Suman Chowdhury

Suman Chowdhury Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Suman Chowdhury, Digital creator, Chittagong.

"Empower your learning journey with ARC Teaching Home—delivering excellence in Mathematics, Accounting, ICT, and English through interactive online courses designed to inspire, educate, and transform your academic potential."

আজ অনুষ্ঠিত  পরমাণু শক্তি কমিশন এর সকল পদের পরীক্ষার Full প্রশ্নে সমাধান।
27/09/2025

আজ অনুষ্ঠিত পরমাণু শক্তি কমিশন এর সকল পদের পরীক্ষার Full প্রশ্নে সমাধান।

26/09/2025

জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৫ এর ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ। ফরম পূরণ ফি ৪০০ টাকা। বিস্তারিত কমেন্টে....

মিনিস্ট্রি অডিট'-এর নামে শিক্ষক হয়রানি ও ঘুষ দাবি'দৈনিক আমাদের বার্তা' পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, এমপিওভুক্ত শিক্ষা প্র...
26/09/2025

মিনিস্ট্রি অডিট'-এর নামে শিক্ষক হয়রানি ও ঘুষ দাবি
'দৈনিক আমাদের বার্তা' পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের জন্য 'মিনিস্ট্রি অডিট' এক আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে।

পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) কিছু কর্মকর্তা নিজেদের 'শিক্ষা মন্ত্রণালয়ের অডিটর' পরিচয় দিয়ে শিক্ষকদের হয়রানি করছেন এবং মোটা অঙ্কের ঘুষ দাবি করছেন বলে অভিযোগ উঠেছে।

ঘটনার সংক্ষিপ্ত বিবরণ:
প্রতিবেদনে ফিরোজ হোসেন নামক ডিআইএ-এর এক কর্মকর্তার কথা উল্লেখ করা হয়েছে। তিনি সম্প্রতি বগুড়ায় দশটি শিক্ষা প্রতিষ্ঠান অডিট করার জন্য যান। সেখানে তিনি প্রতিষ্ঠান প্রধানদের একটি মোটেলের মিটিংয়ে ডেকে নির্দিষ্ট অঙ্কের টাকা ঘুষ হিসেবে দাবি করেন। এই ঘটনাটি পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

হয়রানির কৌশল:
অভিযোগ অনুযায়ী, ডিআইএ-এর কর্মকর্তারা তাদের ভিজিটিং কার্ডে 'শিক্ষা মন্ত্রণালয়ের অডিটর' পরিচয় ব্যবহার করেন। 'মিনিস্ট্রি অডিট' শব্দটি ব্যবহার করে তারা শিক্ষকদের মধ্যে ভয় ও আতঙ্ক সৃষ্টি করেন, যার ফলে ঘুষ আদায় করা সহজ হয়। এই চাপের মুখে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা বিপুল পরিমাণ টাকা দিতে বাধ্য হন।

প্রতিক্রিয়া ও পরিণতি:

ভীতি: হয়রানির শিকার হওয়া শিক্ষকরা ভয়ে নিজেদের নাম-পরিচয় প্রকাশ করতে চান না।
দায় স্বীকার: ডিআইএ-এর একাধিক কর্মকর্তা ফিরোজ হোসেন যে তাদেরই কর্মী, তা নিশ্চিত করেছেন।
যোগাযোগে ব্যর্থতা: অভিযুক্ত কর্মকর্তার সাথে পত্রিকাটির পক্ষ থেকে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এটা শিক্ষাখাতে একটি ভয়ঙ্কর দুর্নীতির চিত্র , যেখানে সরকারি পদের অপব্যবহার করে নিরীক্ষার নামে শিক্ষকদের কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায় করা হচ্ছে। এর ফলে সাধারণ শিক্ষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ও মানসিকভাবে বিপর্যস্ত হচ্ছেন।

✍️ প্যারাগ্রাফ লেখার কৌশল  ভালো প্যারাগ্রাফ লিখতে এমন কিছু নিয়ম মাথায় রাখো:Introduction (প্রারম্ভিক অংশ)প্রথম ১–২ বাক্য...
26/09/2025

✍️ প্যারাগ্রাফ লেখার কৌশল

ভালো প্যারাগ্রাফ লিখতে এমন কিছু নিয়ম মাথায় রাখো:

