়ে অবশ্য সম্পদ কেনা বাধ্যতামুলক, কাজের বুয়ার জর হলে বউরা ২/৩ কোটি টাকা খরচ হলেও সিংগাপুর পাঠিয়ে দিতো।(কি উদারতা) যেহেতু অপর ভাইয়ের সম্পদের মালিক তার ছেলে মেয়ে হবে তাই নিজের বাপের বাড়ির সম্পদ বিক্রি করে হোক বা তার নিজের অলংকার গহনাদি বিক্রি করে বিদেশে পাঠিয়ে দিতো,না হয় তার নিজের জামাই এর ব্যবসা তার দেবর কে বুঝিয়ে দিতোই (এটাও উদারতা) আবার ভাই এর বউরা ননদ এর বিবাহ বার্ষিকীতে বাড়ি উপহার দিতো।আর অবস্থা ভালোনা এটা বুঝাতে নতুন কাপড় কিনে চিঁড়ে পরতো।(এটা সম্পুর্ন ধারণা বাস্তবে কারো সাথে মিলে গেলে আমি আন্তরিক ভাবে দুঃখিত।

20/06/2024

স্ত্রী কে ভালোবাসুন, তার হুকুম না মানলে দুনিয়াতেই
আপনার জাহান্নাম,
(জাল হাদিস)
(এ অবস্থা দেখে আমি কি করি,বড়দের পরামর্শ চাই,)

রাদিয়াল্লাহু ‘আনহু কর্তৃক বর্ণিত,
তিনি বলেন, রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বলেছেন, ‘‘তোমরা স্ত্রীদের জন্য
মঙ্গলকামী হও। কারণ
নারীকে পাঁজরের (বাঁকা) হাড়
থেকে সৃষ্টি করা হয়েছে। আর
পাঁজরের হাড়ের
সবচেয়ে বেশী বাঁকা হল তার
উপরের অংশ।
যদি তুমি এটাকে সোজা করতে চাও,
তাহলে ভেঙ্গে ফেলবে। আর
যদি তাকে ছেড়ে দাও
তাহলে তো বাঁকাই থাকবে। তাই
তোমরা নারীদের জন্য
মঙ্গলকামী হও।’’ (বুখারী ও মুসলিম)
[1]
বুখারী ও মুসলিমের অন্য এক
বর্ণনায় আছে, ‘‘মহিলা পাঁজরের
হাড়ের মত।
যদি তুমি তাকে সোজা করতে চাও,
তবে তুমি তা ভেঙ্গে ফেলবে। আর
যদি তুমি তার দ্বারা উপকৃত
হতে চাও, তাহলে তার এ
বাঁকা অবস্থাতেই হতে হবে।’’
মুসলিমের এক বর্ণনায় আছে,
‘‘মহিলাকে পাঁজরের বাঁকা হাড়
থেকে সৃষ্টি করা হয়েছে। সে কখনই
একভাবে তোমার জন্য
সোজা থাকবে না। এতএব
তুমি যদি তার থেকে উপকৃত
হতে চাও, তাহলে তার এ
বাঁকা অবস্থাতেই হতে হবে। আর
যদি তুমি তা সোজা করতে চাও,
তাহলে তা ভেঙ্গে ফেলবে। আর
তাকে ভেঙ্গে ফেলা হল তালাক
দেওয়া।’’ (বুখারী ও মুসলিম)

আপনি কি টাকা দিয়ে লিচু কিনে দামি খোঁসা ফেলে দিচ্ছেন? এই লেখা পড়ার পর আর এমনটা করবেন না। ১.প্রথমে লিচুর খোঁসা গুলো বরফ ঠ...
12/06/2024

আপনি কি টাকা দিয়ে লিচু কিনে দামি খোঁসা ফেলে দিচ্ছেন?
এই লেখা পড়ার পর আর এমনটা করবেন না।
১.প্রথমে লিচুর খোঁসা গুলো বরফ ঠান্ডা পানিতে ৩০ মিনিট ভিজিয়ে রাখবেন।
২.এরপর পরিমাণ মতো লবণ,কিছুটা চিনি এবং কিছুটা লেবুর রস দিয়ে ভালো করে মেখে নিন।
৩.ভালোভাবে মাখানো হয়ে গেলে লিচুর খোঁসা গুলোকে কিছু সময়ের জন্য রোদে রেখে দিন যেন খোসায় থাকা পানিগুলো শুকিয়ে যায়।
৪.পানি শুকিয়ে যাওয়ার পর খোসা গুলোকে একটা পলিথিনে ভরে ১০ মিনিট অপেক্ষা করুন।
তারপর গিয়ে ডাস্টবিনে ফেলে দিয়ে আসুন।
কারণ আমি নিজেও জানিনা এগুলা দিয়ে আপনি কি বানাবেন!!

