Jahan - the unscripted Life

Jahan - the unscripted Life আমি শুরু হয়েছি শুন্য থেকে। ধাপে ধাপে তা পুর্ণতা পাচ্ছে । আফসোস হাজারো অপূর্ণতা নিয়েই ফিরতে হবে 🍂

22/06/2025

In a world full of noise, I found silence in the leaves.🌱










একটি হলুদ ফুল—বেদনার বুক চিরে ফোটে, যেন নিঃশব্দ আলো এক অন্ধকার আত্মার গভীরে।🌼
08/06/2025

একটি হলুদ ফুল—বেদনার বুক চিরে ফোটে, যেন নিঃশব্দ আলো এক অন্ধকার আত্মার গভীরে।🌼

নিশীথের এক গভীর মুহূর্তে, আকাশে ছড়িয়ে আছে মেঘের কালো ছায়া। তার মাঝে যেন লুকোচুরি খেলছে চাঁদ—একবার দেখা দেয়, আবার মেঘের প...
07/06/2025

নিশীথের এক গভীর মুহূর্তে, আকাশে ছড়িয়ে আছে মেঘের কালো ছায়া। তার মাঝে যেন লুকোচুরি খেলছে চাঁদ—একবার দেখা দেয়, আবার মেঘের পর্দায় হারিয়ে যায়। এই রাতটা যেন একটা নীরব কবিতা, যেটার প্রতিটি চরণ লেখা হচ্ছে আকাশে, আলো আর অন্ধকারের ছায়াছবিতে।

চাঁদের হালকা আলো মেঘের ফাঁক দিয়ে যখন ছড়িয়ে পড়ে, তখন মনে হয়—আলো কখনো পুরোপুরি হারায় না, শুধু অপেক্ষা করে নিজের সময়ের জন্য। এই দৃশ্য গভীর এক উপলব্ধি এনে দেয়: জীবনের প্রতিটি অনিশ্চয়তা, প্রতিটি মেঘলা সময়ের পরেও হয়তো কোথাও একটা আলো অপেক্ষা করছে।

এমন এক রাতে মন ভরে ওঠে প্রশ্নে—চাঁদ কি ক্লান্ত হয় এই অনবরত খেলা খেলতে খেলতে? না কি ও জানে, সবকিছুই ক্ষণিক, এমনকি এই মেঘও? মানুষের জীবনও কি এমনই নয়? কখনো আলো, কখনো অন্ধকার, কিন্তু সব সময় এক অন্তর্নিহিত সৌন্দর্যে মোড়া?

এই মেঘলা রাতে, চাঁদের সেই অস্পষ্ট আলো মনে করিয়ে দেয়—জীবন ধোঁয়াশার মধ্যেও সৌন্দর্য খুঁজে পাওয়ার নাম। আলো যদি সরাসরি না-ও আসে, তার ছায়াও যে কতোটা মায়াবী হতে পারে, তা বোঝা যায় এমন রাতেই।

সব অনিশ্চয়তা নিয়েই জীবন। আর সেই অনিশ্চয়তার মাঝেই জেগে থাকে কবিতা, প্রতীক্ষা আর গভীর অনুভব।

রুপা একা থাকে ছোট্ট একটা গ্রামে। স্বামী মারা গেছে বছর পাঁচেক, সন্তান শহরে চাকরি করে, বছরে একবার দেখা করতে আসে। সারাদিন ব...
06/06/2025

রুপা একা থাকে ছোট্ট একটা গ্রামে। স্বামী মারা গেছে বছর পাঁচেক, সন্তান শহরে চাকরি করে, বছরে একবার দেখা করতে আসে। সারাদিন বাড়ির উঠোনে বাগান করেন—গোলাপ, জবা, গাঁদা, আর সবচেয়ে প্রিয় বাগান বিলাস।

সে ফুলটা রুপার মতই। নিঃশব্দ, কিন্তু উপস্থিতি তীব্র।
প্রতিদিন সকালে রুপা বাগানের পাশে বসে থেকে বলে, “তুই তুই করেই বলি, বাগান বিলাস, তুই ছাড়া আমার দিন শুরু হয় না।”

একদিন হঠাৎ রুপা অসুস্থ হয়ে পড়ে। দু’দিন জল দেওয়া হয় না বাগানে। ছেলে এসে দেখে মায়ের কণ্ঠ ক্ষীণ, কিন্তু বাগানে চোখ রেখে ফিসফিস করে বলেন,
“দেখিস... ওই বাগান বিলাসটা... জল পেলে আবার ফুটবে...”

