Ntk online

Ntk online পাপীকে নয় পাপকে ঘৃণা করুন।
দৈনিক একটি ভাল কাজ করার চেষ্টা করুন

ছোট থেকে বড়—এইভাবেই শুরু হয় স্বপ্নের যাত্রা ✈️আজ আমরা হাসাহাসি করি বুয়েটের তৈরি অটোরিকশা নিয়ে।কিন্তু ভুলে গেলে চলবে ...
15/09/2025

ছোট থেকে বড়—এইভাবেই শুরু হয় স্বপ্নের যাত্রা ✈️

আজ আমরা হাসাহাসি করি বুয়েটের তৈরি অটোরিকশা নিয়ে।
কিন্তু ভুলে গেলে চলবে না—
যেসব দেশ আজ নিজেরাই বিমান বানায়, তারা শুরু করেছিল ছোট উদ্যোগ দিয়ে।

আমাদের দেশেও ইনশাল্লাহ একদিন বিমান তৈরি হবে।
কিন্তু শুরুটা হতে হবে অটোরিকশা, বাস, ট্রাক—
যেখান থেকে অভিজ্ঞতা, প্রযুক্তি, দক্ষতা তৈরি হবে ধাপে ধাপে।

আমরা যদি এখন থেকেই দেশীয় প্রযুক্তিকে সমর্থন না দিই,
তাহলে বিদেশের ওপর নির্ভরশীলতাই বাড়বে, কমবে না।

চলুন, বুয়েটের উদ্ভাবনকে সম্মান করি, দেশীয় প্রযুক্তিকে সমর্থন করি।
@বুয়েট

চট্টগ্রামের বিশিষ্ট শ্রমিক নেতাদের পদচারণায় মুখরিত হলো এন, টি, কে এন্টারপ্রাইজের শোরুম! 🚘✨ ওয়াজিবল্লা ভাই হারুন ভাই, স...
13/09/2025

চট্টগ্রামের বিশিষ্ট শ্রমিক নেতাদের পদচারণায় মুখরিত হলো এন, টি, কে এন্টারপ্রাইজের শোরুম! 🚘✨
ওয়াজিবল্লা ভাই হারুন ভাই, সিদ্দিক ভাই, শিপন ভাই, রাকিব ভাইসহ চট্টগ্রামের প্রখ্যাত শ্রমিক নেতৃবৃন্দ আজ আমাদের বাদুরতলা শোরুমে এসে দেখেছেন মনির অটো ইঞ্জিনিয়ারিং-এর TORI ব্র্যান্ডের ই-রিকশা।

তাঁরা মন্তব্য করেছেন—
“ই-রিকশার ভবিষ্যৎ উজ্জ্বল, এটি পরিবেশবান্ধব এবং শ্রমজীবী মানুষের আয়ের নতুন দিগন্ত উন্মোচন করবে।” 🌿⚡

আপনিও আমন্ত্রিত!
এসে দেখে যান আমাদের অত্যাধুনিক ই-রিকশা এবং চলুন একসাথে গড়ে তুলি সুন্দর আগামী। 🤝

📍 স্থান: বাদুরতলা, চট্টগ্রাম
📞 যোগাযোগ: [০১৮১৯৮৮১৭৫১

11/09/2025

কক্সবাজারের সাগরদ্বীপ উপজেলা মহেশখালীর দুর্গম পাহাড়ে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার কালারমার ছড়া এলাকায় এই অভিযান চালানো হয়। এতে ১০টি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। গতকাল বুধবার টহলরত তিন পুলিশ সদস্যকে গুলির পর এ অভিযান চালায় যৌথ বাহিনী, তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ আটক হয়নি।
#মহেশখালি #

11/09/2025

কক্সবাজারের সাগরদ্বীপ উপজেলা মহেশখালীর দুর্গম পাহাড়ে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার কালারমার ছড়া এলাকায় এই অভিযান চালানো হয়। এতে ১০টি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। গতকাল বুধবার টহলরত তিন পুলিশ সদস্যকে গুলির পর এ অভিযান চালায় যৌথ বাহিনী, তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ আটক হয়নি।

আমি মাজার পূজারী নই, মাজার পূজায় আমার কোনো বিশ্বাসও নেই। মাজারে সেজদা করাকে আমি হারাম মনে করি।তবে বিজ্ঞান ও বাস্তবতার আল...
07/09/2025

আমি মাজার পূজারী নই, মাজার পূজায় আমার কোনো বিশ্বাসও নেই। মাজারে সেজদা করাকে আমি হারাম মনে করি।

তবে বিজ্ঞান ও বাস্তবতার আলোকে কিছু প্রশ্ন আমার মনে জেগেছে, সেগুলো আপনাদের সামনে রাখছি—

✨ বলা হচ্ছে, সাধক নূরাল পাগল ১৪ দিন ধরে কবরে ছিলেন। কিন্তু বিজ্ঞান বলছে, এ রকম গরমে কোনো সাধারণ মানুষের দেহ ৪ দিনের মধ্যেই পচে গন্ধ ছড়াতে শুরু করে। তাহলে নূরাল পাগলের দেহ ১৪ দিনেও অক্ষত রইলো কিভাবে?

✨ আবার অনেকে লিখছেন— নূরাল পাগল সত্যিকারের আল্লাহর অলি ছিলেন, এর চেয়ে বড় প্রমাণ আর কী হতে পারে?
কিন্তু আমি এ দাবিটিও বিশ্বাস করি না।

আপনাদের কারও কাছে যদি এর কোনো বৈজ্ঞানিক বা যৌক্তিক ব্যাখ্যা থাকে, দয়া করে কমেন্টে জানান।

#নুরালপাগল

চট্টগ্রামের মুরাদপুর ব্রিজ ভেঙ্গে শতাধিক আহতের খবর পাওয়া গেছে!সময়- দুপুর ১২:৩০।
06/09/2025

চট্টগ্রামের মুরাদপুর ব্রিজ ভেঙ্গে শতাধিক আহতের খবর পাওয়া গেছে!

সময়- দুপুর ১২:৩০।

06/09/2025

জরুরি রক্তের প্রয়োজন 🩸

একজন মুমূর্ষু রোগীর জন্য জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন।
যদি আপনার রক্তের গ্রুপ মিলে যায়, অনুগ্রহ করে যোগাযোগ করুন
📍 স্থান: নেভী হাসপাতাল গেট, মমতা ক্লিনিক, তৃতীয় তলা
🩸 জরুরি প্রয়োজন: দুই ব্যাগ O+ (পজেটিভ) রক্ত
📞 যোগাযোগ: ০১৭২৫১০০২২৫

সকলের কাছে অনুরোধ, তার জন্য দোয়া করবেন এবং রক্ত দিয়ে জীবন বাঁচাতে এগিয়ে আসবেন।
একটি শেয়ারও হতে পারে একটি জীবন বাঁচানোর কারণ।

06/09/2025
06/09/2025

চট্টগ্রাম
#চট্রগ্রাম #বাংলাদেশ

Address

Chittagong

Telephone

+8801817679779

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ntk online posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ntk online:

Share