J&S Beauty

J&S Beauty Assalamualaikum
plz support and stay with us.

24/06/2025

২৮ বছর সংসার করার পর আমার এক পরিচিত আপু ডিভোর্সে যাচ্ছেন কারণ তার মনে হয়েছে সে লাভ বোম্বিং— এর শিকার ছিল।

মিষ্টি মোড়কে ভয়ংকর ফাঁদ
লাভ বোম্বিং—শব্দটা শুনতে যতটা রোমান্টিক লাগে, এর পেছনের বাস্তবতা ততটাই অন্ধকারাচ্ছন্ন।

এটি কোনো নিছক ভালোবাসার প্রকাশ নয়, বরং এক ধরনের মনস্তাত্ত্বিক কৌশল (psychological manipulation) যা অত্যন্ত ক্ষতিকর হতে পারে।
যেভাবে কাজ করে লাভ বোম্বিং
ভাবুন তো, আপনার জীবনে এমন একজন মানুষ এলো যে হঠাৎ করেই আপনাকে অঢেল ভালোবাসা, মনোযোগ, প্রশংসা আর উপহারে ভরিয়ে দিল।

আপনার মনে হতে পারে, "আহা! এমন মানুষই তো আমি সারা জীবন খুঁজেছি!" সে আপনার প্রতি এতটাই যত্নশীল আচরণ করবে যে মনে হবে যেন সে আপনার জন্যই তৈরি হয়েছে। রাতারাতি আপনার দুনিয়াটা যেন ভালোবাসার বন্যায় ভেসে যাবে। এটাই হলো লাভ বোম্বিংয়ের প্রথম ধাপ— তীব্র মুগ্ধতা এবং আসক্তি (intense idealization and addiction) তৈরি করা।

যখন মুখোশটা খুলে যায়
কিন্তু এই মধুচন্দ্রিমা চিরস্থায়ী হয় না। যখন আপনি পুরোপুরি তার ওপর মানসিকভাবে নির্ভরশীল (emotionally dependent) হয়ে পড়বেন এবং তার প্রতি অভ্যস্ত হয়ে উঠবেন, তখনই খেলাটা পাল্টে যাবে। হঠাৎ করেই সে দূরে সরে যাবে, যোগাযোগ কমিয়ে দেবে, বিরক্তি প্রকাশ করবে, এমনকি আপনাকে দোষারোপ করা শুরু করবে।

আপনি হতবিহ্বল হয়ে ভাববেন, "আমি কি এমন কিছু ভুল করলাম?" এই পর্যায়ে আপনার আত্মবিশ্বাস ভেঙে যায় এবং নিজেকে দোষী মনে হতে থাকে।
এক ধরনের নিয়ন্ত্রণ কৌশল
আসলে, লাভ বোম্বিং হলো এক ধরনের নিয়ন্ত্রণ কৌশল (control technique)। যারা এই খেলায় পারদর্শী, তারা জানে কীভাবে একজন মানুষকে দ্রুত তাদের জালে জড়াতে হয়। তাদের উদ্দেশ্য হলো আপনাকে মানসিকভাবে দুর্বল (mentally vulnerable) করে তোলা, যাতে আপনি তাদের কথায় ওঠাবসা করেন।

একবার আপনি তাদের ওপর সম্পূর্ণ নির্ভরশীল হয়ে পড়লে, তারা আপনার আবেগ, সিদ্ধান্ত এবং এমনকি আপনার জীবনকেও নিয়ন্ত্রণ করতে চাইবে।
নিজেকে সুরক্ষিত রাখুন
দুঃখজনক হলেও সত্যি, বর্তমানে অনেকেই এই লাভ বোম্বিংয়ের শিকার হচ্ছেন।

মনে রাখবেন, যে ভালোবাসা হঠাৎ করে বিস্ফোরিত হয়, তা হঠাৎ করেই মিলিয়ে যেতে পারে। ধীরে ধীরে গড়ে ওঠা সম্পর্কই (relationships built over time) দীর্ঘস্থায়ী হয় এবং সত্যিকারের গভীরতা পায়। তাই কারও অতিরিক্ত যত্ন বা প্রশংসায় মুগ্ধ হয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে সতর্ক হন।

নিজেকে প্রশ্ন করুন, এই যত্ন কি genuine, নাকি এর পেছনে কোনো উদ্দেশ্য লুকিয়ে আছে? নিজের অনুভূতি আর মানসিক স্বাস্থ্যের প্রতি সচেতন থাকাটা সবচেয়ে জরুরি।

আপনিও এই লাভবম্বিং এর শিকার হচ্ছেন না তো সামাজিক মাধ্যমে বা এই সমাজের মানুষের মাধ্যমে?.
,


24/06/2025
24/06/2025

বিদেশে ৭টি বাস্তব সত্য —

এই পোস্ট তাদের জন্য, যারা পাসপোর্টে সিল পড়ার পরও দ্বিধায় ভোগে।
যারা ভাবে, “আমি পারবো তো?”
যারা চোখে স্বপ্ন নিয়ে আসে, কিন্তু বাস্তবতা দেখে অনেকসময় হতাশ হয়ে পড়ে।