যাইহোক মনোযোগ সহকারে পড়ার জন্য ধন্যবাদ।

"যেখানে সেখানে লিচুর খোসা ফেলে পরিবেশ নষ্ট করবেন না"🤣
funny post

বিশ্বে সবচেয়ে ধনী দেশের মধ্যে আমেরিকার পরেই অবস্থানে রয়েছে, বাংলাদেশের পাশের দেশ নোয়াখালীর!দেশের নাম: ইউনাইটেড স্টেট অফ ...
28/04/2024

বিশ্বে সবচেয়ে ধনী দেশের মধ্যে আমেরিকার পরেই অবস্থানে রয়েছে, বাংলাদেশের পাশের দেশ নোয়াখালীর!

দেশের নাম: ইউনাইটেড স্টেট অফ নোয়াখালী
রাজধানী : মাইজদী
জাতীয় পর্যটন কেন্দ্র: মুছাপুর
বানিজ্যিক রাজধানী : চৌমুহনী
আয়তন : ৪২০২.৭০ বর্গ কি.মি
ভাষা : নোয়াখাইল্ল্যা
জনসংখ্যা : ৩৩৭০২৫১
মুদ্রার নাম : টেঁয়া
প্রধান পেশা: প্রবাসী এবং ব্যবসা - বানিজ্য, কৃষি।
জাতীয় সংগীত : আঙ্গো বাড়ি নোয়াখালী রয়েল ডিস্ট্রিক ভাই,,,
জাতীয় পাখি : কইতর
জাতীয় পশু: বিলাই
জাতীয় খেলা : কুতকুত
জাতীয় মাছ : কাতলা
জাতীয় ফুল : হাঁপলা
জাতীয় ফল : ডাব ( নাইল)
জাতীয় ডায়লগ : আইঁ কিচ্ছি
জাতীয় উপাধি : জাপানি

অবশেষে আমি গর্বিত আমার জন্ম নোয়াখালীর পাশে বাংলাদেশ ( United State of Noakhali )।নাগরিকত্ব লাগলে apply করতে পারো।
কপি পোস্ট:

26/01/2024

পরের কষ্টে হাসে যারা তারাই থাকুক সুখে, সব অপমানের জবাব এখন দিই না নিজের মুখে।

বৃথা তর্কে যাওয়ার চেয়ে চুপ থাকাটাই শিখি, খারাপ-ভালোর জবাবগুলো সময় দেবে ঠিকই।

সুদীপ তন্তুবায় নীল,

ছবির কুকুরটির নাম হাচিকো। ১৯২৩ সালে, জাপানি নাগরিক (ইসাবুরা) তার অফিসে যাওয়া আসার পথে ট্রেনের মধ্যে  একটি ছোট বাক্সে কুক...
24/01/2024

ছবির কুকুরটির নাম হাচিকো।
১৯২৩ সালে, জাপানি নাগরিক (ইসাবুরা) তার অফিসে যাওয়া আসার পথে ট্রেনের মধ্যে একটি ছোট বাক্সে কুকুরটিকে (হাচিকো) খুঁজে পান। তিনি ছোট কুকুরছানা টিকে তার বাড়িতে নিয়ে গেলেন.. দিন যায় Hachiko বড় হয়। ইসাবুরা প্রতিদিন ট্রেনে করে কাজে যেতেন, এবং হাচিকো তার সাথে স্টেশনে অব্দি যেত এবং প্রায় ১০ ঘন্টা পর্যন্ত স্টেশনে ইসাবুরার জন্য অপেক্ষা করত!
১৯২৫ সালে একদিন (ইসাবোরা) কর্মস্থলে হার্ট অ্যাটাক এর ফলে সাথে সাথে মারা যান এবং আর কোনদিন বাড়ি ফিরে আসেননি! হাচিকো ১০ বছর ধরে স্টেশন প্ল্যাটফর্মে তার মালিকের জন্য অপেক্ষা করেছিল, যতক্ষণ না সেও মারা যায়!
জাপানের শিবুই স্টেশনের প্রবেশপথে তাঁর একটি মূর্তি ডিজাইন করা হয়েছিল এবং এটি এখনও বর্তমান।

আনুগত্য পাহাড়ের চেয়ে ভারী এবং সর্ববৃহৎ দড়ির চেয়ে দীর্ঘ একটি শব্দ.. এর অর্থ নানাবিধ : ত্যাগ, আন্তরিকতা, দান, ভালবাসা........

মানুষের মধ্যে এই গুন আছে হয়তো কিন্তু তার ব্যাপ্তি সীমিত। কিন্তু কুকুরকে সৃষ্টিকর্তা হয়তো তার স্টকের সব আনুগত্য দান করে বসে আছেন। #সংগৃহীত

Address

Chittagong

Telephone

+8801311802675

Website

Alerts

Be the first to know and let us send you an email when House seventeen Rooftop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share