CTG SHADI.COM is a national matrimonial web portal founded 1st September 2018 under a renowned group of company,aimed at fulfilling the needs of Bangladesh
17/03/2021
বাঙালির কাছে বঙ্গবন্ধুর নাম চিরকাল অম্লান, অক্ষয় ও অমর হয়ে থাকবে। স্বর্ণাক্ষরে লেখা থাকবে তাঁর কীর্তিময় জীবনালেখ্য। তাঁকে শ্রদ্ধাভরে কেবল স্মরণই নয়, তাঁর আদর্শ বুকে ধারণ করে এগিয়ে যাওয়ার মধ্য দিয়েই সত্যিকারভাবে জানাতে হবে জন্মদিনের শ্রদ্ধার্ঘ্য। বঙ্গবন্ধুর জন্মদিন বাঙালি জাতির জন্য আশীর্বাদময় এক দিন, বড় আনন্দের একটি দিন। প্রখ্যাত সাহিত্যিক অন্নদাশঙ্কর রায় বঙ্গবন্ধু সম্পর্কে যথার্থই বলেছেন, যতকাল রবে পদ্মা যমুনা গৌরী মেঘনা বহমান, ততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান।
১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকীতে রইলো গভীর শ্রদ্ধাঞ্জলি।
16/03/2021
সিটিজি জব সল্যুশন এর সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব ওয়াহিদ পারভেজ
এর পিতা মোহাম্মদ রফিক এর মৃত্যুতে
Shadi.com পরিবারবর্গ গভীরভাবে শোকাহত।
কুরআনে মহান আল্লাহ শিখিয়েছেন
ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন
যার অর্থ হলো, নিশ্চয় আমরা মহান আল্লাহর জন্য এবং তার কাছেই ফিরে যাব (বাক্বারা, ১৫৬)।
04/03/2021
পাত্রী দেখার পূর্বে যে বিষয় গুলো বিবেচনায় রাখা ভালো –
• যখন পাত্রী দেখতে যাবেন তখন যতটা সম্ভব আধুনিক ডিজাইনের পোষাক পড়ুন। দামী এবং ভাল মানের মিষ্টি নিতে ভুলবেন না।
• যতটা সম্ভব নিজের মধ্যে একটা ভদ্র বজায় রাখুন কিন্তু কথনে অভদ্র আচরন করবেন না এবং কোন প্রশ্নের প্রতি প্রশ্ন বা অতি উত্তর দেবেন না।
• যখন কনে দেখবেন তখন সবার প্রথম দেখবেন তার হাত, কারন হাত দেখে তার মুখের রং সম্বন্ধে আসল ধারনা পাবেন।
• কনের শারীরিক গড়ন বোঝার জন্য শাড়ী পরিহিত অবস্থায় দেখলেই ভালো আর এজন্য প্রয়োজনে মেয়ে পক্ষকে আগে হতে বলে রাখা যেতে পারে।
• মেয়ের সাথে একলা (পাত্র নিজে) কথা বলুন –
এটা শুধু আধুনিকতার জন্যই জরুরী নয় বরং জরুরী তার মন-মানসিকতা বোঝার জন্য। আরও বেশি জরুরী তার বাবা মা যে জোর করে তার বিয়ে দিচ্ছে না অন্তত তা পরিষ্কার হ্ওয়ার জন্য। এসময় অবশ্যই যে প্রশ্নটি করতে পারেন তা হল – আমরা তো একটা সম্পর্কের জন্য এখানে মিলিত হয়েছি, এ ব্যাপারে আপনার মতামত কি? বা জেনে নিতে পারেন তার কোন ব্যক্তিগত পছন্দের মানুষ আছে কি না? মেয়ের উত্তর হতে তার মনোভাব বুঝতে পারবেন। আর এক্ষেত্রে কোন প্রকার লাজ-লজ্জার কোন অবকাশ নেই কারন এতে দুটি মানুষের সারা জীবনের প্রশ্ন জড়িত।
• মেয়ের উচ্চতা বোঝার জন্য আশপাশের কারো সাথে তার উচ্চতার তুলনা করতে পারেন।
• খাওয়া দাওয়ার ক্ষেত্রে কখনই আগ বাড়িয়ে কিছু নেবেন না আর অতি ভোজন তো কখনই নয়।
• প্রথম দেখায় হতো আপনার পাত্রীকে ভাল নাও লাগতে পারে এবং আপনি সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন যে এখানে আপনি বিয়ে করছেন না তারপরও আপনা আচরনে সেটা বুঝতে না দেওয়াই উত্তম কারন এতে কন্যা পক্ষ মনে শুধু খুব কষ্টই দেওয়া হবে না বরং আপনার ভবিষ্যৎ পাত্রী খোঁজার ক্ষেত্রেও তা নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সুতরাং ভদ্র আচরনের কোন বিকল্প নাই।
