Pro With Sazzad

Pro With Sazzad জীবনটা ঠিক দাঁড়ি পাল্লার বাটখারার মতো।ওজন যতই সঠিক হোক,একটু হাওয়া লাগলে হিসেবের গরমিল হবেই।

03/02/2025

‘ভুলে যাওয়া’ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক বিশেষ নেয়ামত। তিনি যদি আমাদের এই নিয়ামত না দিতেন, বেঁচে থাকাটা যে কী ভীষণ দুঃসহ হয়ে উঠত তা আমরা কল্পনাও করতে পারি না।

প্রিয় কোন মানুষ যখন মারা যায়, প্রথম কিছুদিন আমাদের অসম্ভব খারাপ লাগে। সারা দুনিয়াটাকেই কেমন রঙহীন, বিস্বাদ আর বিরক্ত লাগে কিছুদিন।

কিন্তু, সময় যত গড়ায়, আমরা আস্তে আস্তে সেই শোক আর ক্ষতটা সেরে উঠি। সময়ের সাথে সাথে প্রিয় মানুষের স্মৃতিগুলোও ধূসর হতে থাকে আমাদের মানসপটে।

আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে এই ‘ভুলে যাওয়ার’ ক্ষমতাটুকুনা দিতেন, ভাবুন তো কেমন হতো আমাদের জীবনটা? একবার শুধু চিন্তা করুন, আপনার মা মারা যাওয়ার দিন যে কষ্ট আপনার অনুভূত হবে, পাঁচবছর অতিক্রান্ত হওয়ার পরও যদি আপনার ঠিক একইরকম কষ্ট লাগে, আপনি কি আদৌ বেঁচে থাকতে পারবেন?

আবার, ভবিষ্যত না জানাও একরকম নিয়ামত।

ধরুন, আজ রাতে যদি কোনোভাবে আপনি জেনে যান যে, আপনার ফুটফুটে সন্তানটা আগামি বছরের ঠিক আজকের দিনটায় মারা যাবে, আপনার দ্বারা কি সম্ভব হবে আজ থেকে স্বাভাবিক জীবনযাপন করে যাওয়া? আপনি কি খেতে পারবেন ঠিক মতো? ঘুমোতে পারবেন এই ভবিষ্যত জেনে নিয়ে?

আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্ধারিত প্রত্যেকটা বিষয় এমনই হিকমাহপূর্ণ। তিনি যখন বান্দাকে কোনোকিছু দেন না বা জানান না, সেটা বান্দার কল্যাণের জন্যেই৷ আবার, তিনি যখন বান্দাকে কোনোকিছু ভুলিয়ে দেন, সেটাও বান্দার কল্যাণের জন্যেই।

30/12/2024

জীবন টা তোমার! তুমি তোমার! খারাপ সময় টা তোমার! লড়াই টা তোমার! হেরে যাওয়া টা তোমার। প্রত্যাবর্তন টা তোমার! ভালো সময় টাও তোমার! যা ই হোক,সবখানে তুমি নিজেই থাকবা! তুমি ই তোমার প্রিয়! ❤️

আর কি কি দেখবো আপুদের জন্য  ফিমেল ভার্সন 🤩"পেরাডক্সিক্যাল আয়শা " কেউ কি পড়েছেন??
03/12/2024

আর কি কি দেখবো
আপুদের জন্য ফিমেল ভার্সন 🤩
"পেরাডক্সিক্যাল আয়শা " কেউ কি পড়েছেন??

08/11/2024

মানুষ দুনিয়াতে নির্দিষ্ট সময় নিয়েই আসে। সময়ের চেয়ে বড় অ্যাসেট হয় না।

সময়কে কীভাবে কাজে লাগাবেন, না কি হুজুগে একবারে সব করতে গিয়ে পুরোটা নষ্ট করবেন, সেটুকু ভেবে দেখুন।

Consistency is the key। নিজেকে ধারাবাহিক রাখুন।

03/11/2024

পৃথিবীতে মানুষ কেনো আসছে জানেন ?
একটি প্রাণীর কাহিনী বলি .......

