Pulak's Jubilee

Pulak's Jubilee আবৃত্তি, গান, আড্ডা,আলোচনা ও বই রিভিউ...

উঠেছিলাম বাসে, পাশ থেকে একজন দিল কাঁশেআরেকজন দিল পাদমুলার গন্ধে সবাই কুপোকাত!🤣ওহ্!কুত্তা কাফি ছিল পাশেসে নাকি পেদে দিয়েছ...
10/02/2025

উঠেছিলাম বাসে,
পাশ থেকে একজন দিল কাঁশে
আরেকজন দিল পাদ
মুলার গন্ধে সবাই কুপোকাত!🤣
ওহ্!কুত্তা কাফি ছিল পাশে
সে নাকি পেদে দিয়েছে
এটা বলে মিটিমিটি হাসে।🤣🤣🤣🤣

হালার ভাই,হালার ভাইয়র কবিতা😄🤣🤣

মন খারাপের দিনে সব কিছুকে কেমন জানি অসহ্য লাগে।ভীষণভাবে একা থাকতে ইচ্ছে করে। একদম একা,একটা রাতের পাখি ডাকলে না,একটা জোনা...
11/01/2025

মন খারাপের দিনে সব কিছুকে কেমন জানি অসহ্য লাগে।ভীষণভাবে একা থাকতে ইচ্ছে করে। একদম একা,একটা রাতের পাখি ডাকলে না,একটা জোনাকি পোকা আলো জ্বাললে না, গাছের পাতা নড়লে না,চারদিক একদম অন্ধকার। শুধু একা আমি, ভীষণ একার মাঝে অন্ধকার থাকবে।অন্ধকারে আলোর আবছা অস্পষ্টতা থাকবে। আর এই অস্পষ্টতায় আমি গা এলিয়ে দিয়ে শুঁয়ে থাকবো! 💔

যদি এই অস্পষ্টতার আবছা আলোর ছায়া হয়ে তুমি আসতে! কে জানে, এই ছায়াতেই হয়তো তোমাকে দেখে আমি আহ্লাদিত হতাম! আমার একাকিত্ব ঘুছে যেত! যদি তুমি আসতে! কেন আসলে না?😥😥

আজকের ডায়েরী...২৯/০৪/২০২০(বুধবার)

10/01/2025

আকাশ আমায় ভরলো আলোয়, কবিগুরু... শুক্রবার

আচ্ছা যদি এমন হতো? তোমার কাল মৃত্যু হবে এটা তুমি জানো,মৃত্যুর বিনিময়ে আজ তোমাকে সময় ও সব শক্তি দেওয়া হলো, তাহলে তুমি কি...
09/01/2025

আচ্ছা যদি এমন হতো? তোমার কাল মৃত্যু হবে এটা তুমি জানো,মৃত্যুর বিনিময়ে আজ তোমাকে সময় ও সব শক্তি দেওয়া হলো, তাহলে তুমি কি করতে?

আমি পৃথিবীতে থাকা অন্যের অনিষ্টকারী সব খারাপ লোককে ধ্বংস করতাম আর পৃথিবীর সব বোমা গুড়িয়ে দিয়ে ভালোবাসার পৃথিবী রেখে যেতাম। আর তুমি?

15/05/2024

খুব কাছে এসো না
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ্।

#খুব #কাছে #এসোনা #রুদ্র_মুহাম্মদ_শহীদুল্লাহ্
#কবিতা #আবৃত্তি

30/04/2024

নজরুলের গলায় ফাঁসি
----------------------------------
রবীন্দ্রনাথের নাম যদি মোহাম্মদ রবীন্দ্রনাথ হতো তাহলে এ হেন হীন বক্তব্য তারা নিশ্চয়ই পেশ করতো না( ঢামেক সম্পর্কে বিতর্কিত বক্তব্য)। কোথাও একটা যেন তীব্র ঘৃণা। আজকের দিনে দাঁড়িয়ে কাজী নজরুল ইসলাম যদি বেঁচে থাকতেন তাহলে তাঁকে পিটিয়ে দেশ ছাড়া করো হতো। কেননা তিনি যেমন লিখেছেন-"রমজানেরই রোজার শেষে এলো খুশির ঈদ।" তেমনি লিখেছেন-" আজি মনে মনে লাগে হরি।" আবার তিনি যেমন লিখেছেন গজল তেমনি লিখেছেন শ্যামা সঙ্গীত। তখন টাকলারা বলতো নজরুল সালারপুত সেক্যুলার এর মা*থা কা*টো! এ ভয়ে না দেশ ছেড়েই পালাতো কবি নজরুল। ভাগ্যিস এমন খারাপ সময়ে তারা জন্মাননি।

