Mamun's Diary

Mamun's Diary Follow me ফতেপুর

17/09/2025
যান্ত্রিক ত্রুটির কারনে ম্যাপে আমার Home আর work place যেভাবে দেখাচ্ছে সেটা যদি সত্য হতো??
10/09/2025

যান্ত্রিক ত্রুটির কারনে ম্যাপে আমার Home আর work place যেভাবে দেখাচ্ছে সেটা যদি সত্য হতো??

30/08/2025
30/08/2025
দূরে মাইকে নাত বাজছে, ভোর সকাল,  সূর্য ওঠছে। এমন মায়াবী সুর, আরো ঘুম পাড়িয়ে দিচ্ছে।
29/08/2025

দূরে মাইকে নাত বাজছে, ভোর সকাল, সূর্য ওঠছে। এমন মায়াবী সুর, আরো ঘুম পাড়িয়ে দিচ্ছে।

এই বেগুন টা খুঁজে পেয়েছি পাহাড়ে একটা পরিত্যাক্ত বেগুন ক্ষেতে। ছোট নাদুস নুদুস চেহারা তাই নিয়ে এলাম। আমার পড়ার টেবিলের পা...
28/08/2025

এই বেগুন টা খুঁজে পেয়েছি পাহাড়ে একটা পরিত্যাক্ত বেগুন ক্ষেতে। ছোট নাদুস নুদুস চেহারা তাই নিয়ে এলাম। আমার পড়ার টেবিলের পাশে রেখেছি। প্রায় মাস হয়ে গেলেও রঙ কমেনি। হালকা শুকিয়েছে। যে জিনিস দু দিনে পঁচে যায়। তার এত দিন থাকার রহস্য কি জানিনা। টিকে থাকার লড়াইটা হয়তো বেগুন্টা থেকে শিখতে পারতাম। কিন্তু আমি তো কৃষি বিজ্ঞানের ছাত্র না যে শিখব। মামাত বোনকে কৃষি বিজ্ঞানে ভর্তি করিয়ে দিয়েছিলাম জোর করে। যদিও সে মামাত বোন আমাদের খোজ নেয় না। তার কাছে এই টিকে থাকার রহস্য বের করার চেস্টা করতাম। কিন্তু আমাদের চার পাশে টিনের ঘরের আবদ্ব আবহাওয়ায় এমন টিকে থাকা অনন্য উদাহরন। আমাদের যুকব সমাজ প্রতিদিন কর্ম জীবনে ব্যর্থ হচ্ছি। টিকতে পারছিনা। এমন কি অনুকুল অবস্থায় পারছিনা। দেখি আর ক দিন যায়। ঠিকে থাকার রহস্য নিয়ে যুবকদের জন্য কি পরামর্শ আছে যদি কেউ ইনবক্সে এসে হলেও দিয়ে যেতেন। কারন সমুদ্র সম জীবনে হাফাচ্ছি।।

পোস্ট (VDP দের জন্য)প্রিয় ভাই/বোনেরা,আমরা সবাই জানি—নারী মানেই শক্তি, নারী মানেই সম্ভাবনা।আর পুরুষ সাহায্যকারী।  আমাদের ...
27/08/2025

