12/09/2024
মিথ্যা সব পাপের মূল :
মিথ্যা কথাকে সব পাপের মূল বলা হয়। কারণ একটি পাপকে আড়াল করতে আরো একটি মিথ্যার সূত্রপাত হয়। মিথ্যা কথায় অভ্যস্ত ব্যক্তিরা কপালপোড়া।
কুরআনে বর্ণিত হয়েছে- ‘নিশ্চয়ই আল্লাহ সীমালঙ্ঘনকারী ও মিথ্যাবাদীকে সুপথ প্রদর্শন করেন না।’ (সূরা মুমিন-২৮)
মিথ্যা কথা মানুষের হৃদয়কে সঙ্কুুচিত ও সর্বদা চিন্তিত রাখে। চোখে মুখে অপরাধ-প্রবণতার ছাপ পাওয়া যায়।
হাসান ইবনে আলী রা: বলেন, রাসূল সা: ইরশাদ করেন, ‘যে বিষয়ে তোমার সন্দেহ হয় তা পরিত্যাগ করো। যে বিষয়ে সন্দেহ নেই তা গ্রহণ করো। কেননা, সত্য হচ্ছে প্রশান্তি আর মিথ্যা হচ্ছে সন্দেহ।’ (তিরমিজি-২৫১৮)
মিথ্যাবাদীর পরিণাম : মিথ্যাবাদী ব্যক্তি সাময়িক মুক্তি পেলেও শেষ পরিণাম অত্যন্ত ভয়াবহ। কেননা, তার ওপর অভিশাপ নেমে আসে।
কুরআনে বর্ণিত হয়েছে- ‘যে মিথ্যাবাদী তার ওপর আল্লাহর অভিশাপ বর্ষিত হোক।’ (সূরা আলে ইমরান-৬১)
বাহাজ ইবনে হাকিম রা: থেকে বর্ণিত- রাসূল সা: বলেছেন, ‘ধ্বংস ও বিফলতা সে ব্যক্তির জন্য যে লোকদের হাসানোর উদ্দেশে মিথ্যা কথা বলে, তার জন্য রয়েছে ধ্বংস, রয়েছে অমঙ্গল।’ (আবু দাউদ-৪৯৯০, তিরমিজি-২৩১৫)
মিথ্যার অভিশাপ থেকে বাঁচার জন্য যাচাই-বাছাই করে তথ্য আদান-প্রদান করতে হয়। কোনো ঘটনার বিকৃত উপস্থাপন বা বাস্তবতা অস্বীকার করাই মিথ্যাবাদীর মূল পরিচয়।
আবু হুরায়রা রা: থেকে বর্ণিত- রাসূল সা: বলেছেন, ‘কোনো লোক মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে, সে যা শোনে (সত্যতা যাচাই না করে) তাই বলে বেড়ায়।’ (মুসলিম)
◙ সর্বপরী জ্ঞানী ব্যাক্তির জন্য ইশারাই যথেষ্ট।◙