
13/06/2025
" Trekking is a Philosophy, not a Destination Wedding'. সর্বাগ্রে এই মূল্যবান মানব জনম ।
প্রিয় শুভানুধ্যায়ী ও পাঠক জিওগ্রাফিকা ,
পাহাড়ে অভিযান নিয়ে জিওগ্রাফিকার লেখক ও শুভার্থী ফরহান জামান Forhan Zaman ভাইয়ের স্মৃতিচারণ ও বিশ্লেষণ । আশা রাখি লেখাটির মধ্যে অন্তর্নিহিত উনার অনুভুতি ও অভিজ্ঞতা সকল অভিযাত্রীদের সহায়ক হবে ।
বহুদিন পর ফিরেছিলাম নিজেদের ভালোবাসার বান্দরবানে। কোনো ট্যুর অপারেটরের সাথে নয়, নিজেরা নিজেরাই। কোনো সুনির্দিষ্ট প্ল্যান নিয়েও নয়, শুধুই নিজেরা নিভৃতে কিছু ভালো সময় কাটানোর প্রত্যাশায়। ঠিক সোনালী অতীতের মতোই।
সিন্ডিকেটের জাল ছিড়ে বেরিয়েই দেখি শত শত মানুষ, আর ওদের হাতের ঝোলা দিয়ে বেরিয়ে আছে হাজার হাজার মুরগীর মুখ, আর কোটি কোটি ডিম! পালাবো! না থাক, এসেছি যখন ঘুরেই যাই।
ঘুরেই এলাম। নিজেদের সাথে মুরগী নেই, খাবার ইচ্ছাও নেই। পাছে কেউ গরীব ভাবে, তাই সব জনপ্রিয় পাড়া এড়িয়েই চললাম।
তবে পুরোপুরি রক্ষা হলো না। একটি ঝিরিতে প্রলয় সম্ভাবনা দেখে এমন এক পাড়াতে আশ্রয় নিলাম যেখানে সারারাত উপহার পেয়েছি বেসুরো গলার গান, উচ্চস্বরে অনর্গল করে যাওয়া ঘরের হাড়ির গল্প, পোর্টেবল স্পীকারে বাজতে থাকা হিন্দি গান।
বিরক্ত হয়ে ভ্রমণ সংক্ষিপ্ত করে দুইদিন আগেই বেরিয়ে এলাম লোকালয়ে। দিব্যি কেটেছি, আপাতত আর ওমুখো হচ্ছি না।
কারণ?
পাহাড় আর আমাদের পাহাড় নেই...পাহাড় এখন শত শত ব্যাগ থেকে বেরিয়ে থাকা হাজার হাজার মুরগী, আর কোটি কোটি ডিমদের। সংখ্যাগরিষ্ঠ হিসেবে ওরাই সুখে থাক।
দায়িত্ববোধ থেকে ৩'টি কথা বলে যাইঃ
১. আমাদের ছোট দলে মুরগী বা ডিম না থাকলেও ছিল ঝিরি নিরাপদে পাড়ি দেওয়ার সরঞ্জাম।
২. ট্যাগ করা নামগুলো দেখুন। একটি ঝিরি পেরিয়ে যেতে যেখানে এই দলের সময় লেগেছে দুই ঘন্টার কম - সেখানে ফিরতে লেগেছে প্রায় ৪ ঘন্টা।
৩. একদিন আগেভাগেই থামা প্রসঙ্গে এক টিমম্যাটকে বলেছি, 'Trekking is a Philosophy, not a Destination Wedding'.
কোনো?
সর্বাগ্রে এই মূল্যবান মানব জনম।
copyright Forhan Zaman