08/03/2024
আপনি ৭-৮ ঘন্টা পড়ার টেবিলে বসতে পারেন না কেনো জানেন?
আপনি কখনো পড়ালেখার বাহিরের জগতটা দেখেন নাই তাই পারেন না।
একমাস মার্কেটিং অথবা এনজিওতে জব করলে বুঝতে পারতেন পৃথিবীটা কতটা কঠিন।
যে কম্পানি আপনাকে মাসে ১৫-২০ হাজার বেতন দিবে তারা আপনার পিঠের উপর থেকে মাসে ঠিকি ৩০-৪০ হাজার টাকার কাজ করিয়ে নিবে।
শুধু তাই নাই, আপনি তো শহরে থাকেন যে রিকসাওয়ালা দৈনিক ৭-৮ ঘন্টা পরিশ্রম করে তার চেহারাটা দেখেন কি অবস্থা।
আপনাকে নিয়ে ফ্লাই ওভারের উপরে উঠতে কতটা কষ্ট করে।
আল্লাহ না করুক এমন পরিস্থিতি যদি আপনার হয় তখন কি করবেন?
পড়ালেখা করার মত করুন,৩০ বছর অতিবাহিত হলে তখন আপনি ভ্যালু লেস চাইলে একটা পরিক্ষা দিতে পারবেন না।
আপনার উচিত এখন ৭ ঘন্টা পড়লে আরো ২ ঘন্টা বাড়িয়ে দেওয়া।
পরিশ্রমের বয়সে পরিশ্রম করুন নয়তো জীবনের বাকিটা সময় অনেক কষ্টে কাটাতে হবে।