Katirhat Cable Network-KCN-Officials

Katirhat Cable Network-KCN-Officials শতভাগ সেবার প্রতিশ্রুতিতে বদ্ধপরিকর।

14/05/2025

প্রচণ্ড গরমে WiFi ব্যবহারকারীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ করণীয় নিচে দেওয়া হলো, যা ইন্টারনেট সংযোগ বজায় রাখতে এবং রাউটারকে সুরক্ষিত রাখতে সাহায্য করবে:
_________________________________________

✳️ রাউটার ঠান্ডা ও বাতাস চলাচলের জায়গায় রাখুন
রাউটারকে এমন জায়গায় রাখুন যেখানে সরাসরি সূর্যের আলো পড়ে না এবং বাতাস চলাচল করে। সরাসরি রোদ বা তাপ উৎসের কাছে রাখবেন না।

✳️হিট জেনারেটিং ডিভাইস (যেমন ফ্রিজ, ওভেন) থেকে দূরে রাখুন।

✳️অতিরিক্ত তাপমাত্রায় রাউটার বন্ধ রাখুন
যদি দীর্ঘ সময় ইন্টারনেট ব্যবহার না করেন, তাহলে রাউটার বন্ধ রাখুন যাতে এটি অতিরিক্ত গরম না হয়।

✳️রাউটার রিস্টার্ট করলে অতিরিক্ত হিট কমে যায় এবং কার্যক্ষমতাও ভালো হয়।

✳️পাওয়ার সাপ্লাই চেক: গরমে পাওয়ার অ্যাডাপ্টার অতিরিক্ত গরম হতে পারে। নিয়মিত চেক করুন এবং প্রয়োজনে বদলান।

✳️UPS বা ভোল্টেজ স্ট্যাবিলাইজার ব্যবহার করুন
প্রচণ্ড গরমে বিদ্যুৎ ওঠানামা করলে রাউটার নষ্ট হতে পারে, তাই UPS বা স্ট্যাবিলাইজার ব্যবহার করুন।

✳️রাউটারের ফার্মওয়্যার আপডেট রাখুন
ফার্মওয়্যার আপডেট করলে তাপজনিত সমস্যা কম হয় এবং রাউটার ভালোভাবে কাজ করে।

✳️ অপ্রয়োজনীয় ডিভাইস কানেকশন বন্ধ রাখুন
বেশি ডিভাইস কানেক্টেড থাকলে রাউটার বেশি চাপ ফেলে ও গরম হতে পারে, তাই যেগুলো দরকার নেই সেগুলো ডিসকানেক্ট করুন।

✳️ রাউটারের ধুলো পরিষ্কার করুন
ধুলো জমলে হিট সিঙ্ক ঠিকভাবে কাজ করে না, ফলে রাউটার অতিরিক্ত গরম হয়। নিয়মিত পরিষ্কার করুন।

✳️রাউটারের চারপাশে পর্যাপ্ত জায়গা রাখুন যাতে তাপ বাইরে যেতে পারে। প্রয়োজনে ছোট ফ্যান বা কুলিং প্যাড ব্যবহার করুন।

08/12/2024

আসসালামু আলাইকুম
সম্মানিত গ্রাহকবৃন্দ
আমাদের মেইন লিংক কাটা পড়ার কারণে ওয়াইফাই কানেকশন সাময়িক বন্ধ হওয়াতে আন্তরিক দু:খ প্রকাশ করছি।
একটু আগে মেইন লিংক আপ হয়েছে, এখন থেকে আপনারা নিরবচ্ছিন্ন ভাবে দেশ বিদেশে যোগাযোগ করতে পারবেন।
ধন্যবাদান্তে
কেসিএন পরিবার।

প্রিয় এলাকাবাসী একটু আগে দুষ্কৃতকারীরা NZ ক্লাবের পেছনে আমাদের KCN ওয়াইফাই সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে, দুষ্কৃতকারীদের কে...
11/08/2024