প্রাণীটি প্রতিদিন একটা নির্দিষ্ট গাড়ির পিছনে দৌড়ায় ,প্রতিটা দিন। কিন্তু কোনোদিন গাড়িটাকে ধরতে পারে না। গাড়িটা ও ধরতে পারবে কি না সেটা বড় কথা নয়। কথা এটা যে যদি কোনো দিন গাড়িটাকে ও ধরতে পারে তাহলে ঠিক করবে টা কী ❔জিজ্ঞেস করা হলো এর পিছনের উদ্দেশ্য কি উত্তর এলো গাড়িটাকে ধরতে পারাই জীবনের উদ্দেশ্য। জানতে চাওয়া হলো উদ্দেশ্য পূরণ হয়ে গেলে কি কি অর্জন করতে পারবে। বললো এমন কিছু যা পেলে আগত দিনে নিশ্চিন্তে থাকতে পারবে। এইটুকুই ! এ নিয়ে আর মাথা ঘামানোর প্রয়োজন ও অনুভব করেনা। এখন গাড়িটা ধরতে পারাই ওর জীবনের অনেক বড় অর্জন হয়ে দাঁড়িয়েছে। ভবিষ্যৎ নয় বস্তুত কুয়াশার পিছনে ছুটছে ও দিনরাত । ওই পর্যন্ত পৌঁছার পথে প্রকৃত ভবিষ্যতের সঙ্গে সাক্ষাৎ ওর ঘটে যেতে পারে। সেটা ওর অজানা নয় । তাও সে ২য় বার ভাবার প্রয়োজন অনুভব করে না যে , যেই যেই বিষয়ে আপাতভবিষ্যতে নিশ্চিন্ত থাকতে ও সবকিছু উপেক্ষা করে ছুটছে সেগুলো আদতেও এতো তাৎপর্যপূর্ণ কি না। সেগুলোই মুখ্য কি না। তাহলে বুঝতে পারতো যে নির্মলকে অবজ্ঞা করে প্রতিদিন ও কুয়াশার পেছনে ছুটছে। কুয়াশার পেছনে ছোটার আগে ও চিন্তা করে না যে কুয়াশার পরে কি আছে । সেই চিন্তা করে না বলেই ছোটা শুরু করলে কুয়াশার মোহে অন্ধ হয়ে যায়। তখন আর নির্মলকে চিনতে পারে না !

এখন আসল কথায় আসি । ওয়েইট তার আগে ছোট্ট 🤏 একটা ইনফরমেশন দেই।

মানবজীবনের একটা সর্বজনীন উদ্দেশ্য আছে এবং সেটা প্রধান। যেটা বলতে গেলে আমরা কেউই জানি না। মনে রাখবেন প্রধআআআন ও সর্বজনীন। [ কি সেটা পরে বলছি ]

তো যা বলতে চাইছি। আমার সবাই জীবনের উদ্দেশটাকে 'খাওয়া' পর্যন্ত সীমাবদ্ধ করে ফেলেছি। সবাই !

আমরা অনেকে কঠোর পরিশ্রম করে পড়ালেখা করছি যাতে ভবিষ্যতে প্রতিষ্ঠিত হতে পারি। মানে উচ্চপদে চাকরী করা, ডাক্তার , ইঞ্জিনিয়ার, বিসিএস কেডারসহ ইত্যাদি ইত্যাদি হওয়া আমাদের জীবনের উদ্দেশ্য। তাই তো ? নাকি অন্যকিছু ? আচ্ছা। যারা পড়াশোনায় তেমন আগ্রহী না তাদের আছে ব্যবসাসহ আরও অনেক বিকল্প। আর একদল আছি উদ্দেশ্যহীন । আমরা ঘুম থেকে উঠি ,খাই, ফোন এ ডুবে থাকি ,আড্ডা দেই, তারপর আবার ঘুমিয়ে যাই। কোনোদিন 'উস্টা' ওরফে 'হোঁচট' খেয়ে কারও ঘুম ভাঙলে আমরাও এর মধ্যে থেকে যেকোনো এক রাস্তায় যাবো।

উদ্দেশ্য সবার আলাদা আলাদা কিন্তু উদ্দেশ

01/10/2024

২০২৪ সাল শেষ হয়ে যাবে আর মাত্র ৩ মাস!!!

এই ৯ মাসে বেঁচে থাকা ছাড়া আর কী অর্জন করেছেন হিসাব কষে দেখেছেন?

এমন কোনো স্কিল ডেভেলপ করেছেন যেটা সেল করে আপনি লাইফ লিড করতে পারবেন? অথবা চাকরির প্রস্তুতি কতটুকু গুছিয়েছেন?

