Lily's World

Lily's World Assalamualaikum

22/09/2025

নিজেকে এগিয়ে নিয়ে যান।
তবে মানুষকে ঠকিয়ে নয়, মনে রাখবেন মানুষের দীর্ঘশ্বাস খুবই ভয়ংকর।

‘ভুলে যাওয়া’ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক বিশেষ নেয়ামত। তিনি যদি আমাদের এই নিয়ামত না দিতেন, বেঁচে থাকাটা যে কী ভীষণ দু...
15/09/2025

‘ভুলে যাওয়া’ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক বিশেষ নেয়ামত। তিনি যদি আমাদের এই নিয়ামত না দিতেন, বেঁচে থাকাটা যে কী ভীষণ দুঃসহ হয়ে উঠত তা আমরা কল্পনাও করতে পারি না।

প্রিয় কোন মানুষ যখন মারা যায়, প্রথম কিছুদিন আমাদের অসম্ভব খারাপ লাগে। সারাটা দুনিয়াটাকেই কেমন রঙহীন, বিস্বাদ আর বিরক্ত লাগে কিছুদিন।

কিন্তু, সময় যত গড়ায়, আমরা আস্তে আস্তে সেই শোক আর ক্ষতটা সেরে উঠি। সময়ের সাথে সাথে প্রিয় মানুষের স্মৃতিগুলোও ধূসর হতে থাকে আমাদের মানসপটে।

আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে এই ‘ভুলে যাওয়ার’ ক্ষমতাটুকুনা দিতেন, ভাবুন তো কেমন হতো আমাদের জীবনটা? একবার শুধু চিন্তা করুন, আপনার মা মারা যাওয়ার দিন যে কষ্ট আপনার অনুভূত হবে, পাঁচবছর অতিক্রান্ত হওয়ার পরও যদি আপনার ঠিক একইরকম কষ্ট লাগে, আপনি কি আদৌ বেঁচে থাকতে পারবেন?

আবার, ভবিষ্যত না জানাও একরকম নিয়ামত।

ধরুন, আজ রাতে যদি কোনোভাবে আপনি জেনে যান যে, আপনার ফুটফুটে সন্তানটা আগামি বছরের ঠিক আজকের দিনটায় মারা যাবে, আপনার দ্বারা কি সম্ভব হবে আজ থেকে স্বাভাবিক জীবনযাপন করে যাওয়া? আপনি কি খেতে পারবেন ঠিক মতো? ঘুমোতে পারবেন এই ভবিষ্যত জেনে নিয়ে?

আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্ধারিত প্রত্যেকটা বিষয় এমনই হিকমাহপূর্ণ। তিনি যখন বান্দাকে কোনোকিছু দেন না বা জানান না, সেটা বান্দার কল্যাণের জন্যেই৷ আবার, তিনি যখন বান্দাকে কোনোকিছু ভুলিয়ে দেন, সেটাও বান্দার কল্যাণের জন্যেই।

~ আরিফ আজাদ

15/09/2025
🥴
13/09/2025

🥴

সতর্কতামূলক পোস্ট 🙏😥😭যারা ব্রাশ ঢেকে রাখে না এই পোষ্টটি তাদের জন্য। এই যে দেখতে পাচ্ছেন ছবিতে যে টিকটিকি ব্রাশের সাথে মু...
10/09/2025

সতর্কতামূলক পোস্ট 🙏😥😭

যারা ব্রাশ ঢেকে রাখে না এই পোষ্টটি তাদের জন্য। এই যে দেখতে পাচ্ছেন ছবিতে যে টিকটিকি ব্রাশের সাথে মুখ লাগিয়ে আছে অর্থাৎ ব্রাশ তারা চাটে😭ওই ব্রাশদিয়ে যদি আমরা দাঁত ব্রাশ করি আমাদের মৃত্যু পর্যন্ত হতে পারে😭 কারন টিকটিকির লালায় ও মলে '*সালমেলোনা'* নামে এক ধরনের ভাইরাস ও ব্যকটেরিয়া থাকে।। যেটার কারণে আমাদের ফুড পয়জেনিং হতে পারে😥আর ফুট পয়জেনিং হলে এমন এক পর্যায়ে যাবে যাতে আমাদের মৃত্যু পর্যন্ত হতে পারে😭😥তাই আপনারা ব্রাশ ঢেকে রাখবেন।।পোস্টটি বেশি বেশি শেয়ার করে দিন মানুষকে সচেতন করুন যাতে সবাই সচেতন হতে পারে পোস্টটি দেখে।।।

🙏🙏🙏

চন্দ্রগ্রন! চন্দ্রগ্রহণ! চন্দ্রগ্রহণ!হ্যাঁ, আগামী ৭ ই সেপ্টেম্বর চন্দ্রগ্রহণ সংঘটিত হবে। এটি এই বছরের শেষ চন্দ্রগ্রহন। আ...
05/09/2025

