T News Channel

T News Channel আল্লাহ এক এবং অদ্বিতীয় ~আল্লাহর উপর ভরসা রাখুন ~ ইনশাআল্লাহ ~ আল্লাহর উপর বিশ্বাস রাখলে জীবনে কোন বাধা বিপদ আপনাকে ধ্বংস করতে পারবে না ~
(6)

19/09/2025

চট্টগ্রাম আগ্রাবাদ এক্স-সেস রোডে আওয়ামী লীগের বি❞ক্ষোভ মিছিল -

#আওয়ামীলীগ #ছাত্রলীগ #যুবলীগ #বাংলাদেশ
#এনসিপি #জামায়াত #বিএনপি

19/09/2025

ড: ইউনুস এর যুক্তরাষ্ট্রের সফরে চার রাজনৈতিক দল কে সফল সঙ্গে হিসেবে নেওয়া তে রাজনৈতিক বিশ্লেষকরা কি বলছে -

চিন্তার বিষয়  -  Sultana
19/09/2025

চিন্তার বিষয় -

Sultana

২৩ মে ২০২৪, তারিখটি গুরুত্বপূর্ণ 👎
19/09/2025

২৩ মে ২০২৪, তারিখটি গুরুত্বপূর্ণ 👎

18/09/2025

জাতিসংঘ মহাসচিবকে পাঞ্জাবি পরানোর পর আরও ২ লাখ রোহিঙ্গা আসলো: গোলাম মাওলা রনি -

সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতি, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামীসহ সাতটি দলের আন্দোলন গণত...
18/09/2025

সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতি, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামীসহ সাতটি দলের আন্দোলন গণতন্ত্রের জন্য শুভ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, ‘আমার মনে হয়, এ ধরনের কর্মসুচির কোনো প্রয়োজন ছিল না। কারণ আলোচনা এখনো শেষ হয়নি। আলোচনা চলা অবস্থায় এই ধরনের কর্মসূচি সঠিক সিদ্ধান্ত নেওয়ার ব্যপারে শুভ নয়।

আলোচনা চলা অবস্থায় এই ধরনের কর্মসুচির মানে অহেতুক চাপ সৃষ্টি করা।’
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এদিন মির্জা ফখরুল সিঙ্গাপুর থেকে চিকিৎসা নিয়ে দেশের ফেরেন।

আলোচনার টেবিলে সমাধান হচ্ছে না বলেই রাজপথে যাওয়া হয়েছে, জামায়াতের সেক্রেটারি জেনারেলের এমন বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘আমার পাল্টা প্রশ্ন, এভাবে রাজপথে আসলে সমাধান হয়ে যাবে? আমরা এখন পর্যন্ত সবচেয়ে বড় রাজনৈতিক দল, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই।

আমরা এই পরিবর্তনের পর (৫ আগস্টের) এখন পর্যন্ত কোনো দাবিতে রাজপথে যাইনি।’
তিনি বলেন, ‘আলোচনার মাধ্যমেই সব কিছুর সমাধান করতে চাচ্ছি। আমার বিশ্বাস, এটা আলোচনার মাধ্যমেই শেষ হবে।’

পিআর নিয়ে তিনি বলেন, ‘এ বিষয়ে আমাদের অবস্থান পরিস্কার।

আমরা পিআরের পক্ষে নই। বাংলাদেশের পিআর এর কোনো প্রয়োজনীয়তা নেই। জুলাই সনদ নিয়ে আলোচনা চলছে। অনেক বিষয়ে আমরা একমত হয়েছি। এখানে যেটাই করা হোক, জনগণের সমর্থন সবচেয়ে বেশি প্রয়োজন।

তাদের সমর্থন আসে সংসদের মাধ্যমে।’
এসময় তিনি আরো বলেন, ‘আমরা কোনো রাজনৈতিক দলের নিষিদ্ধর পক্ষে নই।’

