Mihi's Artistry

Mihi's Artistry "Chasing light, capturing emotions, and framing memories forever."

কবরের মাটিতেও ফুল হয়…মূলত এইটা প্রমাণের অভিলাষে যে, আমাদের চলে যাওয়ায় বাকি পৃথিবীর কিছু আসে যায় নাহ।© Mihi's Artistr...
05/07/2025

কবরের মাটিতেও ফুল হয়…মূলত এইটা প্রমাণের অভিলাষে যে, আমাদের চলে যাওয়ায় বাকি পৃথিবীর কিছু আসে যায় নাহ।

© Mihi's Artistry

🤍😩✨
29/06/2025

🤍😩✨

20/06/2025

আধা কেজি পানি নিয়ে সবাই এই ট্রেন্ড করবেন!!🙂
Voice Over : ভাইয়ের ছেলে
পুরো ভিডিও দেখার অনুরোধ রইলো।

বৃষ্টি আসার আগের মুহূর্ত..... 📌Nangolkot, Cumilla
16/06/2025

বৃষ্টি আসার আগের মুহূর্ত.....

📌Nangolkot, Cumilla

Eid Mubarak!May your sacrifices be accepted and your heart be filled with peace, love, and endless blessings. 🌙🐐
06/06/2025

Eid Mubarak!
May your sacrifices be accepted and your heart be filled with peace, love, and endless blessings. 🌙🐐

29/05/2025

"পৃথিবীতে ফিনিক ফোটা জোছনা আসবে।
শ্রাবণ মাসে টিনের চালে বৃষ্টির সেতার বাজবে।
সেই অলৌকিক সঙ্গীত শোনার জন্য আমি থাকব না।
কোনো মানে হয়!"

_____ হুমায়ূন আহমেদ

লাইফের একটা পর্যায়ে এসে সম্ভবত সব মানুষই এটা ফিল করে,তিন বেলা খাবার,মাথার উপর এক টুকরো ছাদ আর পারিবারিক শান্তি ছাড়া বা...
28/05/2025

লাইফের একটা পর্যায়ে এসে সম্ভবত সব মানুষই এটা ফিল করে,তিন বেলা খাবার,মাথার উপর এক টুকরো ছাদ আর পারিবারিক শান্তি ছাড়া বাকি সব চাওয়া - পাওয়ার আকাংখাগুলোই ছিল এক অনর্থক বিলাসিতা !

Mihi's Artistry -এ এখন থেকে পাচ্ছেন ১০০% অর্গানিক মেহেদি!✨রঙে রঙিন হোক আপনার ঈদ, থাকুক না একটুখানি প্রাকৃতিক ছোঁয়া!আমাদে...
26/05/2025

Mihi's Artistry -এ এখন থেকে পাচ্ছেন ১০০% অর্গানিক মেহেদি!✨

রঙে রঙিন হোক আপনার ঈদ, থাকুক না একটুখানি প্রাকৃতিক ছোঁয়া!
আমাদের নতুন ন্যাচারাল স্মুথ ও সুপার স্ট্রিংগী অর্গানিক মেহেদি এখন পাওয়া যাচ্ছে দুই সাইজে:

➡️ ২০-২৫ গ্রাম — মাত্র ১১০ টাকা
➡️ ২৫-২৮ গ্রাম — মাত্র ১৩০ টাকা

কেন নিবেন আমাদের মেহেদি?
✔ ১০০% অর্গানিক
✔ হাতে লাগানো সহজ
✔ ঘন রঙ ও সুন্দর ঘ্রাণ
✔ কোনো কেমিক্যাল নেই

অর্ডার করতে ইনবক্স করুন এখনই!

's artistry #অর্গানিক_মেহেদি #ঈদঅফার

ছবিতে যে লম্বা সাপের মতো প্রাণীটি দেখতে পাচ্ছেন, একে বলে ‘স্নেক ইল’। একবার একটি ‘গ্রেট ব্লু হেরন’ এই ইলটিকে জীবন্ত অবস্থ...
25/05/2025

ছবিতে যে লম্বা সাপের মতো প্রাণীটি দেখতে পাচ্ছেন, একে বলে ‘স্নেক ইল’। একবার একটি ‘গ্রেট ব্লু হেরন’ এই ইলটিকে জীবন্ত অবস্থায় গিলে ফেলে। এরপর উড়াল দেয়। কিন্তু কিছুক্ষণ পর ঘটে অবিশ্বাস্য এক ঘটনা—সেই ‘স্নেক ইল’ হঠাৎ হেরনের বুক চিরে বেরিয়ে আসে!

এই চমকপ্রদ ও গা শিউরে ওঠা মুহূর্তটি ক্যামেরাবন্দি করেন ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার স্যাম ডেভিস।

স্নেক ইল সাধারণত সমুদ্রের তলদেশের বালিতে গর্ত খুঁড়ে বাসা বানায়। এর শক্ত ঠোঁট মূলত সেই খোঁড়াখুঁড়ির জন্যই ব্যবহার হয়। এবার সেই অস্ত্রই কাজে লাগিয়ে হেরনের পেট চিরে পালিয়ে বাঁচার মরিয়া চেষ্টা করে সে।

জীবনের জন্য প্রাণপণ লড়াই করে গিয়েছিল ইলটি, কিন্তু শেষ রক্ষা হয়নি তার। অবাক করা বিষয় হলো—বুকে গভীর ক্ষত নিয়েও হেরনটি তখনও আকাশে উড়ছিল!

এ ঘটনা থেকে যে শিক্ষা পাই৷

* যে জিনিস আমি পারবো না সেটা বর্জন করাই ভালো

* বেঁচে থাকার জন্যে জীবনের শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়া উচিত৷

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mihi's Artistry posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share