চন্দ্রগ্রন! চন্দ্রগ্রহণ! চন্দ্রগ্রহণ!
হ্যাঁ, আগামী ৭ ই সেপ্টেম্বর চন্দ্রগ্রহণ সংঘটিত হবে। এটি এই বছরের শেষ চন্দ্রগ্রহন।
আসুন দেখে নেই এই গ্রহনটি বাংলাদেশের কোন কোন অঞ্চল থেকে দেখা যাবে।

আগামী ৭ ই সেপ্টেম্বর ২০২৫ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ সংঘটিত হবে, মানে এদিন পৃথিবীর ছায়ায় পূর্ণিমার চাঁদ ঢেকে অন্ধকার হয়ে যাবে।
বাংলাদেশ সময় ৭ ই সেপ্টেম্বর দিবাগত রাত ৯ টা ১৮ মিনিটে এই গ্রহনটি শুরু হবে, গ্রহনের সর্বোচ্চ মাত্রা থাকবে গভীর রাত ১২ টা ১১ মিনিটে, গ্রহনটি শেষ হবে গভীর রাত ২ টা ৫৫ মিনিটে।
গ্রহনটি বাংলাদেশের সকল স্থান থেকে একই সাথে দেখা যাবে।
সকল জেলা থেকে একই সাথে দেখা যাবে গ্রহনটি, আলাদা আলাদা কোন টাইম নেই।
যেহেতু এদিন রাতে দেশের অধিকাংশ এলাকায় আকাশ পরিস্কার থাকতে পারে, সুতরাং গ্রহনটি দেখতে তেমন সমস্যা হবেনা।
আর এই গ্রহন খালি চোখে দেখা যাবে।

গ্রহন এর জন্য কোন প্রকার সাবধানতা অবলম্বন করা লাগবে না।
সকল প্রকার কুসংস্কার থেকে দুরে থাকবেন।
এবং গ্রহন এর সকল স্তর বাংলাদেশ থেকে দেখা যাবে।

আল্লাহুম্মা সাল্লী ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ ❤️
05/09/2025

আল্লাহুম্মা সাল্লী ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ ❤️

বাবার চেয়ে শ্বশুর আপন?🙂ছেলে ইমুতে মেসেজ পাঠিয়েছে-“বাবা আপনার নামে ২০ হাজার টাকা ছেড়েছি, এ টাকা দিয়ে আপনি ডাক্তার দেখাবেন...
04/09/2025

বাবার চেয়ে শ্বশুর আপন?🙂
ছেলে ইমুতে মেসেজ পাঠিয়েছে-

“বাবা আপনার নামে ২০ হাজার টাকা ছেড়েছি, এ টাকা দিয়ে আপনি ডাক্তার দেখাবেন, ফল কিনে খাবেন। গোপন নাম্বারে পাঠিয়েছি, আপনি আইডি কার্ড নিয়ে জনতা ব‍্যাংকে গেলেই টাকা পেয়ে যাবেন”।

(গোপনীয়তার স্বার্থে পিন নাম্বারটি দিলাম না)।

ছেলের কথা মতো বাবা আজ জনতা ব‍্যাংক গৌরীপুর শাখায় এসেছেন টাকা তোলার জন‍্য। অসুস্থ শরীর তাঁর। কোনমতে লাঠিতে ভর করে চলাফেরা করেন।

বললাম- এই শরীর নিয়ে একা একা আসা ঠিক হয়নি আপনার।

তিনি জানালেন- সাথে আসার মতো কাউকে পাননি বলে কষ্ট করে একাই এসেছেন। টাকা তুলে ডাক্তার দেখিয়ে তারপর বাড়ি ফিরবেন।

মুরুব্বিকে আমার রুমে বসিয়ে সহকর্মীকে বললাম ওনার টাকাটা পে-আউট করে দেয়ার জন‍্য। কিছুক্ষণ পর আমার সহকর্মী জানালো, এই টাকার বেনিফিসিয়ারী তিনি নন, অন‍্য আরেকজন। পরবর্তীতে গোপন পিন নাম্বারটি আমি নিজে কয়েক বার মিলিয়ে দেখলাম, সহকর্মীর কথাই সত‍্যি। পরে ভদ্রলোকের কাছে জানতে চাইলাম উল্লেখিত ব‍্যাক্তিকে আপনি চিনেন কিনা। নাম শোনতেই তাঁর দু’চোখে জলের তান্ডব দেখলাম!

অভাগা বাবা কাঁদতে কাঁদতে লাঠিতে ভর দিয়ে চলে গেলেন।

তখন নায়ক রাজ্জাকের “বাবা কেনো চাকর” সিনেমাটির কথা মনে পড়ে গেল। হৃদয়ে বাজতে লাগলো- আমার মতো এমন সুখী নেইতো কারো জীবন…..

