Suman Chowdhury

Suman Chowdhury Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Suman Chowdhury, Digital creator, Chittagong.

"Empower your learning journey with ARC Teaching Home—delivering excellence in Mathematics, Accounting, ICT, and English through interactive online courses designed to inspire, educate, and transform your academic potential."

Stop just discussing AI agents. Learn to build them with these FRƐƐ coursesCollected
25/10/2025

Stop just discussing AI agents.
Learn to build them with these FRƐƐ courses
Collected

কবিতা: "শিক্ষকের প্রাপ্য কোথায়?"✍️ সুমন চৌধুরীচকে লিখে স্বপ্ন আঁকে, ছেলেমেয়ের মন,তবু তার ঘরে আজও জ্বলে না আলোবন।বই আর খা...
25/10/2025

কবিতা: "শিক্ষকের প্রাপ্য কোথায়?"
✍️ সুমন চৌধুরী

চকে লিখে স্বপ্ন আঁকে, ছেলেমেয়ের মন,
তবু তার ঘরে আজও জ্বলে না আলোবন।
বই আর খাতার ভিড়ে, সময় তার ক্ষয়,
কিন্তু শেষে প্রশ্ন থাকে— প্রাপ্য তার কয়?

বেতন শুরু বারো হাজার, ভাড়া মাত্র এক,
পাঁচশো টাকায় চিকিৎসা, হাসে সমাজ দেখ।
বাজারে ডিমের দাম শুনে মুখ শুকিয়ে যায়,
তবু সে বলে— শিক্ষা দানই আমার দায়।

ক্লাস শেষে টিউশন করে চালায় সংসার,
বাচ্চার বই কিনতে গিয়ে ভাবে বারবার।
জাতি গড়ার কারিগর, তবু সে নিরাশ,
তার ঘামে সোনা ফলে, তবু পকেট ফাঁস।

বেসরকারি শিক্ষক যেন অবহেলার ছায়া,
সরকারি সমকক্ষ পায় না কভু মায়া।
প্রমোশন আসে না, বছর যায় বছর,
প্রাপ্য তার অধিকার হয় কেবল কাগজভর।

চলে সভা, চলে আলোচনা, দেয় কেউ প্রতিশ্রুতি,
তবু মেলে না ন্যায্য বেতন, থাকে শুধু ভ্রূকুটি।
পেনশন বলে কিছু নেই, স্বপ্ন সব ফুরায়,
প্রশ্ন রেখে যায় শিক্ষক— প্রাপ্য আমার কোথায়?

🌿 ভাবার্থ:

এই কবিতায় বেসরকারি শিক্ষকদের দুঃখ-কষ্ট ও বাস্তব জীবনের বৈষম্য তুলে ধরা হয়েছে।
শিক্ষকরা সমাজের আলোকিত মানুষ গড়েন, কিন্তু নিজেরা আর্থিক অনটন ও অবমূল্যায়নের মধ্যে জীবন কাটান।
তাদের বেতন খুব কম, চিকিৎসা ও বাড়ি ভাতাও অপ্রতুল, তাই পরিবার চালাতে হয় কষ্টে কষ্টে।
সরকারি শিক্ষকদের মতো সুযোগ-সুবিধা তারা পান না, পদোন্নতি ও পেনশন থেকেও বঞ্চিত হন।
শেষে কবিতায় প্রশ্ন তোলা হয়েছে— এত ত্যাগ ও পরিশ্রমের পরও শিক্ষকের প্রাপ্য মর্যাদা ও ন্যায্য অধিকার কোথায়?





















Maths Tips
25/10/2025

Maths Tips

Square Numbers
25/10/2025

Square Numbers

এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শূন্যপদে চাহিদা দেওয়ার পূর্বেই রেজিস্ট্রেশন করতে হবে। ই-রেজিস্ট্রেশন ছাড়া শুন্যপদের তথ্য দ...
25/10/2025

এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শূন্যপদে চাহিদা দেওয়ার পূর্বেই রেজিস্ট্রেশন করতে হবে। ই-রেজিস্ট্রেশন ছাড়া শুন্যপদের তথ্য দেওয়া যাবে না।
২৩/১০/২০২৫ হইতে ০৫/১১/২০২৫ এর মধ্যেই-রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে হবে।

25/10/2025

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকগণের নিবন্ধন সনদ যাচাই সংক্রান্ত নির্দেশনা

25/10/2025

Prepositions with Most Popular Verbs

25/10/2025

Symbols Names List

16/10/2025

গত ২০ বছরের রেকর্ড ভেঙে এবারের এইচএসসি-তে ৫ লাখের বেশি শিক্ষার্থী ফেল!
অধিকাংশই ইংরেজিতে খারাপ করেছে।

16/10/2025

২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার বোর্ডভিত্তিক পাসের হার

এইচএসসির ফল প্রকাশ, সারাদেশে পাশের হার ৫৮.৮৩ শতাংশ
16/10/2025

এইচএসসির ফল প্রকাশ, সারাদেশে পাশের হার ৫৮.৮৩ শতাংশ

২০২ শিক্ষাপ্রতিষ্ঠানের কেউ পাশ করেনি।চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর দেশের ৯টি সাধারণ ও ক...
16/10/2025

২০২ শিক্ষাপ্রতিষ্ঠানের কেউ পাশ করেনি।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর দেশের ৯টি সাধারণ ও কারিগরি এবং মাদরাসা বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ। এবং একজনও পাশ করেনি ২০২ শিক্ষাপ্রতিষ্ঠানে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় সব শিক্ষা বোর্ড থেকে একযোগে এ ফল প্রকাশ করা হয়। পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান, বোর্ডের ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন।

এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেন ১২ লাখ ৫১ হাজার ১১১ শিক্ষার্থী। তাদের মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ ছাত্রী। সারাদেশে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা হয়। তবে এ পরীক্ষায় প্রায় ২৭ হাজার শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

Address

Chittagong
4363

Alerts

Be the first to know and let us send you an email when Suman Chowdhury posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Suman Chowdhury:

Share