
25/07/2025
বাংলা চলচ্চিত্র লালন, জীবনঢুলী, চিত্রানদীর পাড়ে, আর লালসালু দেখে একটা নাম তখন থেকে শুনে আসছি, এই ছবিগুলার নির্মাতা জনাব তানভীর মোকাম্মেল। কেমনে কেমনে আজ আমি উনার বাসায় চলে এলাম। শুটিং শেষে ভাত খেয়ে এখন প্রসেনজিৎ এর সাথে মাটিতে শুয়ে রইলাম। আমাদের পরিচালনায় একটা শর্ট ফ্লিম শুট করেছি, নাম বৃহন্নলার গল্পগাথা। অভিনয় করেছেন, শোভা, জামাল, সুমন ও শোভার বান্ধবিরা।