BNP Bangladesh 07

BNP Bangladesh 07 This is my new official page everyone will support it this is my real id

06/09/2025
❝সংগ্রাম,সাফল্য, গৌরবের ৪৭ বছর❞বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাটোর জেলা বিএনপি ও সকল ...
06/09/2025

❝সংগ্রাম,সাফল্য, গৌরবের ৪৭ বছর❞

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাটোর জেলা বিএনপি ও সকল অংঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের র‍্যালি ও সমাবেশ।
১ সেপ্টেম্বর ২০২৫, সোমবার

05/09/2025

❝সংগ্রাম,সাফল্য, গৌরবের ৪৭ বছর❞

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাটোর জেলা বিএনপি ও সকল অংঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের র‍্যালি ও সমাবেশ।
২০২৫,

হাসিনা দেশ থেকে পালিয়েছে ঠিকই, কিন্তু শয়তানি ছাড়েনি। ভারতে বসে গোলমাল করাচ্ছে।মির্জা ফখরুল ইসলাম আলমগীর০৫ সেপ্টেম্বর ২০২...
05/09/2025

হাসিনা দেশ থেকে পালিয়েছে ঠিকই, কিন্তু শয়তানি ছাড়েনি। ভারতে বসে গোলমাল করাচ্ছে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
০৫ সেপ্টেম্বর ২০২৫

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় হাইকোর্টের খালাস আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দায়ের করা আপিল খারিজ করে দিয়েছে সুপ্রিম ক...
04/09/2025

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় হাইকোর্টের খালাস আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দায়ের করা আপিল খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
এর ফলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ অন্যান্য অভিযুক্তরা চূড়ান্তভাবে নির্দোষ প্রমাণিত হলেন।

আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর ২০২৫) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ছয় সদস্যের বেঞ্চ সর্বসম্মতিক্রমে এই রায় ঘোষণা করেন।

আমি তারেককে ভালবাসি-এমাজউদ্দীন আহমদতারেক রহমানকে আমি দেখি একজন শিক্ষকের দৃষ্টি দিয়ে। ভাল ছেলে। বিনয়ী, সদাশয়, মৃদুভাষী। ন...
03/09/2025

আমি তারেককে ভালবাসি
-এমাজউদ্দীন আহমদ

তারেক রহমানকে আমি দেখি একজন শিক্ষকের দৃষ্টি দিয়ে। ভাল ছেলে। বিনয়ী, সদাশয়, মৃদুভাষী। নন্দিত জাতীয় নেতা বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান। নেতা-নেত্রীর কাতারে বুদ্ধিদীপ্ত অগ্রগামী তারুণ্যের প্রতীক। দীর্ঘজীবী হোক এই কামনা প্রতি মুহূর্তের।

তাকে চিনি দীর্ঘদিন ধরে। কোন আলোচনা সভা বা সেমিনারে নয় বরং ঘরোয়া পরিবেশে। সুশীল তরুণ হিসাবে। তার বক্তব্য ঋজু। চিন্তা-ভাবনা সুস্পষ্ট। কৃত্রিমতা এখনো তাকে স্পর্শ করেনি। স্পর্শ করেনি দুর্বুদ্ধিপ্রসূত কোন জটিলতা। সম্ভবত এ কারণে তারেকের বন্ধু যতজন, শত্রু ও প্রায় ততজন। অমিত সম্ভাবনাময় জীবনের অধিকারী এই তরুণের প্রতি তাই আমার উপদেশে অত্যন্ত সতর্কতার সাথে পথ চলতে হবে। যিনি সবকিছু বিসর্জন দিয়ে অন্যের কথা ভাবেন, অন্যের জন্যে কাজ করেন, অন্যেরা হয়ে পড়েন তারই অতি আপন। তার ঘনিষ্ঠ আত্মীয়। তার খুব কাছের মানুষ। লর্ড এ্যাক্টন ভাবুকদের মহলে খুব পরিচিত একটা নাম। তিনি খুব বেশি লেখালেখি করেননি, কিন্তু যে ক’টা লেখা লিখেছেন তা খুব জনপ্রিয় হয়েছিল। একটি লেখায় তার বক্তব্য ছিল: ‘ক্ষমতার একটি বিষক্রিয়া রয়েছে এবং নিরঙ্কুশ ক্ষমতার বিষক্রিয়া সর্বব্যাপক।’ কিন্তু যে যোগ্য ব্যক্তি ক্ষমতা অথবা অর্থবিত্তের উপেক্ষা করে চলেন, ক্ষমতা অথবা অর্থবিত্ত তার পেছনেই ছোটে। তারেক রহমানকে একথা বলছি এ জন্যে যে, তার পিতা রাষ্ট্রক্ষমতা সম্পর্কে নিরাসক্ত ছিলেন বলেই তারই অজ্ঞাতে এবং অনিচ্ছায়, ১৯৭৫ সালের ৭ নবেম্বরে ক্ষমতার শূন্যতা পূরণে তাঁকেই দায়িত্ব গ্রহণ করতে হয় স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের। বেগম খালেদা জিয়া প্রচুর অনুনয়-বিনয়ের পরেই রাজি হন বিএনপির হাল ধরতে, কিন্তু তিনিই তো সবচেয়ে দীর্ঘকাল প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশের সেবা করেছেন।

এদেশের লাখো কোটি মানুষ চায় তারেক রহমানের জীবন সফল হোক। আমিও তাদের একজন। তার পথের দু পাশে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে অসংখ্য কণ্টক। এসবকে এড়িয়ে চলতে হবে তাকে, আর খুঁজে পেতে হবে সৎ, সাহসী, সৃজনশীল বান্ধবদের। জাগ্রত রাখতে হবে সর্বক্ষণ তার বিবেককে। বুদ্ধির পরিবর্তে প্রজ্ঞার নির্দেশ মেনে চলতে হবে। মস্তিষ্কের চেয়ে অন্তকরণের নির্দেশনাই এদেশে অধিক কার্যকর হয়েছে, সবসময়। তারও পথনির্দেশনা দিক তার বিবেক, তার অন্তঃকরণ।

লেখক : প্রফেসর, রাষ্ট্রবিজ্ঞানী, সাবেক ভাইস চ্যান্সেলর, ঢাকা বিশ্ববিদ্যালয়।

আলহামদুলিল্লাহ 🌾🌾✌️✌️চট্টগ্রাম ৮ আসন নির্বাচনী এলাকার অভিভাবক Abu Sufian Ctg an Ctg ভাইজান 💖
02/09/2025

আলহামদুলিল্লাহ 🌾🌾✌️✌️
চট্টগ্রাম ৮ আসন নির্বাচনী এলাকার অভিভাবক Abu Sufian Ctg an Ctg ভাইজান 💖

01/09/2025
01/09/2025
❝দুঃশাসনের যন্ত্র নয়, নিষ্পেষণের মন্ত্র নয়, অবরুদ্ধ গণতন্ত্র নয়, স্বাধীন সার্বভৌম থাকবে দেশটা, এই লক্ষ্যেই বিএনপি'র প্রত...
01/09/2025

❝দুঃশাসনের যন্ত্র নয়, নিষ্পেষণের মন্ত্র নয়, অবরুদ্ধ গণতন্ত্র নয়, স্বাধীন সার্বভৌম থাকবে দেশটা, এই লক্ষ্যেই বিএনপি'র প্রতিষ্ঠা।❞

-শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম)।

30/08/2025

বাংলাদেশ বিএনপি সমাবেশ 😃🌾🌾

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when BNP Bangladesh 07 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BNP Bangladesh 07:

Share