15/05/2024                                                                            
                                    
                                                                            
                                            আগুনে সর্বস্ব হারানো মানুষগুলোর সাহায্যে এগিয়ে আসুন।
চট্টগ্রাম, ফটিকছড়ির খিরাম এলাকার ছুফি পাড়ায় অগ্নিকাণ্ডে  ছয়টি পরিবারের ঘরবাড়ি ও ঘরে থাকা আসবাবসহ তাদের ব্যবহৃত সব জিনিস পুড়ে কয়লা হয়ে গেছে। তিল তিল করে সাজানো সংসার আবার কীভাবে গড়বেন জানেন না সর্বস্ব হারানো এসব মানুষ। তাদের সবকিছু আগুনে পুড়ে ছায় হয়ে গেছে। একটি সুতাও বের করতে পারেননি কেউ।পরনে যা ছিল, তাই এখন তাদের সম্বল। এখন খোলা আকাশের নিচে রাত কাটানো ছাড়া আর কিছুই করার নেই। আগুনে সর্বস্ব হারিয়ে আহাজারি করছেন ক্ষতিগ্রস্তরা।সর্বস্ব হারিয়ে তাদের কেউ কেউ নির্বাক বসে আছেন। কোথায় যাবেন?  কী করবেন?  কেথায় গিয়ে দাঁড়াবেন? জানেন না তারা। 
গতকাল রাতে এই নিঃস্ব মানুষগুলোর সহযোগিতার জন্য এলাকার প্রতিনিধি ও সাধারণ মানুষদের একটি মজলিস অনুষ্ঠিত হয়।  উক্ত মজলিসে সর্বস্ব হারানো পরিবারগুলোর জন্য সাহায্য উত্তোলনের সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং সকলকে তাদের  সাহায্যে এগিয়ে আসার জন্য সবিশেষ আহ্বান করা হয়।  
তাই সকলের প্রতি আকুল আহ্বান, সবাই নিজ নিজ সামর্থ্য অনুসারে নিঃস্ব ও অসহায় পরিবারগুলোর সাহায্য এগিয়ে আসুন।
সহযোগিতা করার মাধ্যম:- Md Elias Hossain Babu 
মোঃ- বাবু  01849730001(পার্সোনাল)
 Hos Ain   01791689801(পার্সোনাল)
মোঃ-মামুন 01859385693(পার্সোনাল)
 Omar Faruk  01847033610(এজেন্ট) 
এই চারটি নাম্বার ছাড়া অন্য কোন নাম্বারে টাকা না পাঠানোর জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি, 
বি,দ্র:- টাকা পাঠানোর পর মেসেঞ্জারে বা Whatsapp এ  এস এম এস করে পিন নাম্বার টা দেওয়ার অনুরোধ রইল,