14/04/2024
নতুন, স্বাগতম তোমায়, স্বাগতম সুন্দর ভুবনে
স্বাগতম ভালবাসার ধরিত্রীর মাঝে।🖤
অসংখ্য নক্ষত্র,জারুল বন,শিউলিমালা
প্রজাপতির ডানায়, নদীর হিল্লোল,বিহঙ্গমের কণ্ঠে।
স্বাগতম,স্বাগতম তোমায়।🙏
নতুন,রবীন্দ্রনাথের স্বর্ণবিণাতন্ত্রীরে কর ধন্য
বিশৃঙ্খলা, জঞ্জাৎ,নারীলালসাপূর্ণ-
বিষাক্ত ছোবল তার,ঈপ্সায় জর্জরিত সকল অহংকার
কর চূর্ণ।দলিতে দাও প্রাণ,নজরুলের সাম্যগান
আবার বাজাও সুরে, বাউলের একতারাতে।
নতুন,তোমায় আহ্বান
একতারা,দোতরা, বাঁশি বীণায় আবার তান ধর
বাউলিয়ানার জলসাঘরে অমৃতসুধা সিঞ্চন কর
লালন শাহ,হাসনরাজা,জীবনানন্দ, রোকেয়ার
ভালোবাসার বাণী শুনাও, মানুষ গড়ে তোলো।
এমন স্বপ্নের দেশ যে দেশে থাকবে না কোন-
ধর্ম, বর্ণ, সাম্প্রদায়িকতা,মানুষ থাকবে ভালোবেসে।
নতুন তোমা পানে চেয়ে......🌼
..আহ্বান... (আজকের ডায়েরি)
৩০/০৪/২০২০
কবিতাটি লিখেছিলাম ২০২০ সালে নববর্ষকে সামনে রেখে নতুনের আহ্বানে।