14/07/2025
গতবছর ১৪ জুলাই দিবাগত রাত ঠিক এই সময়ে, স্বৈরাচারের সুপ্রিমেসি ভেঙে দিয়েছিলো বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
আজ এক বছর পরে, ঠিক একই স্থানে—টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে—একই স্লোগানে একত্রিত হলো হাজারো কন্ঠস্বর।
এই প্রজন্ম জানে, কীভাবে অন্যায়কে জবাব দিতে হয়।
#ট্যাগসমূহ:
#১৪জুলাইপ্রতিরোধ
#স্বৈরাচারবিরোধীআন্দোলন
#টিএসসি
#ঢাবি
#ছাত্রআন্দোলন
#একবছরেরপ্রত্যাবর্তন
#গণজোয়ার
#জনতারস্লোগান