Jahan - জাহান

Jahan - জাহান আমি শুরু হয়েছি শুন্য থেকে। ধাপে ধাপে তা পুর্ণতা পাচ্ছে । আফসোস হাজারো অপূর্ণতা নিয়েই ফিরতে হবে 🍂

এককাপ চায়ের নিমন্ত্রণ গ্রহণ করে একটা ঘণ্টা কাটিয়ে দেওয়ার মতো শব্দ আমাদের দখলে নেই!পৃথিবীর সবচেয়ে বড়ো সংকট হচ্ছে শব্দ সংক...
07/08/2025

এককাপ চায়ের নিমন্ত্রণ গ্রহণ করে একটা ঘণ্টা কাটিয়ে দেওয়ার মতো শব্দ আমাদের দখলে নেই!

পৃথিবীর সবচেয়ে বড়ো সংকট হচ্ছে শব্দ সংকট। মানুষ দুটো সামনাসামনি অথচ বলার মতো কথা মুখে নেই। এভাবে কথা হারিয়ে থেমে গেলে মনে হয়, কথার মতো আমরাও বোধহয় একদিন ফুরিয়ে যাব ঠিক চায়ের কাপের শেষ চুমুকে উড়ে ওঠা একগুচ্ছ ধোঁয়ার মতো।

শব্দ সংকট একজন মানুষকে সংকীর্ণ করে। কত কিছু তার বলা হয়ে ওঠে না, কত কিছু সে জানাতে পারে না।

তার শব্দহীন অনুভূতিগুলো তার ভিতরেই ভীষণ করে জব্দ হয়ে রয় বন্ধ দরজার ওপাশে।

সবার নজর এড়িয়ে ভীষণ একলা হয়ে।

"মানুষ আমারে জিগায়, 'তোর দুঃখ কিসে?'দুঃখ কি কখনো শব্দে বোঝানো যায়?ওরা জানে না...আমি একজন সন্তান হিসেবে কতটা ব্যর্থ—যার চ...
01/08/2025

"মানুষ আমারে জিগায়, 'তোর দুঃখ কিসে?'
দুঃখ কি কখনো শব্দে বোঝানো যায়?
ওরা জানে না...
আমি একজন সন্তান হিসেবে কতটা ব্যর্থ—
যার চোখে মায়ের স্বপ্ন ছিল, কিন্তু আমি পারি নাই সেই স্বপ্ন পূরণ করতে।

ওরা জানে না,
আমি একজন বোন হিসেবে কতটা ব্যর্থ—
যে হাত ধরে রাখা উচিত ছিল, সেই হাতটা হয়তো আমি সময়মতো ধরতে পারি নাই।

আর একজন জীবনসঙ্গী হিসেবে…
ভালোবাসার সেই গভীর সমুদ্রেও আমি ডুবে গেছি একা,
কখনো বুঝাইতে পারি নাই নিজের ভিতরের ঝড়।

রাতের পর রাত আকাশের দিকে চেয়ে থেকেছি,
চাঁদকে সাক্ষী রেখে ওপরে তাকিয়ে বলেছি,
"ওগো প্রভু, তুমি তো অন্তর্যামী,
আমার কান্নাগুলারে অন্তত তুমি বুঝো।"

সবাই শুধু হাসিমুখ দেখে ভাবে,
"এই মানুষটার তো কোনো কষ্টই নাই!"
তারা জানে না,
হাসির আড়ালে লুকানো থাকে অগণিত না বলা কষ্টের পাহাড়।

এমন এক বাড়ি আমার হোক 🏡
01/08/2025

এমন এক বাড়ি আমার হোক 🏡

আমি স্বাধীন হতে চাই না – আমি নির্ভর করতে ভালোবাসি।আমি এমন একজন স্ত্রী হতে চাই, যে ঘরে থাকবে, সংসার সামলাবে, আর স্বামীর ভ...
31/07/2025

আমি স্বাধীন হতে চাই না – আমি নির্ভর করতে ভালোবাসি।
আমি এমন একজন স্ত্রী হতে চাই, যে ঘরে থাকবে, সংসার সামলাবে, আর স্বামীর ভালোবাসা আর যত্নে দিন কাটাবে।