বুঝতে পারলাম, ছেলে তার শ্বশুরকে পাঠানো মেসেজটি ভুলক্রমে বাবার মোবাইলে পাঠিয়ে দিয়েছেন। ঘন্টা দেড়েক পর একজন তড়তাজা ভদ্রলোক এসে সে টাকা উঠিয়ে নিয়ে গেলেন। তারঁ সাথেও কথা হল। জানতে চাইলাম কে টাকা পাঠিয়েছেন।

মাঝ বয়োসী ভদ্রলোক জানালো - “আমার জামাই, নবীর দেশে থাকে। খুব ভালো ছেলে, কয়েক মাস পর পর শরীর চেকআপের জন‍্য টাকা পাঠায়। পাগল একটা জামাই!, দোয়া করবেন স‍্যার।

আমি কিছুক্ষণের জন‍্য স্তব্দ হয়ে গেলাম। ভাবলাম বাবা ছেলেকে বড় করে নবীর দেশে পাঠিয়েছিলেন ঠিকই, এখন সে আবু জাহেলের দেশে বাস করে……

মোহাম্মদ জসীম উদ্দীন

ব‍্যবস্থাপক,জনতা ব‍্যাংক পিএলসি.গৌরীপুর শাখা।

04/09/2025

একটা ইসলামী ব্যাংকে আমার সামান্য কিছু টাকা এফডিআর করা ছিল।
গত ১০-১৫ দিন আগে সেই ব্যাংকে চাকরী করা এক ছোট ভাই ফোন করে জানালো, মার্জিং প্রসেসে যাওয়াতে আপাতত ব্যাংক থেকে টাকা তোলা যাবে না। এবং পরবর্তীতে তুললেও সেই টাকা ইনস্টলমেন্টে তুলতে হবে।

আমার মত এরকম ছাপোষা লক্ষ লক্ষ আমানতদার ইসলামী ব্যাংকগুলোতে টাকা রেখে এক ঘোর অনিশ্চয়তায় পড়ে গেছে। কার কারনে?

আপনারা জানেন কি না জানিনা, বাংলাদেশে ব্যাংকগুলোতে বিশেষ করে ইসলামী ব্যাংকগুলোতে আমানতদারদের প্রায় সবাই-ই ছাপোষা মানুষ। নিম্ন-মধ্যবিত্ত চাকুরীজীবী, ক্ষুদ্র ব্যবসায়ী কিংবা মধ্যপ্রাচ্যে কাজ করা শ্রমিক।
ব্যাংক এই গ্রুপগুলো থেকে টাকা নিয়ে বড় বড় ব্যবসায়ীদের ঋণ দেয়। আপনি আমি জুতার ক্ষয় করে ফেললেও কিন্ত দিবে না, বরং আমাদের কাছ থেকে আরও টাকা নিবে।

অন্যদিকে এই ধনীদের টাকা কখনো দেশের ব্যাংকে থাকে না। এরা আমার আপনার জমানো টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসা করে বিদেশের ব্যাংকে জমা করে।

তাহাজ্জুতি এন্ড কোং এই দেশের ঠিক সেরকম একজন বড় ব্যবসায়ী।
যাকে অবৈধ ক্ষমতাবলে একটি ভয়ংকর উদ্দেশ্য নিয়ে দেশের ইসলামী ব্যাংকগুলোর পরিচালক করা হয়েছিল।

সেই পরিচালক হওয়ার সুযোগে বাংলাদেশের সবচেয়ে ভয়াবহ লুটপাট করে বিদেশে পালিয়েছে এই তাহাজ্জুতি এন্ড কোং।

২০ আগস্ট ২০২৪ এর ডেইলি স্টার ও ৮ অক্টোবর ২০২৪ এর বিজনেস ইন্সপেকশান এ প্রকাশিত তথ্য মতে এরা ইসলামী ব্যাংক থেকেই ঋণের নামে তুলে নিয়েছে প্রায় ৮৮ হাজার কোটি টাকা। যা ব্যাংকটির দেয়া মোট পাবলিক ঋণের প্রায় ৫০%!!!