Introduction (প্রারম্ভিক অংশ)
প্রথম ১–২ বাক্যে বিষয়টিকে পরিচয় করাও — মূল ভাব নির্দেশ করবে।

Body (মধ্যভাগ)
বিষয়টির বিবরণ দাও — কি হচ্ছে, কেন হচ্ছে।
কারণ ও উদাহরণ যোগ করো — কথাগুলোকে বিশ্বাসযোগ্য করে তুলবে।

ভালোভাবে যুক্তি সাজাও — একটি পয়েন্ট থেকে আরেক পয়েন্টে স্লিপ না হওয়া উচিত।

Conclusion (উপসংহার)
শেষ ১ বাক্যে সারাংশ বলো এবং প্রয়োজন হলে একটি সুপারিশ বা ভবিষ্যৎ দিকনির্দেশ দাও।
সিমিলার (Similar) শব্দ, transición শব্দ ব্যবহার করা
যেমন: moreover, however, in addition, nevertheless ইত্যাদি শব্দ ব্যবহারে প্যারাগ্রাফের প্রবাহ ভালো হবে।
শুদ্ধতা ও ভাণ্ডার
– বানান ভুল করবেন না।
– সরল ভাষায় লেখা ভালো।
– অর্থবোধক এবং প্রাসঙ্গিক শব্দ ব্যবহার করো।

প্রিয় শিক্ষার্থী এসএসসি ২০২৬ সালের ইংরেজি বিষয়ের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ সলিউশন এবং সাজেশন নিচে দিচ্ছি। সঠিক ...
26/09/2025

প্রিয় শিক্ষার্থী এসএসসি ২০২৬ সালের ইংরেজি বিষয়ের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ সলিউশন এবং সাজেশন নিচে দিচ্ছি। সঠিক প্রস্তুতির জন্য এগুলো ভালোভাবে অনুশীলন করো।

📝 গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ

The Uses and Abuses of Internet

Environment Pollution / Air Pollution / Water Pollution

Drug Addiction

Global Warming / Climate Change

My Favourite Book / A Book Fair / Visiting a Book Fair

Importance of Learning English

Traffic Jam / Road Accidents

Deforestation

Social Media and Its Impact

The Uses and Abuses of Mobile Phones

Tree Plantation / Afforestation

Noise Pollution

Life in City vs Village

My Ambition / Future Plan

The Importance of Time

📢 ২০২৫ সালের অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষার রুটিন প্রকাশিতঅবশেষে বহু প্রতীক্ষার পর প্রকাশ হলো এ বছরের অষ্টম শ্রেণ...
26/09/2025

📢 ২০২৫ সালের অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষার রুটিন প্রকাশিত
অবশেষে বহু প্রতীক্ষার পর প্রকাশ হলো এ বছরের অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষার রুটিন। পরীক্ষার্থীদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর।
🗓️ পরীক্ষার সময়সূচি
শুরু: ২১ ডিসেম্বর ২০২৫
শেষ: ২৪ ডিসেম্বর ২০২৫
সময়: প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা
📚 বিষয়ভিত্তিক রুটিন
২১ ডিসেম্বর: বাংলা
২২ ডিসেম্বর: ইংরেজি
২৩ ডিসেম্বর: গণিত
২৪ ডিসেম্বর: বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয়
⚡ গুরুত্বপূর্ণ নির্দেশনা
প্রতিটি পরীক্ষা ৩ ঘণ্টা করে অনুষ্ঠিত হবে।
বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয়—দুটি অংশে ভাগ করে পরীক্ষা নেওয়া হবে (প্রত্যেক অংশ ১ ঘণ্টা ৩০ মিনিট)।
পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হতে হবে।
প্রবেশপত্র অবশ্যই পরীক্ষা শুরুর ৭ দিন আগে প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করতে হবে।
মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস পরীক্ষাকক্ষে সম্পূর্ণ নিষিদ্ধ।
বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা অতিরিক্ত ৩০ মিনিট সময় পাবেন।
👉 প্রিয় শিক্ষার্থীরা, সময় নষ্ট না করে এখনই শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে ফেলো। তোমাদের মেধা আর পরিশ্রমই এনে দেবে সাফল্য।

📢 গুরুত্বপূর্ণ ঘোষণা২০২৬ সালের এসএসসি/সমমান পরীক্ষার্থীদের জন্য একটি নতুন পরিবর্তন আসছে।বাংলা, আইসিটি এবং ফিন্যান্স ও ব্...
26/09/2025