১. প্রথম কয়েকমাস – আপনি ভাঙবেন।

নতুন ভাষা, নতুন পরিবেশ, একা থাকা—সব কিছুই কাঁধে ভর দেয়।
রুমে ঢুকে ফোন হাতে নেবেন, আম্মুর নাম্বার দেখে চুপ করে বসে থাকবেন।
কিন্তু এটাই শুরু…
ভাঙাটাই গড়ার প্রথম ধাপ।

২. কেউ বলবে না, “তুমি পারবা”— তবুও আপনাকেই পারতে হবে।

বিদেশে সবাই ব্যস্ত।
কেউ এসে বলবে না “চলো, আমরা একসাথে চলি।”
আপনাকে নিজের ছায়া হয়ে নিজের পাশে দাঁড়াতে হবে।

৩. আপনি কাজ শিখবেন, কিন্তু তার চেয়েও বেশি শিখবেন বিনয়।

হয়তো আপনি ছিলেন ক্লাসের ফার্স্ট বয়,
কিন্তু এখানে প্রথম কাজ হয়তো বাথরুম পরিষ্কার।
কিন্তু বিশ্বাস করুন, এই অভিজ্ঞতা আপনাকে অভিজাত করে তুলবে—মনের দিক থেকে।

৪. টাকার হিসাব আপনি ক্যালকুলেটর ছাড়াই মুখস্থ শিখে ফেলবেন।

কারণ ১টা ভুল হিসাব মানে একদিন না খেয়ে থাকা।
বাংলাদেশে হয়তো মাসে ৫০০ টাকা উড়ালেও মনে হতো না,
এখানে ৫ ডলার হিসাব করেও দম বন্ধ লাগে।

৫. আপনি বুঝবেন— “ঘুম” আর “আলসেমি” আসলে বিলাসিতা।

প্রথম কয়েকমাস এমন হবে—
ঘুমিয়েছেন ৩ ঘণ্টা,
দুইটা কাজ করছেন,
তারপরও মনে হবে, "আরেকটু চালাতে হবে নিজেকে।"

৬. আপনি সবচেয়ে বেশি কৃতজ্ঞ হবেন ছোট ছোট জিনিসের জন্য।

এক কাপ হালকা গরম চা,
একটা কল আসা দেশে থাকা কারো কাছ থেকে,
রুমে কারো একটা হাসিমাখা কথা—
সবকিছু হিরার মতো দামী লাগবে।

৭. আপনি বদলাবেন, কিন্তু আপনার ভেতরের আগুনটা আরও জ্বলবে।

কেউ হয়তো বলবে, "তুই অনেক চেঞ্জড!"
আপনি হাসবেন। কারণ আপনি জানেন, আপনার ভেতরের যুদ্ধগুলো কেউ জানে না।

আপনি শুধু প্রবাসী না, আপনি একজন বেঁচে থাকা যোদ্ধা।

Available now Imported from UK
17/05/2022

Available now
Imported from UK

TRESemme pro collection Keratin Smooth Heat Protector spray 200 ml Price 550 tk only
09/05/2022

TRESemme pro collection Keratin Smooth Heat Protector spray 200 ml
Price 550 tk only

Assalamualaikum everyoneThese products are availabile in bd stocks For details just inbox me
09/05/2022

Assalamualaikum everyone
These products are availabile in bd stocks
For details just inbox me

Eid Mubarak
03/05/2022

Eid Mubarak

Boots eye cream for fresh look eye. Prevent tired looking eye 250 taka
27/04/2022

Boots eye cream for fresh look eye. Prevent tired looking eye
250 taka

Argan Oil Hair Treatment ♦️এটি ব্যবহারে দ্রুত চুল বেড়ে উঠে।♦️চুলপড়া ও খুশকী বন্ধের জন্য উপকার♦️চুলের গোড়া শক্ত করে।♦️আপন...
11/04/2022

Argan Oil Hair Treatment

♦️এটি ব্যবহারে দ্রুত চুল বেড়ে উঠে।
♦️চুলপড়া ও খুশকী বন্ধের জন্য উপকার
♦️চুলের গোড়া শক্ত করে।
♦️আপনার চুল হবে স্বাস্হ্যোজ্জ্বল ও প্রাণবন।
♦️নিয়মিত ব্যবহারে পাবেন অবিশ্বাসনীয়

How to Use:

প্রত্যেকদিন রাতে নারিকেল তেলের সাথে অরগান অয়েল মিক্স করে চুলের গোড়া ও সম্পূর্ণ চুলে তেলটি লাগাবেন তারপর সকালে ঘুম থেকে উঠে শাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলবেন!! সপ্তাহে দুইবার ব্যবহার করলে দেখবেন আপনার চুল ঝলমল ও চুল পড়া বন্ধ হয়ে যাবে এছাড়া নতুন চুল গজাতে সাহায্য করবে

George Home 200 W Hand BlenderAvailable in Bd stock Price : 1550 tk only Imported from UK
04/04/2022

George Home 200 W Hand Blender
Available in Bd stock
Price : 1550 tk only
Imported from UK

Address

Halishshar A Block
Chittagong

Telephone

+8801874801763

Website

Alerts

Be the first to know and let us send you an email when J&S Beauty posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share