17/03/2024
Right form of verbs ব্যবহারের কয়েকটি বিশেষ নিয়ম :
।। Rule 1 ।।
Rule: ' as soon as' দ্বারা যুক্ত sentence সব সময় একই tense- এ হয়। as soon as এর পূর্বের Claus past indefinite হওয়ার কারণে পরের টাও past indefinite হবে।
Example : I opened the door as soon as I ( heard) the bell.
।। Rule 2 ।।
Rule : দুটি বর্তমান ( present) ঘটনা যদি when/ while দ্বারা যুক্ত হয়, তাহলে when / while যুক্ত অংশটি present continuous হয়।
Example : Do not make a noise while your father (is sleeping).
।। Rule 3 ।।
Rule : দুটি চিরন্তন সত্য বাক্য যখন When দ্বারা যুক্ত হয়, তখন উভয়টি present indefinite tense হয়।
Example : I will phone you when I (get) the news.
।। Rule 4 ।।
Rule : দুটি অতীত ঘটনা যদি when / while / as দ্বারা যুক্ত হয়, তাহলে when / while / as যুক্ত অংশটি past continuous হয়। অপরটি past indefinite tense হয়।
Example : As the sun (was shining), I decided to go out.
।। Rule 5 ।।
Rule : বাক্যে as if, as though, wish এরপর to be verb থাকলে তা সবসময় were হয়। অন্য কোন verb আসলে তার past tense হয়। I wish - এর পরের Claus এ past form ব্যবহার হয়। I wish এর পরে could solve বসলে বাক্যটি সঠিক হবে।
Example : I wish I ( were dead).
I wish you ( could solve) the problem.
।। Rule 6 ।।
Rule : lest দ্বারা দুইটি বাক্যাংশ যুক্ত হলে lest যুক্ত অংশের Subject এর পর Should হয় এবং মূল verb এর present form বসে।
Example : Try hard lest you (should) fall.
।। Rule 7 ।।
Rule : Since দ্বারা দুইটি বাক্যাংশ যুক্ত হলে Since এর পূর্বে present indefinite বা present perfect হলে Since এর পর past indefinite tense হয়। তবে Since এর পূর্বে past indefinite tense থাকলে Since এরপর past perfect হয়।
Example : Twenty years ( have passed) since my mother died.
It's many years since I (met) you.
।। Rule 8 ।।
Rule : No sooner had.... Than, scarcely had.... When, hardly had... Before এর প্রথম অংশ past Perfect হেতু Verb এর past participle from হয় এবং ২য় অংশে past indefinite হয়।
Example : Hardly had the train stopped ( when we got down).
।। Rule 9 ।।
Rule : It is time, It is high time ইত্যাদির পর Subject থাকলে Verb টি past tense হয়। আর এদের পরে Subject না থাকলে to + verb হয়।
Example : It is time you (looked) for a new job.
।। Rule 10 ।।
Rule : বাক্যে with a view to, look forward to, be used to, get used to, worth ইত্যাদির পর কোন verb আসলে উক্ত verb এর সাথে ing যুক্ত হয়।
Example : I am looking forward to ( seeing) you.
।। Rule 11 ।।
Rule : It is no good, It is no use ( কোন লাভ নেই, নিরর্থক) এরপর verb আসলে তার সাথে ing যুক্ত হয়।
Example : It is no use talking to him.
।। Rule 12 ।।
Rule : Preposition এর পর কোন verb আসলে উক্ত verb এর সাথে ing যুক্ত হয়।
Example : We insist on your leaving the room.
।। Rule 13 ।।
Rule : Causitive verbs: নিজে না করে কাউকে দিয়ে করিয়ে নেওয়ার জন্য have, get, let, help ইত্যাদি causitive verbs ব্যবহৃত হলে সে ক্ষেত্রে সাধারণত দুটি Structure ব্যবহৃত হয়।
ক. Have / get + object + v.p.p
Example : Where did you have your hair cut?
খ. Have / let / make / help + object + verb এর present form
Example : He did not let me( play) the guitar.
।। Rule 14 ।।
Rule : Each of the + noun ( plural) হলে verb singular হয়।
Example : Each of the boys (is) present in the class.
Collected.