Nipu vlog

Nipu vlog অতি ক্ষুদ্র মানব। ছোট্ট স্বপ্ন নিয়ে সামনে এগিয়ে যাওয়া। গুছিয়ে সংসার আর সবার সাথে থাকতে ভালবাসি।

আবার ভর্তা।😁রুই মাছের লেজের ভর্তা। 🦐🌶উপকরণ ১: রুই মাছের লেজ ৪ টি২: পেঁয়াজ ৩: রসুন৪: নরকেলবাটা৫: কাঁচামরিচ ৬: সরিষার তেল৭...
16/07/2024

আবার ভর্তা।😁
রুই মাছের লেজের ভর্তা। 🦐🌶

উপকরণ
১: রুই মাছের লেজ ৪ টি
২: পেঁয়াজ
৩: রসুন
৪: নরকেলবাটা
৫: কাঁচামরিচ
৬: সরিষার তেল
৭: লবন
৮:ধনেপাতা
৯:আদাবাটা
১০: জিরা আর ধনেগুঁড়া
১১: গরম মসলা

প্রণালী
আমি প্রথমে মাছের লেজগুলো ধুঁয়ে সেগুলোতে লবন আর হ্লুদ দিয়ে ভেজে নিয়েছি।
তারপর ঠান্ডা করে মাছের গা থেকে সব কাটা সরিয়ে নিয়ে।
এবার সব উপকরণ গুলো এক একে কড়াইতে হালকা তেল দিয়ে ভেজে নিয়েছি।মাছের লেজগুলো তার মধ্যে দিয়ে কিছুক্ষণ ভেজে নিব।সবার শেষে গরম মসলা দিয়ে নামিয়ে নিব।
তারপর সেগুলো ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি।আপনাদের ব্লেন্ডার না থাকলে পাটায় বেটে নিতে পারেন।ব্লেন্ড হলে গেলে তার মধ্যে সরিষার তেল ও ধনেপাতা দিয়ে মিশিয়ে নিয়ে গরম গরম ভাতের সাথে খেতে 🤤🤤🤤

ঢেঁড়স ভর্তা 🤤উপকরণ ১: ঢেঁড়স২: পেঁয়াজকুচি৩: কাঁচামরিচকুচি৪: শুকনামরিচগুড়া৫: লবন৬: সরিষার তেল৭: ধনেগুঁড়া প্রণালী প্রথমে ঢে...
03/06/2024

ঢেঁড়স ভর্তা 🤤

উপকরণ
১: ঢেঁড়স
২: পেঁয়াজকুচি
৩: কাঁচামরিচকুচি
৪: শুকনামরিচগুড়া
৫: লবন
৬: সরিষার তেল
৭: ধনেগুঁড়া

প্রণালী
প্রথমে ঢেঁড়সগুলো ধুঁয়ে পানিতে ১০ মিনিট সিদ্ধ করে নিয়েছি।তারপর ঠান্ডা করে কুচি কুচি করে কেটে নিয়েছি।
আলাদা একটা বাটিতে পেঁয়াজকুচি,শুকনামরিচগুড়া,কাঁচামরিচকুচি,লবন আর ধনেগুঁড়া দিয়ে ভাল করে চটকিয়ে নিয়েছি। এরপর কেটে রাখা ঢেঁরসগুলো একসাথে মিশিয়ে নিয়ে সবার শেষে সরিষারতেল দিয়ে মেখে নিলেই হয়ে যাবে ঢেঁরস ভর্তা।😁

আবার ভর্তা।😁চিংড়ি মাছের মাথার ভর্তা। 🦐🌶উপকরণ ১: চিংড়ি মাছের মাথা। ২: পেঁয়াজ ৩: রসুন৪: নরকেলবাটা৫: কাঁচামরিচ ৬: সরিষার তে...
02/06/2024

আবার ভর্তা।😁
চিংড়ি মাছের মাথার ভর্তা। 🦐🌶

উপকরণ
১: চিংড়ি মাছের মাথা।
২: পেঁয়াজ
৩: রসুন
৪: নরকেলবাটা
৫: কাঁচামরিচ
৬: সরিষার তেল
৭: লবন
৮:ধনেপাতা

প্রণালী
আমি সব উপকরণ গুলো একসাথে কড়াইতে হালকা তেল দিয়ে ভেজে নিয়েছি।
তারপর সেগুলো ঠান্ডা করে ব্লেন্ডারে লবন সাথে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি।আপনাদের ব্লেন্ডার না থাকলে পাটায় বেটে নিতে পারেন।ব্লেন্ড হলে গেলে তার মধ্যে সরিষার তেল ও ধনেপাতা দিয়ে মিশিয়ে নিয়ে গরম গরম ভাতের সাথে খেতে 🤤🤤🤤

