I Love AHLE sunnat

I Love AHLE sunnat I LOVE AHLE SUNNAT

13/09/2025

#শাহেন শাহে সিরি কোট - জিন্দাবাদ
#ইশকে মুহাব্বাত ইশকে মুহাব্বাত,
আলা হযরত আলা হযরত।

13/09/2025
চলে আসুন আগামিকাল।দেশ সেরা নাঁত পরিবেশনাকারীদের নিয়ে এই আয়োজন।পরিবেশনায় থাকবেন, #শায়ের মুহাম্মাদ তানভির হোসেন তারেক #শায়...
11/09/2025

চলে আসুন আগামিকাল।
দেশ সেরা নাঁত পরিবেশনাকারীদের নিয়ে এই আয়োজন।

পরিবেশনায় থাকবেন,
#শায়ের মুহাম্মাদ তানভির হোসেন তারেক
#শায়ের মুহাম্মাদ আরিফুল ইসলাম বাদন
#শায়ের মুহাম্মাদ তাওসিফ রেজা।

পরিবেশবনা আরম্ভ হবেঃ-বাদে এশা
আয়োজন স্থানঃ-পশ্চিম হাইদ চকিয়া গাউসিয়া কাদেরীয়া তৈয়্যবিয়া সুন্নিয়া মাদ্রাসা।পাইন্দং,ফটিকছড়ি।

06/09/2025

Jashne Juluse Eid e Miladunnabi ﷺ

নতুন  বছরের আগমনী বার্তা নিয়ে আয়োজিত নাতে মোস্তফা সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও কালামে রেজা  মাহফিল। পরিবেশনায় থাকবেন ...
30/12/2024

নতুন বছরের আগমনী বার্তা নিয়ে আয়োজিত নাতে মোস্তফা সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও কালামে রেজা মাহফিল।
পরিবেশনায় থাকবেন দেশ সেরা শায়ের গন।

সফল হউক সকলের উপস্থিতি কামনা করি।

05/11/2024

বিবেকবান দের জন্যে!

'বিকাশ' তো চিনেন। টাকা জমায়-উঠায়। টাকা উঠাতে খরচ লাগে। হাজারে প্রায় বিশ টাকা। এখন এই বিশ টাকা কি সুদ? যেহেতু বাড়তি লাগছে। এটা কি হালাল? হালাল হলেও কিভাবে?

এ সমস্যা আজকের না। সোয়া একশ বছর আগের। ১৮৯৪ সাল। তখনো টাকা পাঠানো হত। তখন বিকাশ ছিল না। মানি-অর্ডার ছিল। ডাকযোগে টাকা আসত-যেত। তখন প্রথম চালু হয়েছে এসব। চিন্তার বিষয়। টাকা পাঠালেই বাড়তি লাগে। সুদ নাকি আবার!

তখন ফতওয়া এল 'ভূতনগর' থেকে {দেও : দৈত্য/ভূত, বন্দ : স্থান/নগর}। তারা বলল : এটা সুদ। তোমরা বাড়তি টাকা দিও না।

তৎকালিন ভারতে আরো এক ব্যক্তি ছিলেন। বিশাল বিদ্বান পুরুষ। তিনি বললেন : না এটা সুদ না। গাড়িতে চড়লে ভাড়া লাগে। টাকা পাঠাতেও ভাড়া লাগে। বাড়তি টাকাটা সেই ভাড়া।

এখন প্রশ্ন, আপনি কোনটি মানছেন? ভূতনগরের ফতওয়া। নাকি সেই ব্যক্তির সমাধান। ভূতনগরকে মানলে আজকের বিকাশ সেবাই পেতেন না।

১৯০৫ সাল। ভূতনগরের আরেক ফতওয়া। নোট অর্থনীতির অংশ নয়। নোট মানে কাগজের টাকা। একশ, পাঁচশ, হাজার টাকার নোট।

সেই ব্যক্তি বললেন, না! নোট মুদ্রার আরেক রূপ। এটি অর্থনীতির অংশ। নোট ব্যবহার করুন।

আজ কোনটা মানছি? নোট কি ব্যবহার করছি? নাকি কয়েন নিয়ে ঘুরছি?