পোস্ট (VDP দের জন্য)
প্রিয় ভাই/বোনেরা,
আমরা সবাই জানি—নারী মানেই শক্তি, নারী মানেই সম্ভাবনা।আর পুরুষ সাহায্যকারী। আমাদের গ্রামে, আমাদের সংসারে তোমাদের প্রতিদিনের পরিশ্রমেই পরিবার চলে, সমাজ চলে। কিন্তু সেই পরিশ্রমকে যদি আমরা আয়ের পথে ব্যবহার করতে পারি, তাহলে নিজেদের সংসার যেমন শক্ত হবে, তেমনি সমাজে আমাদের সম্মানও বাড়বে।
আজ থেকে আমরা একসাথে নতুন পথে হাঁটব—
👉 যে যা পারে, সেই কাজকে ব্যবসায় রূপ দেব।
👉 কেউ সেলাই জানে, কেউ আচার বানাতে পারে, কেউ আবার হস্তশিল্প বা মশলা গুঁড়া বানাতে পারে।
👉 এই সামান্য কাজগুলো মিলেই গড়ে উঠবে আমাদের VDP উদ্যোগ।
আমাদের লক্ষ্য—
1️⃣ সংসারে বাড়তি আয় করা।
2️⃣ নিজের হাতে তৈরি জিনিস বাজারে/ অনলাইনে গ্রুপে বিক্রি করা।
3️⃣ একে অপরকে সাহায্য করে সামনে এগিয়ে যাওয়া।
তোমরা শুধু কাজ করবে না, তোমরা উদাহরণ হবে—
গ্রামের অন্য মেয়েরা দেখবে, নারীরা চাইলে কেমন করে নিজের পায়ে দাঁড়াতে পারে।
চল একসাথে বলি—
“আমরা পারব, আমরা এগোবো, আমরা হবো নিজের ভাগ্যের নির্মাতা।”
মেয়েরা সাধারণত বাড়িতে যা জানে
✂️ সেলাই ও হস্তশিল্প
• কাপড় সেলাই (ব্লাউজ, শার্ট, পাঞ্জাবি, সালওয়ার-কামিজ)
• এমব্রয়ডারি/কাঠামো কাজ
• নকশিকাঁথা তৈরি
• ব্লক/বাটিক প্রিন্ট
• উল/সুতো দিয়ে টুপি, সোয়েটার, ব্যাগ
🍲 রান্না ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ
• আচার (আম, লেবু, মরিচ ইত্যাদি)
• পিঠা, চানাচুর, মুড়ি, চিড়া দিয়ে খাবার
• মশলা গুঁড়া (হলুদ, মরিচ, ধনিয়া)
• শুঁটকি, শুকনা খাবার সংরক্ষণ
• পাপড়, চিপস, সেমাই বানানো
🌱 কৃষি ও গৃহপালন
• হাঁস-মুরগি পালন
• দেশি মুরগির ডিম সংগ্রহ
• ছাগল, গরু লালন-পালন
• টব/ছোট জমিতে সবজি চাষ (ঢেঁড়স, লাউ, পুঁইশাক ইত্যাদি)
• গাছের চারাগাছ তৈরি ও বিক্রি
🧼 গৃহস্থালি পণ্য তৈরি
• সাবান বানানো (লন্ড্রি/বডি সাবান)
• মোমবাতি বানানো
• আগরবাতি/ধূপকাঠি তৈরি
• ডিটারজেন্ট পাউডার/লিকুইড
• হোম ডেকোর (দেয়াল হ্যাংগার, টেবিলম্যাট)
🎨 সৃজনশীল ও শিক্ষামূলক
• হাতের কাজ (কার্ড, ক্রাফট, খেলনা তৈরি)
• আঁকাআঁকি/আলপনা
• ছোট বাচ্চাদের পড়ানো (প্রাইভেট/টিউশন)
নিজের জানা বিষয় কমেন্ট করে জানান। আমরা নিজেরা নিজেরা বাজার সৃষ্টি করে নিব ইনশাআল্লাহ

আজ থেকে আমি সম্পুর্ন বেয়াক্কেল। আর একটাও আক্কেল দাঁত নাই।
24/08/2025

আজ থেকে আমি সম্পুর্ন বেয়াক্কেল। আর একটাও আক্কেল দাঁত নাই।

22/08/2025

Muhogo wa Jang′ombe, sijauramba mwiko




Big shout out to my newest top fans! 💎 Mohammad Shahadat HossainDrop a comment to welcome them to our community,
20/08/2025

Big shout out to my newest top fans! 💎 Mohammad Shahadat Hossain

Drop a comment to welcome them to our community,

25/02/2025

Address

Chittagong

Telephone

+8801788316086

Website

https://mamunsdiary.websites.co.in/

Alerts

Be the first to know and let us send you an email when Mamun's Diary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share