দৈনিক ফটিকছড়ি সংবাদ

দৈনিক ফটিকছড়ি সংবাদ সত্য খবর সবার আগে, সত্য বলি নির্ভয়ে।

ফটিকছড়ি'র তকিরহাটে অভিযানে ৩২ হাজার টাকা জরিমানা=========================ফটিকছড়ি'র মোহাম্মদ তকিরহাট বাজারে  বিভিন্ন দোকা...
19/07/2025

ফটিকছড়ি'র তকিরহাটে অভিযানে ৩২ হাজার টাকা জরিমানা
=========================
ফটিকছড়ি'র মোহাম্মদ তকিরহাট বাজারে বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে ৩২ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৯ জুলাই) দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নজরুল ইসলাম।

অভিযানকালে জনসাধারণের চলাচলের পথ বন্ধ করে ব্যবসা পরিচালনা করায় একজন ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা এবং তার স্থাপনা অবিলম্বে সরিয়ে নিতে নির্দেশ দেয়া হয়। ট্রেড লাইসেন্স ব্যতীত ব্যবসা পরিচালনা করায় আরেকজন ব্যবসায়ীকে ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়াও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত করার অপরাধে একটি বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জনস্বার্থে ফটিকছড়ির বিভিন্ন বাজারে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

19/07/2025

জামায়াতে ইসলামীর জাতীয় মহাসমাবেশ থেকে সরাসরি

18/07/2025

২৮ বছর ধরে শিক্ষার আলো ছড়াচ্ছে উত্তর নিশ্চিন্তাপুর "হযরত আয়েশা সিদ্দীকা (রা.) আদর্শ বালক-বালিকা মাদ্রাসা"

ফটিকছড়ির নাজিরহাটে পুকুরে ভাসছে বৃদ্ধের লা'শ।পিতাকে মে'রে পুকুরে ফেলে দেওয়ার অভি'যোগ ছেলের বিরুদ্ধে।
18/07/2025

ফটিকছড়ির নাজিরহাটে পুকুরে ভাসছে বৃদ্ধের লা'শ।
পিতাকে মে'রে পুকুরে ফেলে দেওয়ার অভি'যোগ ছেলের বিরুদ্ধে।

এস.এস.সিতে নানুপুর আবু সোবহান উচ্চ বিদ্যালয়ের সাফল্য===========================অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে ফটিকছড়ির ঐত...
18/07/2025

এস.এস.সিতে নানুপুর আবু সোবহান উচ্চ বিদ্যালয়ের সাফল্য
===========================

অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে ফটিকছড়ির ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ নানুপুর আবু সোবহান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

২০২৫ সালের এস.এস.সি. পরিক্ষায় অংশ গ্রহণ করে ৯০% ফলাফল নিশ্চিত করে বৃহৎ এ উপজেলায় ৭ম স্থান অধিকার করে অত্র বিদ্যালয়।

এবারের এস.এস.সি. পরিক্ষায় ১১৯ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে ১০৭ জন পরীক্ষার্থী কৃতকার্য হয়।

যা বিগত বছরের ফলাফলের তুলনায় পাসের হার বেড়েছে ১৯%।

এই ব্যাপারে এলাকার শিক্ষিত সমাজ, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী সহ সকলে বিদ্যালয়ের শিক্ষার্থীদের উষ্ণ অভিনন্দন জানিয়েছেন।

এই ফলাফলের বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহজাহান বলেন, তার স্কুলের সকল শিক্ষক শিক্ষিকা, অভিভাবক অভিভাবীকা, ছাত্র ছাত্রী, স্কুল পরিচালনা পরিষদের সকলের আন্তরিককতার ফল বলে কৃতজ্ঞতা প্রকাশ করেন। সামনে এই ধারা অব্যাহত রাখতে তিনি সর্বোচ্চ চেষ্টা ও সবার সহযোগিতা কামনা করেন।
✍️এম. শাহনেওয়াজ নাজিম
১৮/০৭/২৫ ইং

17/07/2025

প্রখ্যাত ইসলামিক স্কলার আল্লামা মুফতী আবুল কাশেম মো. ফজলুল হক বক্তব্য রাখছেন ঢালকাটা হোসাইনি কাফেলার শোহাদায়ে কারবালা মাহফিলে

17/07/2025

ভিডিওটি শেয়ার করে ৫০ বছরের সৎ ব্যবসায়ীর টাকাগুলো ফিরে পেতে সহযোগিতা করুন।
01618-949899

17/07/2025

আল্লামা গাজী শফিউল আলম নেজামী তাকরির করছেন ঢালকাটা হোসাইনি কাফেলার শোহাদায়ে কারবালা মাহফিলে

ছবির মহিলাটির পরিচয় পেতে সহায়তা করুন।সুয়াবিল বারমাসিয়া স্কুলের সামনে এই মহিলাকে পাওয়া গেছে। বাড়ি নেপচুন, নারায়ণহাট বলছে।...
17/07/2025

ছবির মহিলাটির পরিচয় পেতে সহায়তা করুন।
সুয়াবিল বারমাসিয়া স্কুলের সামনে এই মহিলাকে পাওয়া গেছে। বাড়ি নেপচুন, নারায়ণহাট বলছে। কেউ চিনে থাকলে একটু উনার পরিবারকে খবর দিন।

কারো পরিচিত হলে যোগাযোগ করুন।
01814-077905 (মো: ইসমাঈল)

16/07/2025

যেভাবে চলছে ফটিকছড়ির ধর্মপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়

16/07/2025

আগামীকাল ঢালকাটা হোসাইনি কাফেলার শোহাদায়ে কারবালা মাহফিলে বক্তব্য রাখবেন প্রখ্যাত ইসলামিক স্কলার আল্লামা মুফতী আবুল কাশেম মো. ফজলুল হক

15/07/2025

ফটিকছড়িতে আবারো সড়ক দু°র্ঘট°না

Address

Chittagong

Telephone

+8801618949899

Website

Alerts

Be the first to know and let us send you an email when দৈনিক ফটিকছড়ি সংবাদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দৈনিক ফটিকছড়ি সংবাদ:

Share