31/08/2025
কখনো ভাবি নাই যে,জীবনটা এমন এক পর্যায়ে আসবে। যে পর্যায়ে আসলে আমি ফ্যামিলির চোখেও খারাপ হয়ে যাবো।যেই ছেলেটা ভালো ছিলো,সেই ছেলেটাও ফ্যামিলির কিছু কটু কথায় নষ্ট হয়। ফ্যামিলির কারনে খারাপ ছেলে থেকে ভালো ছেলে হয় কিন্তু দেখেন আমি ভালো থেকে নষ্ট হয়ে গেছি। দিনের পর দিন একেক করে ফ্যামিলি থেকে অভিশাপ পাচ্ছি। অভিশপ্ত এ জীবনে আর কিভাবে বাঁচা যায়।যেখানে ফ্যামিলির মানুষ রাই অভিশাপ দিয়ে ভবিষ্যত অন্ধকার করার চেষ্টা করে,সেখানে জীবনের আর কি'বা পাওয়ার আছে।