দেশের অনেক বিষয় দেশের বাইরে সিদ্ধান্ত হচ্ছে, এবারও কী এমনটা হতে পারে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের দেশের সিদ্ধান্ত আমাদের নিজেদেরই নিতে হবে। এটা আমামদের সমন্বিত ও ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমাদেরই নিতে হবে। আগেও আমরা নিজেরাই নিয়েছি, এ দেশের মানুষ নিয়েছে। বাইরের সিদ্ধান্তের কোনো প্রয়োজন নাই।’ শিগগিরই তারেক রহমান দেশে ফিরবেন বলেও জানান তিনি।

আগামী নির্বাচনে শেষ পর্যন্ত ইসলামী দলগুলোও জামায়াতের সঙ্গে থাকবে না বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক ডা. জাহেদ উর রহ...
18/09/2025

আগামী নির্বাচনে শেষ পর্যন্ত ইসলামী দলগুলোও জামায়াতের সঙ্গে থাকবে না বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক ডা. জাহেদ উর রহমান।

সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনে টক শোতে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি।

ডা. জাহেদ উর রহমান বলেন, ‘তারা চেষ্টা করছে পিআর পদ্ধতিতে নির্বাচনের ক্ষেত্রে যতজনকে সঙ্গে রাখা যায়, কিন্তু দিন শেষে ইসলামিস্ট দলগুলোও তাদের সঙ্গে থাকবে বলে আমি মনে করি না।’

তিনি বলেন, ‘আটটা দল তাদের সঙ্গে থাকার কথা ছিল, এর মধ্যে তিনটা দল আছে, যারা নন-ইসলামিস্ট—এবি পার্টি, গণ অধিকার পরিষদ ও এনসিপি তাদের সঙ্গে এখন নেই।

এরা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল।’
তিনি আরো বলেন, ‘ইতিহাসের খুবই গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্টে জামায়াত খুব অদ্ভুত সিদ্ধান্ত নেয়। ১৯৪৭ সালে এই ভূমির মানুষ পাকিস্তান চেয়েছিল, কিন্তু তারা ভারতের পক্ষে ছিল। ১৯৭১ সালে এই ভূমির মানুষ স্বাধীন হতে চেয়েছিল, তারা পশ্চিম পাকিস্তানের পক্ষে থেকে অপরাধ করেছে।

তাদের একটা আন্দোলনকে সমর্থন করি সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন। আমি মনে করি, একটা একটা ভেলিড আন্দোলন ছিল।’
এই রাজনৈতিক বিশ্লেষক বলেন, ‘নির্বাচনী প্রচারণায় জামায়াত একটা মারাত্মক ভুল করছে। নিম্নকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি নিয়ে যেভাবে তারা মাঠে যাচ্ছে, এটার খারাপ প্রভাব পড়বে।

এটা হবে না। আসলে তারা এটা নিয়ে অনেক বেশি কথা বলে ফেলেছে তাই তারা ফিরেও আসতে পারছে না, এটা তাদের জন্য দুর্যোগ ডেকে আনবে। এটা যদি তারা নির্বাচনী প্রচারণার কৌশল হিসেবে করে থাকে—এটা অত্যন্ত ভুল একটা কৌশল।’

18/09/2025

ঢাকায় প্রতিদিন চার থেকে পাঁচ বার বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের বিশাল মিছিল হচ্ছে ~

18/09/2025

জয় বাংলা স্লোগানে মুখরিত রাজধানী ঢাকায় 🇧🇩

18/09/2025

বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান জনগণের উদ্দেশ্যে যা বললেন

18/09/2025

আ লীগের নেতা কর্মীদের বাসা ভাড়া না দিতে পু*লিশের মাই কিং

゚viralシ

আসিফফ ভাইইই😞আসিফ ভাই এমনটা না করলেও পারতো।  #যা_না_হলেও_পারতো
17/09/2025

আসিফফ ভাইইই😞
আসিফ ভাই এমনটা না করলেও পারতো।

#যা_না_হলেও_পারতো

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when T News Channel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share