📢 গুরুত্বপূর্ণ ঘোষণা
২০২৬ সালের এসএসসি/সমমান পরীক্ষার্থীদের জন্য একটি নতুন পরিবর্তন আসছে।
বাংলা, আইসিটি এবং ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ে প্রশ্ন কাঠামো ও নম্বর বিভাজনে আংশিক সংশোধন আনা হয়েছে।
এই পরিবর্তনের কারণে পরীক্ষার্থীদের প্রস্তুতিতে কিছুটা ভিন্ন কৌশল গ্রহণ করতে হবে। তাই যারা আগামী পরীক্ষায় অংশ নেবে, তাদের জন্য এই তথ্য জানা অত্যন্ত জরুরি।
🔖 নিচে মূল বিজ্ঞপ্তিটি সংযুক্ত করা হলো।
(বিজ্ঞপ্তি পড়ুন এবং নিজের পড়াশোনায় নতুন পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যান)










📩 Gmail ইনবক্স ভর্তি হয়ে যাচ্ছে অপ্রয়োজনীয় সাবস্ক্রাইবড ইমেইলে?প্রতিদিনই কত অজানা জায়গা থেকে ইমেইল আসে—নিউজলেটার, প্রোমো...
20/09/2025

📩 Gmail ইনবক্স ভর্তি হয়ে যাচ্ছে অপ্রয়োজনীয় সাবস্ক্রাইবড ইমেইলে?
প্রতিদিনই কত অজানা জায়গা থেকে ইমেইল আসে—নিউজলেটার, প্রোমোশন, অফার, সার্ভিস আপডেট—যেগুলো আপনার কোনো দরকার নেই। এগুলো শুধু ইনবক্স নোংরা করে, দরকারি ইমেইল খুঁজে পাওয়া কষ্টকর করে তোলে।
এখন সুখবর হচ্ছে—এক ক্লিকেই সব ঝামেলা থেকে মুক্তি পেতে পারবেন!
👉 এই লিঙ্কে যান: mail.google.com/mail/
লিঙ্কে ঢুকলেই আপনার Gmail অ্যাকাউন্টে যত সাবস্ক্রিপশনে যুক্ত আছেন, তার সম্পূর্ণ লিস্ট একসাথে চোখের সামনে চলে আসবে। আলাদা আলাদা করে খুঁজে বের করার ঝামেলা নেই—সব এক জায়গায়।
✅ এরপর যা করবেন:
লিস্ট থেকে দেখুন কোন সার্ভিসগুলো আপনার প্রয়োজন নেই
এক ক্লিকে সেগুলো থেকে Mass Unsubscribe করুন
কয়েক মিনিটের মধ্যেই ইনবক্স হয়ে উঠবে একদম পরিষ্কার ও গোছানো
✨ সুবিধা কী?
দরকারি ইমেইল সহজে খুঁজে পাবেন
ইনবক্স হালকা হবে, কোনো অপ্রয়োজনীয় নোটিফিকেশন থাকবে না
কাজের ইমেইল মিস হয়ে যাওয়ার ঝুঁকি কমে যাবে
একবার ব্যবহার করে দেখুন, বুঝবেন—Gmail ইনবক্স মেইনটেইন করা আসলে কতটা সহজ!
👉 পোস্টটি আপনার বন্ধুদের সাথেও শেয়ার করুন। তাদেরও ইনবক্স হালকা হতে সাহায্য করুন।










এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণকে প্রতি মাসে ২৩ তারিখের মধ্যে বেতন বিল অনলাইন MPO EFT এর মাধ্যমে সাবমিট করতে হবে...
17/09/2025

এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণকে প্রতি মাসে ২৩ তারিখের মধ্যে বেতন বিল অনলাইন MPO EFT এর মাধ্যমে সাবমিট করতে হবে।
#বিজ্ঞপ্তি

17/09/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars – they help me earn money to keep making content that you love.

Whenever you see the Stars icon, you can send me Stars.

17/09/2025

শিক্ষার্থী মানে শুধু পড়া নয়, ভালো মানুষ হওয়ার প্রস্তুতিও।

Address

Chittagong
4363

Alerts

Be the first to know and let us send you an email when Suman Chowdhury posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Suman Chowdhury:

Share