Nipon Chak

Nipon Chak This is a News page

আন্তর্জাতিক ডেস্কইসরায়েলি সেনাবাহিনী তেহরান অঞ্চলে নতুন হামলার শুরু করেছে বলে একটি সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে। খবর আল ...
18/06/2025

আন্তর্জাতিক ডেস্ক
ইসরায়েলি সেনাবাহিনী তেহরান অঞ্চলে নতুন হামলার শুরু করেছে বলে একটি সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে। খবর আল জাজিরার।

বিবৃতিতে বলা হয়েছে, তেহরানে হামলার একটি নতুন ঢেউ শুরু হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী এই হামলার বিষয়ে আরও কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।

এর আগে এক ঘণ্টায় দুই দফায় হামলা চালায় ইরান। ইরানের কিছু ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে লক্ষ্যে আঘাত হানে বলে খবর পাওয়া যায়।

ইরান দুই দফায় প্রায় ১৫টি ক্ষেপণাস্ত্র ছোড়ে ইসরায়েলে। তখন বিভিন্ন এলাকায় সাইরেন বাজতে শুরু করে। বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী।

হামলায় ইসরায়েলের মধ্যবর্তী একটি অঞ্চলে পার্কিং এলাকায় আগুন ধরে ২০টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। তবে কেউ হতাহত হয়নি।

ইসরায়েল হামলা শুরুর আগে তেহরানের ডিস্ট্রিক্ট এইটিন নামে একটি এলাকার লোকজনকে সরে যাওয়ার নির্দেশ দেয়।

ঢাকা: আগামী এক জুলাই থেকে সরকারি-বেসামরিক, স্ব-শাসিত এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানসমূহ, ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠান, ...
03/06/2025

ঢাকা: আগামী এক জুলাই থেকে সরকারি-বেসামরিক, স্ব-শাসিত এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানসমূহ, ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠান, বর্ডার গার্ড বাংলাদেশ ও পুলিশ বাহিনীতে চাকরিরতদের বিশেষ সুবিধা হিসেবে নূন্যতম এক হাজার টাকা ও পেনশন ভোগীদের ক্ষেত্রে ন্যূনতম ৫০০ টাকা দেবে সরকার। প্রদেয় হবে।

মঙ্গলবার (০৩ জুন) অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগ প্রবিধি-৩ শাখা থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপণে এ তথ্য জানানো হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে অর্থ বিভাগের অতিরিক্ত সচিব দিলরুবা শাহীনা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে জানা যায়, সরকারি-বেসামরিক, স্ব-শাসিত এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানসমূহ, ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠান, বর্ডার গার্ড বাংলাদেশ ও পুলিশ বাহিনীতে নিয়োজিত কর্মচারী এবং পুনঃস্থাপনকৃত পেনশনারগণসহ পেনশনভোগী সকলে ১ জুলাই থেকে বেতনগ্রেড ভেদে (গ্রেড ১ এবং তদূর্ধ্ব হতে গ্রেড ৯ পর্যন্ত) ১০ শতাংশ এবং (গ্রেড ১০ হতে গ্রেড ২০ পর্যন্ত) ১৫% হারে ‘বিশেষ সুবিধা’ প্রদান করা হবে। এ ‘বিশেষ সুবিধা’ চাকরিরতদের ক্ষেত্রে নূন্যতম ১০০০ টাকা এবং পেনশন ভোগীদের ক্ষেত্রে ন্যূনতম ৫০০ টাকা হারে দেওয়া হবে।

এ বিশেষ সুবিধা নিম্নরূপভাবে কার্যকর হবেঃ

(ক) ০১ জুলাই ২০২৫ তারিখ হতে প্রতিবছর ০১ জুলাই তারিখে প্রাপ্য মূল বেতনের ওপর গ্রেড ১ ও তদূর্ধ্ব হতে গ্রেড ৯ এর অন্তর্ভুক্ত চাকরিরত কর্মচারীগণ ১০% হারে এবং গ্রেড ১০ হতে গ্রেড ২০ এর অন্তর্ভুক্ত চাকরিরত কর্মচারীগণ ১৫% হারে ‘বিশেষ সুবিধা’ পাবেন।

