Its Me Ahasan

Its Me Ahasan Don’t wait for the perfect moment,
take a moment and make it perfect.🫡🫡

আমি অকৃতী অধম ব'লেও তো, কিছু কম ক'রে মোরে দাও নি যা' দিয়েছ, তারি অযোগ্য ভাবিয়া কেড়েও তো কিছু নাওনি।তব আশীষ-কুসুম ধরি না...
10/09/2025

আমি অকৃতী অধম ব'লেও তো,
কিছু কম ক'রে মোরে দাও নি যা' দিয়েছ,
তারি অযোগ্য ভাবিয়া কেড়েও তো কিছু নাওনি।
তব আশীষ-কুসুম ধরি নাই শিরে পায়ে দ'লে গেছি,
চাহি নাই ফিরে তবু দয়া ক'রে কেবলি দিয়েছ প্রতিদান কিছু চাওনি।
আমি ছুটিয়া বেড়াই জানিনা কি আশে সুধা-পান ক'রে,
মরি গো পিয়াসে তবু,
যাহা চাই সকলি পেয়েছি তুমি তো কিছুই পাওনি
আমায় রাখিতে চাও গো,
বাঁধনে আঁটিয়া শতবার যাই বাঁধন কাটিয়া ভাবি, ছেড়ে গেছ,
ফিরে চেয়ে দেখি এক পা-ও ছেড়ে যাওনি।☺️☺️

যে ব্যক্তি নিয়মিত নামাজ আদায় করে না, নিয়মিত কুরআন তিলাওয়াত করে না, সে কখনো আত্মিক প্রশান্তি লাভ করে না। মানুষ সাধারণত তখ...
09/09/2025

যে ব্যক্তি নিয়মিত নামাজ আদায় করে না, নিয়মিত কুরআন তিলাওয়াত করে না, সে কখনো আত্মিক প্রশান্তি লাভ করে না। মানুষ সাধারণত তখনই ডিপ্রেশনে পড়ে, যখন সে মনে করে, তার কষ্টের কথা শোনার মতো কেউ নেই। কেউ নেই তার মাথায় একটু হাত বুলিয়ে দেবে। কেউ নেই তাকে একটু সান্ত্বনার বাণী শোনাবে। কেউ নেই তাকে বলবে, আছি তোমার পাশে। চিন্তা নেই তোমার। তখনই সে ডিপ্রেশনে পড়ে যায়। অথচ আল্লাহ তাআলা তাকে আগে থেকেই সান্ত্বনা দিয়ে রেখেছেন,
اَلَیۡسَ اللّٰہُ بِکَافٍ عَبۡدَہٗ
(আল্লাহ কি তাঁর বান্দার জন্য যথেষ্ট নন?)
সূরা যুমার, আয়াত : ৩৬

পৃথিবীতে বিচরণ করতে গিয়ে ☺️,,,,
05/09/2025

পৃথিবীতে বিচরণ করতে গিয়ে ☺️,,,,

সময় একটি নদীর মতো, একই জনকে তুমি দুবার স্পর্শ করতে পারবে না কারণ যে স্রোত চলে গেছে তা আর বয়ে যাবে না। তাই বর্তমানকে পুরো...
04/09/2025

সময় একটি নদীর মতো, একই জনকে তুমি দুবার স্পর্শ করতে পারবে না কারণ যে স্রোত চলে গেছে তা আর বয়ে যাবে না। তাই বর্তমানকে পুরোপুরি উপভোগ করা গুরুত্বপূর্ণ, কারণ প্রতিটি মুহুর্ত অনন্য এবং আবার আসবে না।☺️☺️

যে কেউ তোমার সামনে এমন গুণ বর্ণনা করে যা তোমার মধ্যে নেই, তাহলে এক সময় সে অবশ্যই এমন দোষ বর্ণনা করবে যা তোমার মধ্যে নেই।...
02/09/2025

যে কেউ তোমার সামনে এমন গুণ বর্ণনা করে যা তোমার মধ্যে নেই, তাহলে এক সময় সে অবশ্যই এমন দোষ বর্ণনা করবে যা তোমার মধ্যে নেই।

-ওহাব বিন মোনাব্বা রহমাতুল্লাহি আলাইহি

বই : তাম্বীহুল গাফেলীন, পৃষ্ঠা:৬৯

✅
01/09/2025

30/08/2025

লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সাঃ)

29/08/2025
বিটিভি চট্টগ্রাম সেন্টারে কিছু মুহুর্ত ☺️
28/08/2025

বিটিভি চট্টগ্রাম সেন্টারে কিছু মুহুর্ত ☺️

পৃথিবীতে মানুষ কাঁদতে কাঁদতে জন্মায়🙂অভিযোগ করতে করতে বাঁচে,,, আফসোস করতে করতে মৃত্যু বরণ করে😔
27/08/2025

পৃথিবীতে মানুষ কাঁদতে কাঁদতে জন্মায়🙂
অভিযোগ করতে করতে বাঁচে,,,
আফসোস করতে করতে মৃত্যু বরণ করে😔

Address

Chittagong

Telephone

+8801876814298

Website

Alerts

Be the first to know and let us send you an email when Its Me Ahasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Its Me Ahasan:

Share