ছেলে তার কথায় বিশ্বাস করে, ফুলে জল দেয়, মায়ের মুখে হালকা হাসি ফোটে।

কয়েকদিন পর, রুপা না-ফেরা এক ভোরে বিদায় নেয়।
আর উঠোনে?
বাগান বিলাস গাছটা ঝলমল করে নতুন ফুলে—
মনে হয় যেন রুপার আত্মা এখন ওই গাছেই আশ্রয় নিয়েছে।

06/06/2025

অপরিচিত থাকাটাই বোধহয় ভালো। পরিচয়ের সাথে ঘনিষ্ঠতা বাড়ে, তৈরি হয় সম্পর্ক। সম্পর্কের মাঝে জন্ম নেয় অধিকারবোধ। আর সেই অধিকার থেকে শুরু হয় আপন ভেবে অভিযোগ করার যাত্রা। যেই যাত্রার শেষ পরিণতি সম্পর্কের অবসান বা চরম ভুল বোঝাবুঝির মুখোমুখি হয়ে। একটা পর্যায়ে এসে কেউ থামতে পারে না, রেখেঢেকে কথা বলতে পারে না।তাইতো তৈরি হয় তিক্ততা। যে তিক্ততা নিয়ে সরে আসা ছাড়া উপায় থাকে না। এই দূরত্ব হয়ত নিজের ভালোর জন্য নয়ত অপর মানুষটাকে মুক্ত করে দেওয়ার জন্য। কারণ কাউকে ধরে রেখে য-ন্ত্রণা দেওয়ার অধিকার থাকলেও, যার প্রতি আন্তরিকতা থাকে তাকে সেই জ্বালা দেওয়ার চেয়ে মানুষ সবকিছু ছেড়ে-ছুঁড়ে আসতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে।অথচ একসময় মানুষটা হয়তো সবচে প্রিয় ছিল। তার সাথে কথা না হলে পেট গুড়গুড় করত, সুন্দর বিকেল ফাঁকা লাগতো। হয়তো আজও সে প্রিয়ই আছে। কিন্তু সময়ের পরিক্রমায় আজ কেউ কাউকে আর পরিচিত নামে ডাকে না। বলতে পারে না "আরে আমি চিনি তো তাকে", কারণ অধিকার হারিয়ে যায় কোনো এক কালবৈশাখী ঝড়ের দমকা হাওয়ায়। পরিচিত হলেই ভয় থাকে অপরিচিত হওয়ার। কাছে আসলেই দূরত্বের দুর্যোগ মাথার উপর ঘুরতে থাকে। আন্তরিকতার অপর পিঠে লেগে থাকে তিক্ততা। তাই এত ভয়, এত সংশয়, একটু কাছে আসা নিয়ে, একটু আন্তরিকতা প্রকাশ করা ঘিরে, সামান্য পরিচিত হতে গেলেও। কখন না ভেঙে যায় দেয়াল, কখন না ভেঙে যেতে হয় নিজেকে, ভাঙতে হয় তাকে। এরচে অপরিচিত হয়ে বেঁচে থাকা সুন্দর। ভালোবাসা, আন্তরিকতা, প্রিয়'র তকমা, ঘনিষ্ঠতার নজির নাই-বা তৈরি হলো। অন্তত বেঁচে গেল তাতে ঘৃণা তৈরি হওয়ার সুযোগ, তিক্ততা সৃষ্টি হওয়ার পরিস্থিতি, দূরত্বের মতো ভয়াবহ বিচ্ছেদ। থাকুক দুই-একটা কথা, গায়ে লাগুক অপরিচিতর তকমা, না জুটুক কারোর ভালোবাসা। তবুও অপরিচিত হয়ে বেঁচে থাকা সুখের।🌻

কোনো কিছুর শেষ কি করে এতো সুন্দর হতে পারে!!!!🌻
06/06/2025

কোনো কিছুর শেষ কি করে এতো সুন্দর হতে পারে!!!!🌻

30/05/2025

খোদা, আর কত তুফানে দাঁড়াইলে, আমার নাম হবে হিমালয়
অথচ, আমি তো চেয়েছিলাম শিমুল তুলার জীবন!
বসন্তের নরম বাতাসে উড়তে চেয়েছিলাম
প্রজাপতির ডানায়…

26/05/2025

এই মানুষগুলোর সঙ্গেই সব শান্তি🌸

25/05/2025

ফুলেরা কথা বলে না, তবু হৃদয়ে গভীর অনুভূতি জাগিয়ে তোলে। প্রতিটি ফুলের পাপড়িতে লুকিয়ে থাকে ভালোবাসা, শান্তি আর সৌন্দর্যের এক অনন্ত গল্প🌸

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jahan - the unscripted Life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jahan - the unscripted Life:

Share