Mir Md Najmul Huda

Mir Md Najmul Huda পৃথিবীতে কেউ সাফল্যের চামচ নিয়ে জন্মলাভ করে না। কঠোর পরিশ্রমের মাধ্যমে সবকিছু অর্জন করতে হয়।

30/07/2025

ব্যাংকে বসে আছি। এক মেয়ে এসেছে প্রবাস থেকে পাঠানো টাকা তুলতে। ফরম ফিল-আপ করতে পারছে না তাই আমার কাছে নিয়ে আসছে। সে নাকি আগের দিনও এসেছিল। ম্যানেজার নাকি বলেছিল পিন-নাম্বার ভুল, তাই ফিরে গেছে। আমি জিগ্যেস করলাম যিনি টাকা পাঠাইছে তাকে কল দিয়ে কনফার্ম হয়েছেন? পিন-নাম্বার ঠিক আছে? সে বললো- "কল দিছি, নাম্বার ঠিকই আছে"।

তাহলে টেনশন নিয়েন না, আমি ফরম ফিল-আপ করে দিচ্ছি। লাইনে দাঁড়িয়ে টাকা তুলে নিয়ে যান।

কিছুক্ষণ পর মেয়েটি এসে বলতাছে- ভাইয়া আজকেও নাকি নাম্বার ভুল হইছে। আমি মিলিয়ে দেখলাম, না-কোনো ভুল নেই। তখন জিগ্যেস করলাম আপনাকে কি এই ব্যাংকের কথা বলছে? আর কবে টাকা পাঠাইছে? সে বললো- না, এই ব্যাংকের কথাই বলছে আর টাকা পাঠাইছে গত পরশু।

তাহলে তো টাকা চলে আসার কথা। এক কাজ করুন, যিনি টাকা পাঠাইছে তাকে একটা কল দেন, আমি কথা বলে দেখি।

কল রিসিভ করতেই আমি বললাম, ভাইয়া আপনি যে নাম্বারটা দিছেন সেটা তো ভুল বলতেছে। আপনি...

(আমাকে থামিয়ে দিয়ে ওপাশ থেকে বললো)
ভাই আপনি একটু তাইরে জিগান তো আমি তাইর কী লাগি? আমি কি তাইর বাপ লাগি, ভাই লাগি, নাকি হাই লাগি? দুই দিন কথা কওনের মাথায়ই আমার কাছে বিশ হাজার ট্যাহা চাইলো ক্যারে?

মেয়েটা কৌতূহলী চোখ নিয়ে বারবার জিজ্ঞেস করছে, ভাইয়া কী হইছে? আর আমি স্তব্ধ হয়ে মেয়েটার চোখের দিকে তাকিয়ে আছি, তাকে এখন আমি কী জবাব দিব?

29/07/2025

রাসূল(ﷺ) বলেছেন, “যে ব্যক্তি মানুষের প্রতি দয়া দেখায় না (কিয়ামতের দিন) আল্লাহও তার প্রতি দয়া প্রদর্শন করবেন না”

নিজের ভাগ্যকে বিশ্বাস করতে শিখুন। ভাগ্য আপনাকে যেখানে নিয়ে যাবে সেখানেই দাঁড়িয়ে পড়ুন। নিজেকে বলুন আমি ঠিক আছি। তারপরে চা...
29/07/2025

নিজের ভাগ্যকে বিশ্বাস করতে শিখুন। ভাগ্য আপনাকে যেখানে নিয়ে যাবে সেখানেই দাঁড়িয়ে পড়ুন। নিজেকে বলুন আমি ঠিক আছি। তারপরে চারদিকে তাকান, ভালো করে দেখুন, আর নিজেকে মানিয়ে নিন। নিজেকে আবার বলুন ; এটা আমার নিয়তি, আমাকে এভাবেই থাকতে হবে এভাবেই বাঁচতে হবে। সুতরাং কাঁদা যাবে না, মন খারাপ করা যাবে না। আর যদি ভালো থাকা সম্ভব না হয় তাহলে, অভিনয় করে হলেও অসহ্য যন্ত্রণার মধ্যেও সৃষ্টিকর্তার জন্য বেঁচে থাকুন।

তবুও বেঁচে থাকুন, জীবন সুন্দর।

29/07/2025

নরম মনের মানুষদের কষ্ট দিও না!
তারা অতিরিক্ত চিন্তার জন্য রাতে ঠিকমতো ঘুমাতে পারেনা! 😔

29/07/2025

আপনার জীবনে সফলতার পথে সবচেয়ে বেশি অনুপ্রেরণা দিয়েছেন কে?
জানাবেন প্লিজ?

সময়ের সাথে সাথে সবকিছুই পরিবর্তন হয়, মানুষ, সম্পর্ক, অনুভূতি এমনকি আমরা নিজেরাও।
29/07/2025

সময়ের সাথে সাথে সবকিছুই পরিবর্তন হয়, মানুষ, সম্পর্ক, অনুভূতি এমনকি আমরা নিজেরাও।

29/07/2025

রিজিকের সর্বোচ্চ স্তর হচ্ছে শারীরিক সুস্থতাও মানসিক শান্তি!
আলহামদুলিল্লাহ!❤️

29/07/2025

ঈদ মোবারক
আগামী ১ আগস্ট থেকে শিক্ষা প্রতিষ্ঠানের শনিবার সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে!🙂

29/07/2025

লবণ অতিরিক্ত হলে... খাবার নষ্ট হয়,
আর টাকা অতিরিক্ত হলে মানুষ নষ্ট হয়...!!

ঋতুপর্ণা চাকমা; পাহাড়ের বুকে ছোট ঘরে থাকতেন হয়তো, কিন্তু বুকে লালন করতেন বিশাল এক স্বপ্ন। সেকালের কিংবা একালের, ঋতুপর্ণা...
28/07/2025

ঋতুপর্ণা চাকমা; পাহাড়ের বুকে ছোট ঘরে থাকতেন হয়তো, কিন্তু বুকে লালন করতেন বিশাল এক স্বপ্ন।

সেকালের কিংবা একালের, ঋতুপর্ণার চোখে সাফল্যের ক্ষিদা ছিলো এবং, আছে সবসময়ই।

বাংলাদেশের ঋতুপর্ণা যেন বিশ্বমঞ্চে এক বিশাল অনুপ্রেরণা হতে পারেন আগামী এশিয়ান কাপের মঞ্চে, হয়ে উঠেন মেয়েদের ফুটবলের বৈশ্বিক রোলমডেল-আমরা এই প্রত্যাশাই রাখি!


27/07/2025

যে তোমাকে সাহায্য করে, তাকে কোনোদিন ভুলে যেও না !

27/07/2025

টাকা মানুষকে বড়লোক বানাতে পারে কিন্তু ভদ্রলোক নয় ?

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Mir Md Najmul Huda posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mir Md Najmul Huda:

Share