27/08/2025
পোস্ট (VDP দের জন্য)
প্রিয় ভাই/বোনেরা,
আমরা সবাই জানি—নারী মানেই শক্তি, নারী মানেই সম্ভাবনা।আর পুরুষ সাহায্যকারী। আমাদের গ্রামে, আমাদের সংসারে তোমাদের প্রতিদিনের পরিশ্রমেই পরিবার চলে, সমাজ চলে। কিন্তু সেই পরিশ্রমকে যদি আমরা আয়ের পথে ব্যবহার করতে পারি, তাহলে নিজেদের সংসার যেমন শক্ত হবে, তেমনি সমাজে আমাদের সম্মানও বাড়বে।
আজ থেকে আমরা একসাথে নতুন পথে হাঁটব—
👉 যে যা পারে, সেই কাজকে ব্যবসায় রূপ দেব।
👉 কেউ সেলাই জানে, কেউ আচার বানাতে পারে, কেউ আবার হস্তশিল্প বা মশলা গুঁড়া বানাতে পারে।
👉 এই সামান্য কাজগুলো মিলেই গড়ে উঠবে আমাদের VDP উদ্যোগ।
আমাদের লক্ষ্য—
1️⃣ সংসারে বাড়তি আয় করা।
2️⃣ নিজের হাতে তৈরি জিনিস বাজারে/ অনলাইনে গ্রুপে বিক্রি করা।
3️⃣ একে অপরকে সাহায্য করে সামনে এগিয়ে যাওয়া।
তোমরা শুধু কাজ করবে না, তোমরা উদাহরণ হবে—
গ্রামের অন্য মেয়েরা দেখবে, নারীরা চাইলে কেমন করে নিজের পায়ে দাঁড়াতে পারে।
চল একসাথে বলি—
“আমরা পারব, আমরা এগোবো, আমরা হবো নিজের ভাগ্যের নির্মাতা।”
মেয়েরা সাধারণত বাড়িতে যা জানে
✂️ সেলাই ও হস্তশিল্প
• কাপড় সেলাই (ব্লাউজ, শার্ট, পাঞ্জাবি, সালওয়ার-কামিজ)
• এমব্রয়ডারি/কাঠামো কাজ
• নকশিকাঁথা তৈরি
• ব্লক/বাটিক প্রিন্ট
• উল/সুতো দিয়ে টুপি, সোয়েটার, ব্যাগ
🍲 রান্না ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ
• আচার (আম, লেবু, মরিচ ইত্যাদি)
• পিঠা, চানাচুর, মুড়ি, চিড়া দিয়ে খাবার
• মশলা গুঁড়া (হলুদ, মরিচ, ধনিয়া)
• শুঁটকি, শুকনা খাবার সংরক্ষণ
• পাপড়, চিপস, সেমাই বানানো
🌱 কৃষি ও গৃহপালন
• হাঁস-মুরগি পালন
• দেশি মুরগির ডিম সংগ্রহ
• ছাগল, গরু লালন-পালন
• টব/ছোট জমিতে সবজি চাষ (ঢেঁড়স, লাউ, পুঁইশাক ইত্যাদি)
• গাছের চারাগাছ তৈরি ও বিক্রি
🧼 গৃহস্থালি পণ্য তৈরি
• সাবান বানানো (লন্ড্রি/বডি সাবান)
• মোমবাতি বানানো
• আগরবাতি/ধূপকাঠি তৈরি
• ডিটারজেন্ট পাউডার/লিকুইড
• হোম ডেকোর (দেয়াল হ্যাংগার, টেবিলম্যাট)
🎨 সৃজনশীল ও শিক্ষামূলক
• হাতের কাজ (কার্ড, ক্রাফট, খেলনা তৈরি)
• আঁকাআঁকি/আলপনা
• ছোট বাচ্চাদের পড়ানো (প্রাইভেট/টিউশন)
নিজের জানা বিষয় কমেন্ট করে জানান। আমরা নিজেরা নিজেরা বাজার সৃষ্টি করে নিব ইনশাআল্লাহ