07/08/2025
এককাপ চায়ের নিমন্ত্রণ গ্রহণ করে একটা ঘণ্টা কাটিয়ে দেওয়ার মতো শব্দ আমাদের দখলে নেই!
পৃথিবীর সবচেয়ে বড়ো সংকট হচ্ছে শব্দ সংকট। মানুষ দুটো সামনাসামনি অথচ বলার মতো কথা মুখে নেই। এভাবে কথা হারিয়ে থেমে গেলে মনে হয়, কথার মতো আমরাও বোধহয় একদিন ফুরিয়ে যাব ঠিক চায়ের কাপের শেষ চুমুকে উড়ে ওঠা একগুচ্ছ ধোঁয়ার মতো।
শব্দ সংকট একজন মানুষকে সংকীর্ণ করে। কত কিছু তার বলা হয়ে ওঠে না, কত কিছু সে জানাতে পারে না।
তার শব্দহীন অনুভূতিগুলো তার ভিতরেই ভীষণ করে জব্দ হয়ে রয় বন্ধ দরজার ওপাশে।
সবার নজর এড়িয়ে ভীষণ একলা হয়ে।