অনেক অর্থনৈতিক আলাপ করলাম। এবার আসুন সংস্কৃতির বিষয়ে। খাওয়া-দাওয়া সংস্কৃতির অংশ। সেটা দিয়েই শুরু করি।

১৯০২ সাল। ভূতনগরীরা বলল কাউয়া (কাক) খাওয়া জায়েজ, বৈধ, হালাল। সে ব্যক্তি বললেন, না এটা হারাম।

কোনটা মানছি? কাউয়া কি খাচ্ছি? খেলে খেতে পারেন। কাউয়া চাষ শুরু করুন। বয়লার মুরগীর চাপ কমবে।

কুরবানি ঈদ। গরু কোরবানি করি। ভূতনগরীরা বলল, গাই (মেয়ে গরু) কোরবানি করা যাবে না। ১৮৮৪ সালে। হায়রে, এখানেও লিঙ্গ বৈষম্য। ভাগ্যিস নারীবাদী গরু-সমাজ নেই।

যাকগে, তিনি বললেন : না আপনার গাই কুরবানী করুন। এটা বৈধ। এখনো সমাজে তার সিদ্ধান্তই বলবৎ।

ঈদের নামায শেষে কোলাকোলি তো করেন। ১৮৯৫ সাল। ভূতনগরীরা কহিল, ইহা হারাম। কিন্তু তিনি বললেন, বৈধ। এ অবধি আমরা কোলাকোলি করছি। তারটাই মানছি।

এবার আসুন রাজনৈতিক বিষয়ে। ১৯০৯ সাল। ভূতনগরীরা ভারতকে 'দারুল হরব' ঘোষণা করল। এখন 'দারুল হরব' বিষয়টি বুঝতে হবে।

'দারুল হরব' মানে 'নিষিদ্ধ দেশ'। যে দেশে ইসলাম পালন করা অসম্ভব। সে দেশকেই 'দারুল হরব' বলে। তখন হয় দেশ ত্যাগ করো, না হলে যুদ্ধ করো।

কিন্তু তিনি বললেন, না। ভারত দারুল হরব না। ভারত দারুল ইসলাম। এ দেশ ত্যাগ করতে হবে না। মুসলিমদের নিজ অধিকার প্রতিষ্ঠা করতে হবে।

মজার বিষয় হচ্ছে, তারা 'দারুল হরব' ঘোষণা করল। কিন্তু তারা কেউই বেরোলো না। আজ পর্যন্ত এ দেশেই আছে। নিজের ফতওয়া নিজেই মানে না। তাদের উচিৎ মঙ্গলগ্রহে চলে যাওয়া। রকেট ভাড়া আমরা চান্দা করে উঠিয়ে দিব।

এখন তারা বলবে, সেই ব্যক্তি বৃটিশদের দালাল। তাই 'দারুল হরব' মানে নি।

অথচ, তিনি ঘোরতর বৃটিশ বিরোধী ছিলেন। তিনি বৃটিশদের কোর্ট-কাচারিতে কখনো যান নি। বৃটিশদের রক্তচোষা বলেছেন।

একটা ঘটনা বলি। তাহলে স্পষ্ট হবে। সে সময়ে ডাক টিকিট ছিল। চিঠির গায়ে লাগাতে হয়। সেটা ছাড়া চিঠি যায় না। সেই ডাক টিকিটে ছিল রাণী ভিক্টোরিয়ার ছবি। সে ব্যক্তিও চিঠি পাঠাতেন। ডাকটিকিট তাকেও লাগাতে হত। উপায় ছিল না। তিনি কি করতেন, রাণীর ছবি উল্টে দিতেন। মাথা নিচে, ঘাড় উপরে করতেন। (জ্ঞানীর জন্য ইশারাই যথেষ্ট)।

মোট কথা, ১৮০০ সালের পর থেকেই সে ব্যক্তির সিদ্ধান্তের ওপর নির্ভর করেছে আমাদের অনেক কিছুই। ইতিহাসের মূখ্য অংশ।

------
অনেক বললাম। নিশ্চই বুঝেছেন তিনি কে। জ্বী, তিনি আমার আ'লা হযরত। ইমাম আহমাদ রেযা খান।

আজ ২৫শে সফর, একশ বছর আগে এই দিনে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। আজ উনার শততম ওফাত দিবস।

