Hosain Nur Nafi

Hosain Nur Nafi মানুষ ভূলের উর্দ্ধে নয়, আপনার যে কোন মতামত আমার বিষয়ে জানাতে পারেন।
ভালো উপদেশ মেনে চলবো

23/02/2025

মানুষের বদনজর শুধু সম্পর্ক না, শরীর সৌন্দর্য, শান্তি, ক্যরিয়ার, সব নষ্ট করে দিতে পারে!

12/09/2024

শত্রুরা শুধু নামে শত্রু হয়

ক্ষতি তো আপন মানুষরাই করে..!

মিথ্যা সব পাপের মূল : মিথ্যা কথাকে সব পাপের মূল বলা হয়। কারণ একটি পাপকে আড়াল করতে আরো একটি মিথ্যার সূত্রপাত হয়। মিথ্যা ক...
12/09/2024

মিথ্যা সব পাপের মূল :
মিথ্যা কথাকে সব পাপের মূল বলা হয়। কারণ একটি পাপকে আড়াল করতে আরো একটি মিথ্যার সূত্রপাত হয়। মিথ্যা কথায় অভ্যস্ত ব্যক্তিরা কপালপোড়া।

কুরআনে বর্ণিত হয়েছে- ‘নিশ্চয়ই আল্লাহ সীমালঙ্ঘনকারী ও মিথ্যাবাদীকে সুপথ প্রদর্শন করেন না।’ (সূরা মুমিন-২৮)

মিথ্যা কথা মানুষের হৃদয়কে সঙ্কুুচিত ও সর্বদা চিন্তিত রাখে। চোখে মুখে অপরাধ-প্রবণতার ছাপ পাওয়া যায়।

হাসান ইবনে আলী রা: বলেন, রাসূল সা: ইরশাদ করেন, ‘যে বিষয়ে তোমার সন্দেহ হয় তা পরিত্যাগ করো। যে বিষয়ে সন্দেহ নেই তা গ্রহণ করো। কেননা, সত্য হচ্ছে প্রশান্তি আর মিথ্যা হচ্ছে সন্দেহ।’ (তিরমিজি-২৫১৮)

মিথ্যাবাদীর পরিণাম : মিথ্যাবাদী ব্যক্তি সাময়িক মুক্তি পেলেও শেষ পরিণাম অত্যন্ত ভয়াবহ। কেননা, তার ওপর অভিশাপ নেমে আসে।

কুরআনে বর্ণিত হয়েছে- ‘যে মিথ্যাবাদী তার ওপর আল্লাহর অভিশাপ বর্ষিত হোক।’ (সূরা আলে ইমরান-৬১)

বাহাজ ইবনে হাকিম রা: থেকে বর্ণিত- রাসূল সা: বলেছেন, ‘ধ্বংস ও বিফলতা সে ব্যক্তির জন্য যে লোকদের হাসানোর উদ্দেশে মিথ্যা কথা বলে, তার জন্য রয়েছে ধ্বংস, রয়েছে অমঙ্গল।’ (আবু দাউদ-৪৯৯০, তিরমিজি-২৩১৫)

মিথ্যার অভিশাপ থেকে বাঁচার জন্য যাচাই-বাছাই করে তথ্য আদান-প্রদান করতে হয়। কোনো ঘটনার বিকৃত উপস্থাপন বা বাস্তবতা অস্বীকার করাই মিথ্যাবাদীর মূল পরিচয়।

আবু হুরায়রা রা: থেকে বর্ণিত- রাসূল সা: বলেছেন, ‘কোনো লোক মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে, সে যা শোনে (সত্যতা যাচাই না করে) তাই বলে বেড়ায়।’ (মুসলিম)

◙ সর্বপরী জ্ঞানী ব্যাক্তির জন্য ইশারাই যথেষ্ট।◙

28/06/2024

আমরা মৃত মানুষের অভাব বুঝি,
😥
কিন্তু জীবিত মানুষের আর্তনাদ বুঝিনা!

সূরা আর-রাহমান, আয়াত : ৬০
27/06/2024

সূরা আর-রাহমান, আয়াত : ৬০

26/06/2024

বোবার ভাষা ছাড়াই দোয়া কবুল হলে আমার কেন নয় !
25/06/2024

বোবার ভাষা ছাড়াই দোয়া কবুল হলে আমার কেন নয় !

রাব্বির হামহুমা কামা রাব্বাইয়ানি সাগিরা
24/06/2024

রাব্বির হামহুমা কামা রাব্বাইয়ানি সাগিরা

মনের কথামালা ‍
23/06/2024

মনের কথামালা ‍

   ⭐️
22/06/2024

⭐️

22/06/2024

Address

Chittagong
Chittagong
4000

Alerts

Be the first to know and let us send you an email when Hosain Nur Nafi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share