আজকাল পথে-ঘাটে,ক্রিকেটে, কন্টেন্টে অনেক ধার্মিক দেখা যায়। টাকলার মত ধর্ম সন্ত্রসীরাও এখন সবার কাছে পোষ্য! কিন্তু এখন আর দেখা যায়না লালন শাহ,হাসন রাজা,রোকেয়া,নজরুল কিংবা জীবনানন্দের মত মানুষদের। যারা মানুষ ছিলেন। যদি লালন শাহ আবার গেয়ে উঠতেন-"জাত গেল জাত গেল বলে একি আজব কারখানা।" তোমরা কি তাঁকে সেক্যুলার বলতে? আচ্ছা লালন শাহ হিন্দু নাকি মুসলিম? আচ্ছা ধরো আমি সারাজীবন মানুষের সেবা করে গেলাম কারো কখনো ক্ষতি করলাম না এবং ধর্মও পালন করলাম না, তাহলে প্রভু কি আমায় তার সৃষ্টি হিসেবে মেনে নিবে?

হে প্রভু 🤲, আমি ধার্মিক হতে চাইনা মানুষ হতে চাই।আমাকে কি তুমি কবুল করবে?

🫢এইবার এত গরম আর  দোয়ায় কাজ না হওয়ার  প্রধান কারণ মঙ্গল শোভাযাত্রার নামে ছেলে মেয়েদের উলঙ্গ নৃত্য,  বেলাল্লাপনা আর মাইলে...
25/04/2024

🫢এইবার এত গরম আর দোয়ায় কাজ না হওয়ার প্রধান কারণ মঙ্গল শোভাযাত্রার নামে ছেলে মেয়েদের উলঙ্গ নৃত্য, বেলাল্লাপনা আর মাইলের পর মাইল কুঠি কুঠি টাকা খরচ কইরা হিন্দুয়ানি আলপনা আঁকা। মনে রাখতে হবে তিনি ছাড় দেন কিন্তু ছাইড়া দেন না🙃

Copied

নতুন, স্বাগতম তোমায়, স্বাগতম সুন্দর ভুবনেস্বাগতম ভালবাসার ধরিত্রীর মাঝে।🖤অসংখ্য নক্ষত্র,জারুল বন,শিউলিমালাপ্রজাপতির ডানা...
14/04/2024

নতুন, স্বাগতম তোমায়, স্বাগতম সুন্দর ভুবনে
স্বাগতম ভালবাসার ধরিত্রীর মাঝে।🖤
অসংখ্য নক্ষত্র,জারুল বন,শিউলিমালা
প্রজাপতির ডানায়, নদীর হিল্লোল,বিহঙ্গমের কণ্ঠে।
স্বাগতম,স্বাগতম তোমায়।🙏

নতুন,রবীন্দ্রনাথের স্বর্ণবিণাতন্ত্রীরে কর ধন্য
বিশৃঙ্খলা, জঞ্জাৎ,নারীলালসাপূর্ণ-
বিষাক্ত ছোবল তার,ঈপ্সায় জর্জরিত সকল অহংকার
কর চূর্ণ।দলিতে দাও প্রাণ,নজরুলের সাম্যগান
আবার বাজাও সুরে, বাউলের একতারাতে।

নতুন,তোমায় আহ্বান
একতারা,দোতরা, বাঁশি বীণায় আবার তান ধর
বাউলিয়ানার জলসাঘরে অমৃতসুধা সিঞ্চন কর
লালন শাহ,হাসনরাজা,জীবনানন্দ, রোকেয়ার
ভালোবাসার বাণী শুনাও, মানুষ গড়ে তোলো।
এমন স্বপ্নের দেশ যে দেশে থাকবে না কোন-
ধর্ম, বর্ণ, সাম্প্রদায়িকতা,মানুষ থাকবে ভালোবেসে।
নতুন তোমা পানে চেয়ে......🌼

..আহ্বান... (আজকের ডায়েরি)
৩০/০৪/২০২০

কবিতাটি লিখেছিলাম ২০২০ সালে নববর্ষকে সামনে রেখে নতুনের আহ্বানে।

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Pulak's Jubilee posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Pulak's Jubilee:

Share