15/09/2025
Lead Guitarist Wanted... ❤️🤘🎸
দলে বাজানোর জন্যে দক্ষ একজন গিটারিস্ট নিবে 'লীলা'।
রাগ সংগীতের প্রাথমিক জানাশোনা গিটারিস্টের বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
আগ্রহী গিটারিস্টকে অবশ্যই সময়ানুবর্তী, যোগাযোগে দায়িত্বশীল, সমাজ-সংস্কৃতি বিষয়ে জানাশোনায় আগ্রহী হতে হবে।
লীলা'র গান শুনে, পেজ ভিজিট করে, লীলাকে কিছুটা জেনেবুঝে তারপর যোগাযোগ করা বাঞ্ছনীয়।
প্র্যাক্টিস প্যাড- মগবাজার।
যোগাযোগের শেষ তারিখঃ ৩০ সেপ্টেম্বর ২০২৫।
সাক্ষাত ও জ্যামিং-এর তারিখ প্রার্থীদেরকে ব্যক্তিগতভাবে জানিয়ে দেয়া হবে। লীলা'র ইনবক্সে অথবা ০১৭১১১৩০৯৩৩ নাম্বারে যোগাযোগ করা যাবে।
#
লীলা'র গান শোনার জন্যে সাউন্ডক্লাউড, ফেসবুক ভিডিও এবং ইউটিউব লিংক প্রথম কমেন্টে।