01/01/2025
২০২৫ ইং বছরের প্রথম দিন থেকে পৃথীবিতে এ আইন চালু হতো।
আপনার সকল সম্পত্তির মালিক হবে আপনার ভাই এর ছেলে মেয়ে।
পৃথিবীতে যদি কাল্পনিক এ নিয়মটা চালু থাকতো,
মৃত্যুর পরে আপনার রেখে যাওয়া সব সম্পত্তির মালিক বাকী ভাই বোনেরা,বা তাদের ছেলে মেয়েরা। তখন উদারতা টা কুৎসিত হয়ে যেতো। বাংলাদেশে অনেক পরিবারে
কুৎসিত মনের মানুষ গুলা হয়তো এমন করতো,
উদাহরণ :ছেলে বাবা মা'কে অনুরোধ করতো মিথ্যা প্রলোভন দেখিয়ে বলতো মার্কেট ৫টা আর শহরের বাড়ি ১৩টা,ছোট ভাইকে নামে করে দিয়ে দেন,
আর মহিলা শাসিত সংসারে পুরুষ কে দিয়ে যা করাতো, জামাই বউয়ের মধ্যে ঝগড়া হতো তোমার নামে কিছু কিনতে পারবে না,এটা শেষ কথা,এ দিকে আজরাইল কেও এত ভয় করেনা যাহা বউ কে করে,যদি নিয়ম থাকতো জমা টাকা দিয়ে অবশ্য সম্পদ কেনা বাধ্যতামুলক, কাজের বুয়ার জর হলে বউরা ২/৩ কোটি টাকা খরচ হলেও সিংগাপুর পাঠিয়ে দিতো।(কি উদারতা) যেহেতু অপর ভাইয়ের সম্পদের মালিক তার ছেলে মেয়ে হবে তাই নিজের বাপের বাড়ির সম্পদ বিক্রি করে হোক বা তার নিজের অলংকার গহনাদি বিক্রি করে বিদেশে পাঠিয়ে দিতো,না হয় তার নিজের জামাই এর ব্যবসা তার দেবর কে বুঝিয়ে দিতোই (এটাও উদারতা) আবার ভাই এর বউরা ননদ এর বিবাহ বার্ষিকীতে বাড়ি উপহার দিতো।আর অবস্থা ভালোনা এটা বুঝাতে নতুন কাপড় কিনে চিঁড়ে পরতো।(এটা সম্পুর্ন ধারণা বাস্তবে কারো সাথে মিলে গেলে আমি আন্তরিক ভাবে দুঃখিত।