
09/06/2025
সবার জন্য বন্ধুত্বপূর্ণ মনোভাব রাখা, আর সবার কাছে নিজেকে এভেইলেবল করে দেওয়ার মধ্যে একটা ফাইন লাইন আছে।
যখন মানুষকে অতি সহজে সব কিছু উগড়ে বলে ফেলবেন, নিজের একদম সবচেয়ে আপন জায়গায় আপন ভেবে স্থান দিবেন; দেখবেন বেশিরভাগ মানুষ প্রথমে সেটার সুযোগ নিবে, এরপর আপনারই নামে অন্য মানুষের কাছে বিভিন্ন কথা বলে আপনাকেই ছোট বানাবে; সবশেষে আপনার আত্মসম্মান বোধের জায়গায় এমন ভাবে আঘাত করবে যে আপনি নিজের কাছেই নিজে খুব ছোট অনুভব করবেন।
যখনই সবাইকে আপনি ঢেলে নিজের ভালবাসা আর যত্ন দিতে যাবেন সবাই সেটার কদর করবেনা, এটাই পৃথিবীর নিয়ম।
নিজেকে সবার জন্য এভেইলেবল করে দিবেন না।
নিজের বাউন্ডারি বুঝে কথা বলবেন, নিজের ভারত্ব বজায় রাখবেন।
কেউ কেউ আপনাকে রুড, অ্যারোগেন্ট, আনসোশাল বলবে; মনে রাখবেন তারা এইকারণেই বলছে কারণ আপনাকে তারা সহজে ম্যানিপুলেট করতে পারেনি। সহজে আপনাকে নিজের কাজে ব্যবহার করতে পারেনি।
অন্যের বিপদে সাহায্য করা, আর যেঁচে অন্যের ভাল'র জন্য কিছু করে উল্টো ছোট হওয়ার মধ্যেও একটা ফাইন লাইন আছে।
সবাই সব কিছু ডিজার্ভ করেনা।
ভাল থাকবেন সবাই