15/09/2025
ছোট থেকে বড়—এইভাবেই শুরু হয় স্বপ্নের যাত্রা ✈️
আজ আমরা হাসাহাসি করি বুয়েটের তৈরি অটোরিকশা নিয়ে।
কিন্তু ভুলে গেলে চলবে না—
যেসব দেশ আজ নিজেরাই বিমান বানায়, তারা শুরু করেছিল ছোট উদ্যোগ দিয়ে।
আমাদের দেশেও ইনশাল্লাহ একদিন বিমান তৈরি হবে।
কিন্তু শুরুটা হতে হবে অটোরিকশা, বাস, ট্রাক—
যেখান থেকে অভিজ্ঞতা, প্রযুক্তি, দক্ষতা তৈরি হবে ধাপে ধাপে।
আমরা যদি এখন থেকেই দেশীয় প্রযুক্তিকে সমর্থন না দিই,
তাহলে বিদেশের ওপর নির্ভরশীলতাই বাড়বে, কমবে না।
চলুন, বুয়েটের উদ্ভাবনকে সম্মান করি, দেশীয় প্রযুক্তিকে সমর্থন করি।
@বুয়েট