হিসাবের এই গড়মিলের মাঝে অংক মেলাতে পারি না। এভাবে আর কত??

✳️ইনস্ট্রাগ্রাম মার্কটিং কি?  ✅ইনস্টাগ্রাম মার্কেটিং (Instagram Marketing) হচ্ছে ইনস্টাগ্রাম ব্যবহার করে যেকোনো পণ্য, সে...
25/09/2024

✳️ইনস্ট্রাগ্রাম মার্কটিং কি?

✅ইনস্টাগ্রাম মার্কেটিং (Instagram Marketing) হচ্ছে ইনস্টাগ্রাম ব্যবহার করে যেকোনো পণ্য, সেবা, অথবা প্রতিষ্ঠানের প্রচার করা। ইনস্টাগ্রাম অনেক শক্তিশালী এবং জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম হওয়ায় আপনি খুব সহজেই আপনার পণ্যকে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছাতে পারবেন।

✳️ Instagram এর সুবিধা ও অসুবিধা
✅আধুনিক যুগে, Instagram সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলির মধ্যে একটি হয়ে উঠেছে। ছবি ও ভিডিও শেয়ার করার মাধ্যমে বন্ধুবান্ধব ও পরিবারের সাথে যুক্ত থাকার পাশাপাশি ব্যবসা প্রচারের জন্যও এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। তবে, Instagram এর সুবিধা ও অসুবিধা ও রয়েছে যা ব্যবহারকারীদের সচেতন হওয়া উচিত।

✅ সুবিধা:
সংযোগ স্থাপন: Instagram বন্ধুবান্ধব, পরিবার এবং আগ্রহী ব্যক্তিদের সাথে সংযোগ স্থাপন ও বজায় রাখার একটি দুর্দান্ত মাধ্যম। ছবি ও ভিডিও শেয়ার করে আপনি তাদের সাথে আপনার জীবনের মুহূর্তগুলি সহজেই ভাগ করে নিতে পারেন এবং তাদের পোস্টের মাধ্যমে তাদের জীবন সম্পর্কে জানতে পারেন।
✅ব্যবসা প্রচার:
Instagram ব্যবসা প্রচারের জন্য একটি কার্যকর হাতিয়ার হতে পারে। আপনি আপনার পণ্য ও পরিষেবার ছবি ও ভিডিও পোস্ট করে নতুন গ্রাহকদের কাছে পৌঁছাতে পারেন এবং আপনার ব্র্যান্ডের প্রচার করতে পারেন।
✅আত্ম-প্রকাশ:
Instagram আপনার সৃজনশীলতা ও আগ্রহ প্রকাশ করার একটি প্ল্যাটফর্ম। আপনি আপনার ছবি, ভিডিও, লেখা, গল্প ইত্যাদি শেয়ার করে নিজেকে প্রকাশ করতে পারেন এবং অন্যদের সাথে সংযোগ স্থাপন করতে পারেন।
✅বিনোদন:
Instagram বিনোদনের একটি দুর্দান্ত উৎস। আপনি বিভিন্ন ধরণের ছবি, ভিডিও, গল্প, লাইভ স্ট্রিমিং ইত্যাদি উপভোগ করতে পারেন এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের সাথে সংযোগ স্থাপন করতে পারেন।

 #রিভিউ ছয়শত বিলিয়ন ডলারের ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রি, আপনি কতটুকু প্রস্তুত এই ইন্ডাস্ট্রিতে নিজেকে প্রতিষ্ঠিত করার জ...
17/08/2024

#রিভিউ

ছয়শত বিলিয়ন ডলারের ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রি, আপনি কতটুকু প্রস্তুত এই ইন্ডাস্ট্রিতে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য?

পেশাগত ভুবনে ডিজিটাল মার্কেটিং নিয়ে প্রচুর সম্ভাবনার দুয়ার প্রতিনিয়ত উন্মোচন হচ্ছে বিশ্বদুয়ারে। চাকুরি, ফ্রিল্যান্সিং, নিজের ব্যাবসা-বাণিজ্য পরিচালনায় ডিজিটাল মার্কেটিং বিষয়ে দক্ষ হয়ে ওঠা এখন সময়ের দাবি।

তাই সেই ডিজিটাল মার্কেটিং নিয়ে আমার পড়া প্রথম বই "সিক্রেট সাকসেস অব ডিজিটাল মার্কেটিং"। একটা ৯০ পৃষ্ঠার বইয়ে এতো চমৎকার ও গুছিয়ে এতো এতো বিষয়কে সংক্ষেপে নিয়ে আসা হয়েছে দেখলেই ভালো লাগে।

