Teacher's Group

Teacher's Group আপনার পছন্দ মত টিউশনি আদান-প্রদানে সর?

17/09/2025

অন‍্যকে দেয়ার মত সব থেকে মূল্যবান জিনিস হচ্ছে সময়, তাই কাকে দিবেন, কতটুকু দিবেন, কেন দিবেন আর কাকে দিবেন না এই calculation টা খুব বুঝে করতে হয়। Golden Moments যেন অপচয় না হয়, be careful!

12/09/2025

Arabic School Teaching

11/09/2025

“পরগাছা সবুজ হয়, দেখতে ভালোও লাগে, কিন্তু ভেতরে ভেতরে গাছকে মে'রে ফেলে। জীবনে এমন মানুষও আছে—সামনে থেকে মায়া দেখায়, কিন্তু ভেতরে ভেতরে শুধু ক্ষয় ঘটায়। তাই সম্পর্কের বাগানে পরগাছাদের জায়গা দেওয়া মানেই নিজের হাতে নিজের বৃক্ষকে শুকিয়ে দেওয়া।”

09/09/2025
05/09/2025

https://www.facebook.com/share/1CcBmrJ6eg/

তোমার একটা জিনিস যা অন্য কারো নেই তা হল তুমি। তোমার কণ্ঠস্বর, তোমার মন,তোমার গল্প, তোমার দৃষ্টিভঙ্গি।

03/09/2025

উন্নতির সিঁড়ি ভাঙবেন,
কিন্তু অন্যের কাঁধ ভেঙে নয়।
কারণ অ’ন্যায়ের উপর দাঁড়িয়ে যে স্বপ্ন গড়া হয়,
তা মানুষের দীর্ঘশ্বাসেই ভেঙে যায়।

01/09/2025

প্রকৃত শিক্ষিত সেই মানুষ যাহার মাঝে দ্বীনের প্রকৃত জ্ঞান রয়েছে এবং

প্রকৃত সুন্দর সেই মানুষ যাহার মাঝে রাসূল সাঃ আঃ এর প্রকৃত সুন্নত আদর্শ রয়েছে🥰

স্বার্থের জন্য কারো সাথে চলি না,যাদের সাথে চলি নিঃস্বার্থে নিঃসন্দেহে!🤍🥀
30/08/2025

স্বার্থের জন্য কারো সাথে চলি না,
যাদের সাথে চলি নিঃস্বার্থে নিঃসন্দেহে!🤍🥀

29/08/2025

ব্যবসা করতে গিয়ে যা শিখেছিঃ
--------*----------**----------
১। সিস্টেমকে বিশ্বাস করুন, মানুষকে নয়, সে যেই হোক।
২। অযোগ্য মানুষকে হেল্প করার নিয়তে ব্যবসার দায়িত্ব দেবেন না।
বাঁশ খাবেন ঝাড় সহ।
৩। নেগেটিভ মানুষদের (যারা ভাইরাস ছড়ায়) কোনো চিন্তা না করেই ফায়ার করুন। এরা বিষাক্ত ও ছোঁয়াচে।
৪। আপনার স্বপ্নকে যে কর্মী বিশ্বাস করেনা, লালন করেনা , ফায়ার করুন।
৫। যে এমপ্লয়ী নিজেকে আপডেইট করেনা, NOKIA হয়ে আছে বছরের পর বছর, ফায়ার করুন।
৬। একজন এমপ্লয়ীকে যত বেতন দিচ্ছেন তার কমপক্ষে ১২ গুণ মুনাফা তার কাছ থেকে না পেলে ঐ কর্মী প্রতিষ্ঠানের বোঝা।
৭। নতুন এমপ্লয়ী নিয়োগ দিলে যদি পুরাতন কেউ আপনার ও প্রতিষ্ঠানের সমালোচনা করে, তাকে সাথে সাথে ফায়ার করুন।
৮। প্রতিষ্ঠানের একটি সংস্কৃতি গড়ে তুলুন। মানতে বাধ্য করুন।
৯। একবার কেউ চুরি করলে মাফ করবেন না। সুযোগ পেলে আবারো করবে। নিশ্চিত থাকুন।
১০। যতটা সম্ভব ক্যাশ লেনদেন থেকে বের হয়ে আসুন। কাউকে বিশ্বাস করবেন না। মরা মানুষও নাকি টাকা দেখলে হা করে।
১১। শর্টটার্মের জন্য এমপ্লয়ী নেবেন না।
১২। যে এমপ্লয়ী চাকরি করার মনোভাব রাখে, প্রতিষ্ঠানকে নিজের মনে করে না তাকে দিয়ে প্রতিষ্ঠানের কোনো উন্নয়ন সম্ভব নয়।
১৩। যে এমপ্লয়ী প্রতিষ্ঠানের অপচয় রোধে সচেতন নয় (বিদ্যুত/গ্যাস/পানি/খাবার/গ্যাস/স্পেইস/কাগজ/কলম ইত্যাদি) তাকে কিক আউট করুন।
১৪। যে এমপ্লয়ীরা গীবত করে তাদের কিক আউট করুন।
১৫। যে এমপ্লয়ীরা ভুল করার পর অযুহাত দাড় করায় বা অন্যের উপর দোষ চাপায়, কিক আউট করুন।
১৬। আত্মীয় হলেই বিশ্বাস করে টাকাপয়সা হ্যান্ডল করতে দেবেন না। তদারকির মধ্যে রাখবেন।

Address

Chittagong
4400

Alerts

Be the first to know and let us send you an email when Teacher's Group posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Teacher's Group:

Share