
23/09/2025
সবকিছু হারিয়ে ফেললেও যদি আল্লাহর উপর আস্থা থাকে, তবে তুমি কিছুই হারাওনি। কিন্তু সবকিছু পেয়েও যদি আল্লাহকে ভুলে যাও, তবে তুমি কিছুই পাওনি। জীবন এক পরীক্ষার ময়দান—কখনো সুখ, কখনো কষ্ট। আল্লাহ প্রতিটি ধৈর্যের বিনিময়ে পুরস্কার রাখেন। তুমি যখন চুপিচুপি কাঁদো, তিনি শুনেন; তুমি যখন কেবল মনে মনে চাও, তিনি জানেন। তাই মানুষ নয়, আল্লাহর সন্তুষ্টি অর্জনেই থাকুক তোমার সমস্ত প্রচেষ্টা 🥹😩🥀