দশটি চমৎকার অধ্যায়ে ভাগ করা হয়েছে পুরো বই।
ডিজিটাল মার্কেটিং,
এসইও (সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন)
ফেসবুক মার্কেটিং,
ফেসবুক মার্কেটিং বিস্তারিত
লিংকড ইন মার্কেটিং
ইউটিউব মার্কেটিং,
মাত্র ৯টি স্টেপে সাকসেসফুল ইউটিউব মার্কেটিং করার উপায়
ইমেইল মার্কেটিং
প্রয়োজনীয় টুলস এবং অ্যাপস
ফ্রিল্যান্সিং

প্রত্যেকটা বিষয়ে পুরোপুরি প্রয়োজনীয় যত আলোচনা করা সম্ভব এতে তাই করেছেন লেখক। এবং সবচেয়ে দারুণ যেই বিষয়টি। তা হল, অসংখ্য টুলস নিয়ে আসা হয়েছে বইয়ে। যা সচরাচর এক মলাটে হয়তোবা কোথায় এতো কিছু কখনো পাওয়া যায়। এতো এতো টুলস আর অ্যাপসের মধ্যে আসলে কোনটা বলব বুঝে উঠা কঠিন। তারপরও কিছু টুলসের কথা না বললেই নয়।
১. Coschedule একটি একক জায়গা থেকে সমস্ত কাজ তৈরি করা ও পরিচালনা করা এবং পর্যালোচনা ও দলের অগ্রগতি নিরক্ষনের জন্য।
২. MailChimp সহজ ড্রাগ এন্ড ড্রাগ ইমেইল নির্মাতা ইন্টারফেস চূড়ান্ত ইমেইল টেমপ্লেট লাইব্রেরী, তালিকা ব্যবস্থাপনা ও বিভাজন।
৩. Uber suggest - SEO সঠিক কিবোর্ড এবং কনটেন্ট আইডি আবিষ্কার এসইও সুবিধা ও SERP বিশ্লেষণ। গভীরভাবে এসইও এডিট। ঘন ঘন আপডেট করা ও কীওয়ার্ড ডাটাবেস।
৪. MOZ কীওয়ার্ড সাজেশনে উন্নত ফিল্টারিং। শক্তিশালী ব্যাকলিঙ্কিং ডেটা। ডোমেন এসইও বিশ্লেষ। এসইও কর্মদক্ষতা উন্নতির জন্য সহজ নির্দেশিকা।
৫. AdEspresso সবচেয়ে কার্যকরী বিজ্ঞাপন ব্যবস্থাপনা টুল। প্রচারা অভিযান তৈরি ও পরিচালনা করা। পরিমাপ এবং অপটিমাইজ প্রচার অভিযান। স্বাচ্ছন্দে রচনা ও উভয়ের তথ্য ট্র্যাক করা।

এছাড়াও আরো অসংখ্য টুলস ও অ্যাপসে কোনোটা সংক্ষিপ্ত বা কোনোটা বিস্তারিত আলোচনা তুলে ধরেছেন লেখক। প্রাথমিক গাইডলাইনের জন্য একটা super collection মনে হচ্ছে এই বই।

02/04/2024

AI Animation.

আচ্ছা,আমরা মোটিভেশনাল কথা শুনতে কেন এত আগ্রহী? জানেন কী, এরকম কথাতে কেন আমাদের ইচ্ছেশক্তির প্রমোশন হয়? আমরা কেন এতবেশী অ...
02/04/2024

আচ্ছা,
আমরা মোটিভেশনাল কথা শুনতে কেন এত আগ্রহী? জানেন কী, এরকম কথাতে কেন আমাদের ইচ্ছেশক্তির প্রমোশন হয়? আমরা কেন এতবেশী অনুপ্রাণিত হই?
এটা একটা কাল্পনিক চিন্তার মতই বলা চলে। যখন স্পিকার কোন উদাহরণ, উপমা, উদ্দীপনা, উৎসাহ দিয়ে শ্রোতা মনে ইচ্ছে আকাঙ্খার যে রসের সঞ্চার ঘটায়; এটাই মূলত মোটিভেশান। 😊