কি লিখব! মাথায় কুলায় না। একটি কথা দিয়ে শেষ করছি।

বায়ু, দেখা যায় না। অনুভব করা যায়। জগতের সমস্ত বাতাসকে এক করুন। ঠাণ্ডা করুন। জমবে। আকৃতি পাবে।

ঠিক একই ভাবে সৃষ্টির সমস্ত মদিনাপ্রেম একত্রিত করুন। হুব্বে মুস্তাফা (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ) একত্রিত করুন। সে একত্রিত প্রেমের মানবীয় রূপটাই হচ্ছে : আ'লা হযরত ইমাম আহমাদ রেযা খান।

সংগৃহীতঃ Mahdi Galib

ইস্কো মোহাব্বত ইস্কো মোহাব্বত আলা হজরত আলা হজরত আজকের এই কনফারেন্স সফল হউক।
02/11/2024

ইস্কো মোহাব্বত ইস্কো মোহাব্বত
আলা হজরত আলা হজরত

আজকের এই কনফারেন্স সফল হউক।

19/10/2024

#আলহামদুলিল্লাহ_৩য়_অধিবেশন_শুরু।

পবিত্র জশনে ঈদে মিলাদুন্নবী (ﷺ) ও ফাতেহায়ে ইয়াজদাহুম উদযাপন উপলক্ষে ৮ম তম সুন্নী সম্মেলন
স্থান:বাইতুন নূর সুন্নি এবাদত খানা সংলগ্ন পুকুর পাড়।

ব্যবস্থাপনায় : মধ্যম পাইন্দং আহলে সুন্নাত ওয়াল জামা'আত মধ্যম পাইন্দং, ফটিকছড়ি, চট্টগ্রাম।
দেখতে চোখ রাখুন
https://www.facebook.com/profile.php?id=100064001737253&mibextid=ZbWKwL

19/10/2024

#আলহামদুলিল্লাহ_২য়_অধিবেশন_শুরু।

পবিত্র জশনে ঈদে মিলাদুন্নবী (ﷺ) ও ফাতেহায়ে ইয়াজদাহুম উদযাপন উপলক্ষে ৮ম তম সুন্নী সম্মেলন
স্থান:বাইতুন নূর সুন্নি এবাদত খানা সংলগ্ন পুকুর পাড়।

ব্যবস্থাপনায় : মধ্যম পাইন্দং আহলে সুন্নাত ওয়াল জামা'আত মধ্যম পাইন্দং, ফটিকছড়ি, চট্টগ্রাম।
তৃতীয় অধিবেশন দেখতে চোখ রাখুন
https://www.facebook.com/profile.php?id=100064001737253&mibextid=ZbWKwL

17/10/2024

পল্লীবিদ্যুতের ১০ জেলা কর্মকর্তাকে চাকরিচ্যুত, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ঘোষণা। আস্তে আস্তে পুরো দেশ বিদুৎহীন হয়ে পড়বে।
বিস্তারিত ©

ইলাহী বেহুরমাতে হযরত খাজা শায়খ সুলতান,সৈয়্যদেনা আব্দুল কাদের জিলানী (রাদিআল্লাহু ) শাইয়্যালিল্লাহ!!!
14/10/2024

ইলাহী বেহুরমাতে হযরত খাজা শায়খ সুলতান,সৈয়্যদেনা আব্দুল কাদের জিলানী (রাদিআল্লাহু ) শাইয়্যালিল্লাহ!!!

11/10/2024

আফসোস! কথিত টুপিওয়ালা ইসলামিস্টরা এবারের পূজা নিয়ে যা শুরু করেছে তাতে তাওহীদ শিরক ইমান কুফরের ডেফিনেশনই চেঞ্জ হয়ে গেছে! ইসলাম এক নতুন এক 'আবু জেহেলী' রূপ ধারণ করেছে। আফসোস! এই ইসলামের সাথে তো আবু জেহেলের কোনো বিরোধ থাকার কথা নয়। মূর্তি পাহারা দিলে তো আবু জেহেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামকে মাথায় তুলে রাখতো। তাহলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামকে এতো নির্যাতন সহ্য করতে হলো কেন? প্রভু, আবু জেহেল মার্কা নতুন ইসলাম থেকে মুসলমানদের ইমান ইসলামকে হেফাজত করুন আমীন।
© Abul Kashem Fazlul Hoque

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when I Love AHLE sunnat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category