(খ) অবসর-উত্তর ছুটিতে (পিআরএল) থাকা কর্মচারীরা পিআরএল যাওয়ার আগে সর্বশেষ পাওয়া মূল বেতনের ভিত্তিতে উপরে উল্লেখিত (ক) অনুচ্ছেদে বর্ণিত গ্রেডভিত্তিক হারে ‘বিশেষ সুবিধা’ পাবেন।

(গ) পেনশন পুনঃস্থাপনকৃত কর্মচারীগণসহ সরকার হতে পেনশন গ্রহণকারী কর্মচারীগণ পেনশনের বিদ্যমান অংশের উপর উপরে উল্লেখিত (ক) অনুচ্ছেদে বর্ণিত গ্রেডভিত্তিক হারে ‘বিশেষ সুবিধা’পাবেন।

(ঘ) যে সকল অবসর গ্রহণকারী কর্মচারী তাদের গ্রস পেনশনের শতভাগ অর্থাৎ সম্পূর্ণ অংশ সমর্পণ করে এককালীন আনুতোষিক উত্তোলন করেছেন এবং এখনো পেনশন পুনঃস্থাপনের জন্য উপযুক্ত হননি তাদের ক্ষেত্রে এ 'বিশেষ সুবিধা' প্রযোজ্য হবে না।

(৩) জাতীয় বেতনস্কেলে নির্ধারিত কোনো গ্রেডে সরকারি কর্মচারি চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে চুক্তিভিত্তিক নিয়োগের অব্যবহিত পূর্বে তার সর্বশেষ গ্রহণকরা মূল বেতনের ভিত্তিতে এ সুবিধা প্রযোজ্য হবে। তবে এমন চুক্তিভিত্তিক নিয়োজিত ব্যক্তি পেনশনভোগী হলে পেনশনের বিদ্যমান অংশ অথবা চুক্তিভিত্তিক নিয়োজিত হওয়ার ঠিক আগে সর্বশেষ পাওয়া মূল বেতনের ভিত্তিতে যে কোনো এক ক্ষেত্রে এ সুবিধা পাবেন।

(চ) সাময়িক বরখাস্তকৃত কর্মচারীগণ সাময়িক বরখাস্ত হওয়ার তারিখের আগে মূল বেতনের ৫০ শতাংশের উপর উপরে উল্লেখিত (ক) অনুচ্ছেদে বর্ণিত গ্রেডভিত্তিক হারে ‘বিশেষ সুবিধা’ প্রাপ্য হবেন; এবং

(ছ) বিনা বেতনে ছুটিতে থাকাকালীন কর্মচারীরা এ ‘বিশেষ সুবিধা’ পাবেন না।

৩। সরকারের রাজস্ব বাজেট হতে প্রদত্ত অনুদানে পরিচালিত প্রতিষ্ঠান ব্যতীত অন্যান্য স্ব-শাসিত সংস্থা ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এবং ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের কর্মচারীদের ক্ষেত্রে, যারা জাতীয় বেতনস্কেল ২০১৫ এর আওতাভুক্ত, এ ‘বিশেষ সুবিধা’ প্রদান বাবদ প্রয়োজনীয় ব্যয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের নিজস্ব বাজেট হতে মেটাতে হবে।

৪। অর্থ বিভাগের আদেশ নং ০৭.০০.০০০০.১৬১,৯৯.০১০,২৩-১৩২, তারিখ: ১৮/০৭/২০২৩ এতদ্বারা বাতিল করা হল।

এ প্রজ্ঞাপন ০১ জুলাই হতে এটি কার্যকর হবে।

02/06/2025
02/06/2025

ডিফেন্স এর চাকরি করলে, বাচ্চারা নিজের প্যারেন্স চিন্তে একটু সময় লেগে যায়! তার কারণ .. কি কেউ বলতে পারবেন..?

Address

Coxbazar
Chittagong
4700

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nipon Chak posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share