আমরা বাস্তবের চেয়ে কল্পনায় থাকতে বেশি আগ্রহী। বিশেষ করে কোমলপ্রাণ মানুষগুলা। শিশু থেকে ত্রিশ অবধি। স্পিকার ঠিক সেই কল্পনার জায়গাটাই কাজে লাগায়। স্পিকার প্রথমে শ্রোতাদের একটা কাল্পনিক রাজ্যে নিয়ে যায় এবং তার বক্তব্য সেখানেই ডেলিভারি করে। 🌺

সেখানে হরেকরকম আয়োজন করে তার বক্তব্যের সঙ্গে মিল রেখে সেগুলোকে বাস্তবের সাথে চিত্রিত করার চেষ্টা করে শ্রোতা মনে।
সময় যতই অতিবাহিত হয় শ্রোতা ততই তার স্বপ্নের দিকে আকৃষ্ট হয় আর সেটাকে স্পর্শ করার চেষ্টা করে। স্বপ্নকে ছোঁয়া অবধি স্পিকার তার বক্তব্য অব্যাহত রাখে। এভাবেই শ্রোতা মনে ইচ্ছেশক্তির সঞ্চার ঘটায় মোটিভেশনাল স্পিকার। 💙

ফ্রিল্যান্সিং  যাত্রা  শুরু করার আগে এই ৫ টি বিষয়  দেখে ফ্রিল্যান্সিং শুরু করবেন। ১-আপনাকে প্রথমে জানতে হবে ফ্রিল্যান্সি...
02/04/2024

ফ্রিল্যান্সিং যাত্রা শুরু করার আগে এই ৫ টি বিষয় দেখে ফ্রিল্যান্সিং শুরু করবেন।

১-আপনাকে প্রথমে জানতে হবে ফ্রিল্যান্সিং সম্পর্কে এবং প্রতিষ্ঠান নির্বাচন করতে হবে।

২-আপনি এমন একটি প্রতিষ্ঠান থেকে শুরু করুন যেখানে টিচার প্যানেল টপ রেটেড ফ্রিল্যান্সার।

৩-যেখানে আপনাকে বেসিক শিখিয়ে তার পরে অ্যাডভান্স শিখানো হবে।

৪- লাইফ টাইম সাপোর্ট দিবে।

৫- আপনার দক্ষতার মূল্যায়ন করে ইনকামের পথ সুনিশ্চিত করে দিবে।

আপনি যেখান থেকে শুরু করুন না কেন এই বিষয় গুলো খেয়াল রাখবেন এবং তথ্য প্রুভ নিয়ে যাচাই-বাছাই করে নিবেন, ইনশাআল্লাহ
আমি নিজেও কাজ শিখছি।।
আলহামদুলিল্লাহ ❤

মার্কেটিং শব্দটা শুনতেই কি আপনার ভয় লাগে। হায় হায় এটা আবার কী?? খায় নাকি মাথায় দেয়!!!!ভয় কাটিয়ে উঠবার জন্য চলে এসেছে হাব...
01/04/2024

মার্কেটিং শব্দটা শুনতেই কি আপনার ভয় লাগে। হায় হায় এটা আবার কী?? খায় নাকি মাথায় দেয়!!!!ভয় কাটিয়ে উঠবার জন্য চলে এসেছে হাবলুদের জন্য মার্কেটিং বইটি।

এবার মার্কেটিং নিয়ে আর কোনো ভয় আপনার মনে থাকবে না। এর পাশাপাশি মার্কেটিং এর হাতেখড়িও হয়ে যাবে। বইটিতে খুব সহজ সরল ভাষায় মার্কেটিং এর খুব বেসিক বিষয়বস্তু তুলে ধরা হয়েছে যেগুলো আপনাকে মার্কেটিং জগত সম্পর্কে জানতে সাহায্য করবে।

একদিক দিয়ে মজা পাবেন অন্যদিক দিয়ে মার্কেটিং সম্বন্ধে একটি ভালো আইডিয়াও পাবেন।

মার্কেটিং শিখতে গিয়ে এলোমেলো অবস্থা,ভাইরাল মার্কেটিং, গেরিলা মার্কেটিং সব কিছুই মাথার ওপর দিয়ে চলে যায়, এমন সব মার্কেটিং জন্যই বইটি

তাহলে, শুরু হোক এবার জিনিয়াস হওয়ার যাত্রা।

Address

Chittagong
4220

Alerts

Be the first to know and let us send you an email when Pro With Sazzad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share