রসুনের মিষ্টি আমের আচার।🫰🥭🙂উপকরন১: কাঁচা আম২: পাঁচফোড়ন৩: সরিষার তেল৪ : মিষ্টিজিড়াগুঁড়া৫: গুড়৬: ভিনেগার ৭: গোটা রসুন ৮:  ...
28/05/2024

রসুনের মিষ্টি আমের আচার।🫰🥭🙂

উপকরন

১: কাঁচা আম
২: পাঁচফোড়ন
৩: সরিষার তেল
৪ : মিষ্টিজিড়াগুঁড়া
৫: গুড়
৬: ভিনেগার
৭: গোটা রসুন
৮: শুকনামরিচগুঁড়া
৯: রসুনকুচি

প্রণালী
আমি আমগুলো আগে রোদে লবন, হলুদ,মরিচ মেখে ১ ঘন্টা রেখে দিয়েছি তারপর দিয়ে শুকিয়ে নিয়েছি।

প্রথমে সরিষার তেল দিয়ে তারমধ্যে পাঁচফোড়ন দিলাম তারপর দিয়েছি রসুনকুচি, গুড়, লবন, ।এইগুলো গলে গেলে তারমধ্যে লবন দিয়ে মাখা কাঁচা আমগুলো দিয়ে দিলাম।ঢাকনা দিয়ে রেখে দিলে আমগুলো গলে যাবে । সবার শেষে গুকনামরিচেরগুড়া আর গোটা রসুন।
নামিয়ে ফেলার আগে মিষ্টিজিরারগুঁড়া।
আচার ভাল রাখার জন্য আমি দিয়েছি ভিনেগার।
যা সারা বছর সংরক্ষন করে রেখে দেয়া যাই।

ভুনাখিচুড়ি। বৃষ্টিতে খেতে খুব ভাল লাগে।উপকরণ ১: চিনিগুড়া চাল ১ কাপ২: মুগডাল হাফ কাপ৩: মসুরের ডাল হাফ কাপ৪:সবজি (বরবটি,আল...
28/05/2024

ভুনাখিচুড়ি।
বৃষ্টিতে খেতে খুব ভাল লাগে।
উপকরণ
১: চিনিগুড়া চাল ১ কাপ
২: মুগডাল হাফ কাপ
৩: মসুরের ডাল হাফ কাপ
৪:সবজি (বরবটি,আলু, কাকরোল,) এইগুলো ছোট সাইজে কেটে নিতে হবে।
৫: রসুনকুচি
৬: পেঁয়াজকুচি হাফ কাপ
৭: আদাবাটা ১ চামচ
৮: ঘি ২ চামচ
৯: তেজপাতা
১০: দারচিনি ১ টি, এলাচ ৩ টি
১১: গুড়োমরিচ
১২: শুকনামরিচ
১৩: হলুদেরগুড়া।

প্রণালী
প্রথমে আমি সবজিগুলো লবন দিয়ে আলাদা ভেজে নিয়েছি।চাল আর ডাল একসাথে ধুঁয়ে পানি টা আলাদা করে শুকিয়ে নিব। একটা বড় পাতিলে ঘি দিব। ঘিয়ের মধ্যে শুকনামরিচ, তেজপাতা, দারচিনি, এলাচ, আদাবাটা, রসুনকুচি,পেঁয়াজকুচি দিয়ে সেগুলো লাল হয়ে গেলে চাল আর ডাল দিয়ে দিব এইগুলো ভালভাবে একটু ভেজে নিব তারপর পানি দিয়ে দিব পরিমান মত যেহেতু আমি চাল,ডাল মিলে ২ কাপ নিয়েছি সেজন্য আমি পানি দিব চার কাপ। তারপর লবন হলুদেরগুড়া,গুড়োমরিচ আর লবন দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব কিছুক্ষন। এরপর সবজি দিব তারপর আরো ১০ মিনিট রেখে নামিয়ে নিব।
তারপর নামিয়ে পরিবেশন। সাথে বেগুনভাজি,আলুভাজি,চিংড়িভুনা,সালাদ আর শুকনা মরিচ।
সাথে আচারও।।। 🤤🤤🤤🤤

ভাপা চিংড়ি 🦂উপকরণ১: চিংড়ি ২: নারকেলবাটা৩: সরিষাবাটা ৪: হলুদ৫: লবন৬: চিনি ৭: গুঁড়ামরিচ৮: কাঁচামরিচ৯: কালোজিরা ১০: সরিষারত...
27/05/2024

ভাপা চিংড়ি 🦂
উপকরণ
১: চিংড়ি
২: নারকেলবাটা
৩: সরিষাবাটা
৪: হলুদ
৫: লবন
৬: চিনি
৭: গুঁড়ামরিচ
৮: কাঁচামরিচ
৯: কালোজিরা
১০: সরিষারতেল
১১: ধনেগুঁড়া
১২: জিরাগুঁড়া
১৩: লেবু

