
04/02/2025
Why Our farmer has to pay the price always?
Context : ক্লোড স্টোরেজ মালিক সমিতির গোপনে ভাড়া বৃদ্ধি
গতবছর কোল্ড স্টোরেজে ৭০ কেজির আলুর বস্তা রাখার ভাড়া বাবদ ২৮০ টাকা খরচ করতে হয়েছে কৃষকদের। এ বছর তাদের একই পরিমাণ আলু রাখার জন্য খরচ দিতে হবে ৫৬০ টাকা। অর্থাৎ গতবছর প্রতি কেজিতে ভাড়া ছিলো কেজিপ্রতি ৪ টাকা। এবার তা বাড়িয়ে কেজিপ্রতি ভাড়া করা হয়েছে ৮টাকা।
কৃষকদের ভাষ্য, কোল্ড স্টোরেজ মালিকদের টার্গেট হচ্ছে কৃষকরা আলু না রাখতে পারার কারণে দাম কমে গেলে তখন তারা কম দামে আলু কিনে কোল্ড স্টোরেজে রাখবে এবং পরে কৃষকদের কাছে বেশি দামে বিক্রি করবে। এর মাধ্যমে রাজশাহীর ৩৬টি কোল্ড স্টোরেজ মালিক কমপক্ষে ২৫০ কোটি টাকা বাড়তি হাতিয়ে নিবে।
©Md. Ismail Ali