প্রিয় এলাকাবাসী একটু আগে দুষ্কৃতকারীরা NZ ক্লাবের পেছনে আমাদের KCN ওয়াইফাই সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে, দুষ্কৃতকারীদের কেউ দেখে থাকলে আমাদের ইনফর্ম করার জন্য অনুরোধ করছি।

04/08/2024

প্রিয় গ্রাহক,
আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, সমগ্র বাংলাদেশের চলমান অস্থিতিশীল পরিস্থির কারনে যে কোনো সময়
পূর্বের ন্যায় ইন্টারনেট সেবা ব্যাহত হতে পারে। ইতোমধ্যে আমরা এসোসিয়েশনের মাধ্যমে বিষয়টি অবহিত হয়েছি।
অতএব এমতাবস্থায় আমরাসহ দেশের সকল ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান যার যার গ্রাহকদের পূর্ব সচেতন করার
জন্য অনুরোধ জানাচ্ছি।

দেশ-বিদেশে প্রিয়জনের সাথে কথা বলুন নিশ্চিন্তে ___
28/07/2024

দেশ-বিদেশে প্রিয়জনের সাথে কথা বলুন নিশ্চিন্তে ___

কাটিরহাট ক্যাবল নেটওয়ার্ক কর্তৃক আয়োজিত ফুটবল প্রীতি ম্যাচ ___মুরাদ তালুকদার বাড়ি ফুটবল একাদশ                   বনাম রজক...
26/07/2024

কাটিরহাট ক্যাবল নেটওয়ার্ক কর্তৃক আয়োজিত
ফুটবল প্রীতি ম্যাচ ___
মুরাদ তালুকদার বাড়ি ফুটবল একাদশ
বনাম
রজক আলী সারাং বাড়ি ফুটবল একাদশ।

18/07/2024

আসসালামুয়ালাইকুম,

সারা বাংলাদেশের International Terrestrial Cable (ITC) service বন্ধ রয়েছে। তথ্যমতে বেনাপল এ আইটিসি এর লিংক ডাউন আছে তাই শুধু মাত্র বিএসসিসিএল ও বিটিসিএল দিয়ে সেবা চলছে। যেহেতু বাংলাদেশের সিংহভাগ ইন্টারনেট সার্ভিস আইটিসি দিয়ে আসে তাই আইটিসি ঠিক না হওয়া পর্যন্ত কোন ভাবেই গতি ঠিক হবে না। এবার কোন প্রকার আনুমানিক বা ঠিক হবার সময়মসীমাও প্রদান করা সম্ভব হচ্ছে না। আপনারা ধৈর্য ধরুন ও অপেক্ষা করুন। আমরা আমাদের আইআইজির এর সাথে যথাযথ যোগাযোগ অব্যাহত রেখে চলছি।

পরবর্তী তে কোন আপডেট আসলে অবহিত করা হবে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।

সম্মানিত গ্রাহকগণ ___আসসালামু আলাইকুম ____ওয়াইফাই লাইন ও নতুন সংযোগ সংক্রান্ত যে কোন বিষয়ে নিমোক্ত নাম্বারে যোগাযোগ করার...
06/07/2024

সম্মানিত গ্রাহকগণ ___
আসসালামু আলাইকুম ____
ওয়াইফাই লাইন ও নতুন সংযোগ সংক্রান্ত যে কোন বিষয়ে নিমোক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ রইল।
যারা বিকাশে ফি প্রদান করবেন ___
পেমেন্ট অপশনে গিয়ে রেফারেন্সে আইডি নাম্বার টি অবশ্যই দিয়ে দিবেন।

16/06/2024

কাটিরহাট ক্যাবল নেটওয়ার্ক এর পক্ষ থেকে দেশ-বিদেশে অবস্থানরত সবাইকে পবিত্র ঈ'দুল আদ্বহার শুভেচ্ছা।

শতভাগ সেবার প্রতিশ্রুতিতে বদ্ধপরিকর।

Address

Katirhat Hathazari, Chattogram
Chittagong
4333

Telephone

+8801871139919

Website

Alerts

Be the first to know and let us send you an email when Katirhat Cable Network-KCN-Officials posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Katirhat Cable Network-KCN-Officials:

Share

Category