জনতা ব্যাংকের চট্টগ্রামের একটি শাখা থেকে নিয়েছে ১৩,৪০০ কোটি টাকা, সোশ্যাল ইসলামী ব্যাংক থেকে ৪,২০০ কোটি, ইউনিয়ন ব্যাংক থেকে ২,০০০ কোটি, গ্লোবাল ইসলামী ব্যাংক থেকে ৫৭৪ কোটি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে ২৫৭ কোটি, ন্যাশনাল ব্যাংক থেকে ৪,৬১৯ কোটি, বাংলাদেশ কমার্স ব্যাংক থেকে ২,০০০ কোটি, আল-আরাফা ইসলামী ব্যাংক থেকে ৩,০০০ কোটি, এক্সিম ব্যাংক থেকে ৫,০০০ কোটি সহ বাংলাদেশের সাধারণ মানুষের প্রায় ২ লক্ষ ২৩ হাজার কোটি টাকা লুটে নিয়েছে।

কিভাবে নিয়েছে শুনেন তাহলে,
মুরাদ এন্টারপ্রাইজ, একটা নুন আনতে পান্তা ফুরায় মার্কা ঢেউটিন বিক্রেতা দোকান। ইসলামী ব্যাংকের চট্টগ্রাম চাক্তাই শাখা থেকে এই টিন বিক্রেতাকে কোন প্রকার যাচাই না করেই ৮৯০ কোটি টাকা ঋণ পাশ করা হয়।

এক বছর পর আরও ১১০ কোটি টাকা ঋণ পাশ করে ১০০০ কোটির ফিগার পূরণ করে ব্যাংক। পরবর্তীতে কাগজ পত্র যাচাই করে দেখা যায় এইটা তাহাজ্জুতি এন্ড কোং-এর শ্যাডো দোকান।

এইভাবে ৪৭০ টা শেল কোম্পানি খুলে দুনিয়ার ৯ টা দেশে ২ লক্ষ ২৩ হাজার কোটি টাকা পাচার করে দেয় এই এক তাহাজ্জুতি এন্ড কোং। যার প্রতিটা পয়সা আপনার আমার ঘাম ঝরার বিনিময়ে ব্যাংকে জমা হয়েছিল।

তাহাজ্জুতি এন্ড কোং এই টাকা পাচার করে সিঙ্গাপুর, সাইপ্রাস, UAE, জার্সি, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস-এ হোটেল, ভিলা, ও বিভিন্ন কোম্পানিতে বিনিয়োগ করেছে।

ওয়েট ২ লক্ষ ২৩ হাজার কোটি টাকা মানে আসলে কত টাকা? কত?

ধরে নেন একজন মানুষ মাসে ৩০,০০০ টাকা আয় করে। তাহলে ২ লক্ষ ২৩ হাজার কোটি টাকা আয় করতে ওনার কত বছর লাগবে?

বা, ধরেন আরেকজন মানুষ বড় অফিসার। মাসে ১ লক্ষ টাকা মানে সিক্স ডিজিট স্যালারী পায়। তো ওনার কত বছর লাগবে ২ লক্ষ ২৩ হাজার কোটি টাকা আয় করতে?

এদের কারোরই এক জনম না, লক্ষ জনমে জন্ম নিয়েও ২ লক্ষ ২৩ হাজার কোটি টাকা আয় করা সম্ভব না।

৩০,০০০ টাকা আয় করা মানুষটার ৫৫ লক্ষ ৫৫ হাজার ৫৫৫ বছর লাগবে আর ১ লক্ষ টাকা আয় করা মানুষটা ১৬ হাজার ৬৬৬ বছর লেগে যাবে এই টাকা আয় করতে।

আপনি যদি জাস্ট কিচ্ছু না করে বসে বসে প্রতিদিন ১০ কোটি টাকা খরচ করতে থাকেন, তাও আপনার ৬০ বছর লেগে যাবে শেষ করতে।

আপনি বুঝতেছেন তাহাজ্জুতি এন্ড কোং আমাদের ঠিক কত টাকা নিয়ে চলে গেছে?

এই যে শুনতেছেন তাহাজ্জুতি এন্ড কোং দিল্লীতে নাকি শেখ হাসিনাকে ২৫০০ কোটি দিসে এই টাকা ২ লক্ষ ২৩ হাজার কোটি টাকার ৯০ ভাগের মাত্র ১ ভাগ।

ওদের হাতে এখনও ৮৯ ভাগ আছে। আর এতো গেল এক তাহাজ্জুতি এন্ড কোং। এরকম আরও বহু তাহাজ্জুতি এন্ড কোং দিয়ে গত ১৭ বছরে আমাদের নিঃস্ব করে লীগ এখন দিল্লীতে হিজরত করছে।

সেখানে বসে কোটি কোটি টাকা খরচ করে আবারও আমাদের লুটে খাওয়ার পরিকল্পনা করছে তারা, আর এখানে আমরা ক্ষমতার আশায় এক দল আরেক দলের মাথা খাচ্ছি। ©

বি:দ্র: একটা পুরো দেশকে খেয়ে দেওয়ার জন্য এরকম একটা পীরই যথেষ্ট।

Copied from Yeasin Reza...

Address

Chandgaon
Chittagong
4363

Website

Alerts

Be the first to know and let us send you an email when Lily's World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share