আমি চাচ্ছি না ১০ ঘণ্টা অফিস করে এসে আবার রান্না-বান্না আর সংসারের কাজ করতে হোক।
আমি চাই আমার জামাই বাজার করবে, আমি রান্না করব।
আমি চাই আমার জামাইয়ের টাকায় নিশ্চিন্তে শপিং করতে।
না, আমি কোনো ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করতে চাই না।

আমি বাইরে গেলে আমার জামাইকে সাথে নিয়ে যাই, একা কোথাও যাই না।
আমি ওর সাথে থাকলে সেফ ফিল করি।
আমাদের একজনের ফোন হাতে নিতে অন্যজনের পারমিশন লাগে না ।

এই যুগের তথাকথিত “ইন্ডিপেন্ডেন্ট মেয়ের” সংজ্ঞা আমার সাথে মেলে না।
আমি রাস্তায় একা চলতেও ভয় পাই।

আমি একজন “ডিপেন্ডেন্ট ওয়াইফ” হতে পেরে গর্বিত।
কারণ আমার জন্য স্বাধীনতা মানে—ভালোবাসায়, নিরাপত্তায়, যত্নে বাঁধা পড়ে থাকা।
এবং আমি এতে একটুও লজ্জিত না—বরং আমি এটা ভালোবাসি। 🥰

যাই ঘুমাই এখন 😁

“লোভীরা ভালোবাসে না…”লোভীদের কাছে ভালোবাসা কোনো অনুভব নয়—এটা একধরনের বিনিময়।তারা ‘মন’ দেখে না, দেখে ‘সুযোগ’।তারা ‘ভালোবা...
31/07/2025

“লোভীরা ভালোবাসে না…”

লোভীদের কাছে ভালোবাসা কোনো অনুভব নয়—
এটা একধরনের বিনিময়।
তারা ‘মন’ দেখে না, দেখে ‘সুযোগ’।
তারা ‘ভালোবাসা’ চায় না, চায় ‘সুবিধা’।
যেখানে নিজে কিছু পাবে, সেখানে তারা “ভালোবাসার অভিনয়” করে।

তোমার কষ্ট তাদের কাছে বোঝার কিছু না,
তোমার আবেগ, সময়, বিশ্বাস—সব কিছুই তাদের কাছে অপ্রাসঙ্গিক, যদি না তা তাদের প্রয়োজন মেটায়।

তারা পাশে থাকে যতদিন তুমি কিছু দিতে পারো—
ভালোবাসা নয়, সময় নয়,
বরং টাকা, স্ট্যাটাস, সুপারিশ, নিরাপত্তা বা সামাজিক স্বীকৃতি।

যেইদিন তুমি ক্লান্ত, শূন্য, নিঃস্ব হয়ে যাও—
তারা নিঃশব্দে সরে যায়।
যেন কিছুই হয়নি।
যেন তুমি কখনো ছিলে না।

তাদের ভালোবাসা মানে একধরনের হিসাবি বসবাস।
তাদের কাছে সম্পর্ক মানে একটা সস্তা চুক্তিপত্র—
যেটার একপাশে লেখা থাকে “পাওয়ার হিসাব”,
অন্যপাশে লেখা “সুযোগের মেয়াদ”।

তাই, খেয়াল রেখো—

সবাই যে ভালোবাসে বলে, সবাই যে পাশে থাকে বলে—
তারা আসলে তোমাকে ভালোবাসে না।

অনেকে ভালোবাসার মুখোশ পরে আসে,
আর ভেতরে লুকিয়ে থাকে একেবারে কষে রাখা লাভের অংক।



ভালোবাসা যদি শর্তে বাঁধা থাকে—
তবে সেটা আর ভালোবাসা নয়,
ওটা একরকম ব্যবসা।
আর তুমি যদি ভালোবেসে প্রতারণা পাও,
তবে দয়া করে নিজেকে দোষ দিও না—
কারণ সমস্যাটা ‘ভালোবাসায়’ না,
সমস্যাটা ছিল ‘ভালোবাসার নামে চালানো ব্যবসায়’।

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jahan - জাহান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jahan - জাহান:

Share