• একসময় পাত্রীর অনেক কিছু খুটিয়ে দেখা হত, তার চুল হতে শুরু করে পায়ের পাতা পযর্ন্ত ।কিন্তু এখনকার যুগে তা সম্ভব নয়। কিন্তু সম্ভব না হলেও যতটা সম্ভব বেশি সময় নিয়ে দেখবেন এবং পরিবারের তাদেকেই সাথে নিবেন যাদের ভাল লাগা এবং না লাগার উপর আপনার সিদ্ধান্ত নির্ভর করছে। পরিবারের সকল সদস্যরা মিলে দল বেঁধে পাত্রী দেখতে যাবেন না। তবে হ্যাঁ পরিবারের সব সদস্যকে রাজি করিয়ে বিয়ে করবেন – এমনটা আশা না করাই ভাল। কারন ঐ যে আগেই বলেছি সবার সৌন্দয্যবোধ এক রকম নয়। সেক্ষেত্রে আপনি নিজের বাবা-মা এবং নিজের মতামতকে প্রধান্য দিন।
• কনে দেখার পর কখনই পাত্রী পক্ষকে আপনাদের সিদ্ধান্ত জানাতে দেরী বা তাড়াহুড়া করবেন না। আবার খুব রুঢ়ভাবে কখনই কাউকে প্রত্যাখান করবেন না। আমাদের সমাজে অনেকেই আছে যারা বিয়ে নামক পবিত্র সম্পর্কটাকে একটা ব্যবসায়িক তথা লাভ ক্ষতির ব্যাপার মনে করেন। তারা অর্থ বিত্ত ও সামাজিক অবস্থান লাভ করার একটি হাতিয়ার হিসাবে বিবাহকে বিবেচনা করে যা নিঃসন্দেহে একটি নিন্দনীয় কাজ। দুটি মানব-মানবীর ভাল লাগা, ভালবাসাই হতে পারে বিয়ের মূলমন্ত্র অন্য কিছু নয়। অনেকেই একটি পাত্রী দেখার পর আরো ভাল অফারের খোঁজে নেমে পড়েন এবং আগের পক্ষকে হ্যাঁ/না কিছুই বলেন না। অনেক সময় আপনার অনেক নিকট আত্মীয় এরুপ ভূমিকায় অবতীর্ণ হতে পারে। তখন যদি তাদের কথায় কান দেন তবে শেষে একুল-ওকুল দুকুলই হারাতে পারেন। সুতরাং এমনটা কখনই করবেন না।
কেননা বিয়ে শুধু একটা সামাজিক অনুমোদন নয় বরং দুটি মানব-মানবীর সারাজীবন এক সাথে কাটানো জন্য জীবন সঙ্গী হিসাবে পরস্পরকে কাছে পাবার একটা দরজা বিশেষ। যে দরজা দিয়ে প্রবেশ করা খু্বই সোজা। কিন্ত আমরাই এই কাজটি জটিল করে তুলি। সুতরাং আসুন সকল প্রকার জটিলতা পরিহার করে সচেতন ভাবে খুঁজে নেই নিজের মনের মানুষটিকে।
Be the first to know and let us send you an email when CTG Shadi.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
CTG SHADI.COM is a national matrimonial web portal founded 1st September 2018 under a renowned group of company, aimed at fulfilling the needs of Bangladeshis both at home. It is designed to provide its members a secured and private environment to find their ultimate life partners by providing them a trusted source of genuine people trying to find their soul mates.
The platform CTG SHADI.COM allows members to search, communicate, interact and finally find the right person for them or their loved ones. We at CTG SHADI.COM believe that marriages are made in heaven and we only intend in realizing those dreams. It is a site for the generation of today and the future.
We believe in the importance of making the right choice, for a marriage to last. In this age of Information Technology, this decision needs to be made on the basis of sound information.
CTG SHADI.COM is founded on the main objective to provide its members with a secured environment and expanded opportunities in finding their potential life partners thus helping them in making the right choice.
Basing on this we are striving to provide a world class service.
CTG SHADI.COM ultimately aims at providing you with a complete event management of your marriage for you leaving you with the option of only clicking your choices Of course the principal choice of finding out your life partner will remain with you while the rest will be for us to do.