প্রণালী
প্রথমে আমি চিংড়িমাছগুলো লবন,হলুদ আর লেবু দিয়ে মেখে রেখেছি ১০ মিনিট।তারপর সব উপকরণ গুলো দিয়ে মেখে রেখেছি ১০ মিনিট আমি সরিষার তেল সবার মাখার মধ্যে সবার শেষে ইউস করেছি।
এরপর ইস্টিলের একটা বক্সে ঢাকনা দিয়ে ভাপে সিদ্ধ হতে দিব ১ ঘন্টা।
এরপর নামিয়ে পরিবেশ করবো গরম গরম ভাতের সাথে।🍚

কাবলি 🥣বিকালের নাস্তা। উপকরণ ১: চটপটির বুট২: পেঁয়াজ কুচি৩: রসুন কুচি৪: মাংস ৫: সয়াসস ৬: টমেটো সস৭: চিলিসস৮:কাঁচামরিচকুচি...
27/05/2024

কাবলি 🥣
বিকালের নাস্তা।
উপকরণ
১: চটপটির বুট
২: পেঁয়াজ কুচি
৩: রসুন কুচি
৪: মাংস
৫: সয়াসস
৬: টমেটো সস
৭: চিলিসস
৮:কাঁচামরিচকুচি
৯: লবন

প্রণালী
প্রথমে আমি তেল দিয়ে তার মধ্যে রসুনকুচি দিয়ে বাকি সব উপকরণ গুলো দিয়ে কিছুক্ষণ চুলায় রেখেছি। আমি বুট আগেই সিদ্ধ করে ফ্রিজে রেখেছিলাম তাই আমার বেশি সময় লাগে নাই নাস্তাটি বানাতে।সবার শেষে বুট দিয়ে ৫ মিনিট রেখে নামিয়ে নিলে হয়ে যাবে।

আমসত্ত্ব 🥭🤤উপকরন১: কাঁচা আম ২: কাসুন্দি ৩: কাঁচা মরিচ৪: লবন৫: চিনি৬: লালমরিচের গুঁড়োপ্রণালী আমি প্রথমে আমগুলো সিদ্ধ করে ...
26/05/2024

আমসত্ত্ব 🥭🤤
উপকরন
১: কাঁচা আম
২: কাসুন্দি
৩: কাঁচা মরিচ
৪: লবন
৫: চিনি
৬: লালমরিচের গুঁড়ো

প্রণালী
আমি প্রথমে আমগুলো সিদ্ধ করে আটি থেকে সব আমগুলো ছাড়িয়ে নিয়েছি আলাদা একটা বাটিতে। তারপর তার মধ্যে সব উপকরণ গুলো দিয়ে মেখে রেখেছি ৩ ঘন্টা। এরপর রোদে শুকিয়ে নিয়েছি।
হয়ে গেছে আমার তৈরি আমসত্ত্ব। 😁
আপনারা চাইলে চুলার নিচেও দিতে পারেন🙂
🫶

26/05/2024

পোড়া কাঁচা আমের মিষ্টি ভর্তা 🤤

উপকরন
১: কাঁচা আম পুড়ে ২ টি
২: কাসুন্দি
৩: কাঁচা মরিচ
৪: বিট লবন
৫: চিনি
৬: লালমরিচের গুঁড়ো

প্রণালী

সবগুলো একসাথে মেখে নিলে হয়ে যাবে ভর্তা।
তবে কাসুন্দি সবার শেষে দিতে হবে।

আবার ভর্তা নিয়ে চলে এলাম।🤤
23/05/2024

আবার ভর্তা নিয়ে চলে এলাম।🤤

20/05/2024

সরিষাবাটা দিয়ে আমের আচার।🫰
জিভেজল আসার মত একটা রেসিপি। 🤤
একটু টক একটু মিষ্টি 🥭🙂

উপকরন

১: কাঁচা আম
২: পাঁচফোড়ন
৩: জিরারগুঁড়া
৪: ধনেগুঁড়া
৫: সরিষার তেল
৬ : মিষ্টিজিড়াগুঁড়া
৭: গুড়
৮: ভিনেগার
৯: সরিষাবাটা
১০: শুকনামরিচগুঁড়া
১১: রসুনকুচি

প্রণালী

প্রথমে সরিষার তেল দিয়ে তারমধ্যে পাঁচফোড়ন দিলাম তারপর দিয়েছি রসুনকুচি, গুড়, লবন,ধনেগুঁড়া, জিরারগুড়া।এইগুলো গলে গেলে তারমধ্যে লবন দিয়ে মাখা কাঁচা আমগুলো দিয়ে দিলাম।ঢাকনা দিয়ে রেখে দিলে আমগুলো গলে যাবে । সবার শেষে গুকনামরিচেরগুড়া আর সরিষাবাটা।
নামিয়ে ফেলার আগে মিষ্টিজিরারগুঁড়া।
আচার ভাল রাখার জন্য আমি দিয়েছি ভিনেগার।
যা সারা বছর সংরক্ষন করে রেখে দেয়া যাই।

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nipu vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category