Freelancer Sadia

Freelancer Sadia Welcome to my profile !! I am Digital marketing expert !!

14/03/2025

আছিয়ার ছোট বোনের কান্না দেখে ভিতরটা হাহাকার করছে😭😭
আল্লাহ তুমি বিচার কইরো😭😭😭
#আছিয়া

28/01/2025

🚀 আজকের দিনে সফল ব্যবসার জন্য ডিজিটাল প্ল্যাটফর্মে দৃশ্যমান হওয়া অত্যন্ত জরুরি। ফেসবুক মার্কেটিং এমন একটি উপায়, যার মাধ্যমে আপনার টার্গেটেড অডিয়েন্সের কাছে সহজেই পৌঁছানো সম্ভব।
কাস্টমাইজড কন্টেন্ট, স্মার্ট অ্যাড ক্যাম্পেইন এবং কার্যকর স্ট্র্যাটেজি দিয়ে আমি প্রস্তুত আপনার ব্যবসার উন্নতিতে সঙ্গী হতে!

যে কাজ গুলো করে থাকি ✅✅
✅ প্রফেশনাল ফেসবুক পেজ তৈরি, সেটআপ ও অপটিমাইজেশন।
✅ফেসবুক পেইজে অর্গানিক ফলোয়ার গ্রো।
✅ পেইজের লোগো ও কভার ফটো ম্যাকিং।
✅এড ক্যাম্পেইন।
✅বুস্টিং ও প্রমোশন এর মাধ্যমে টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছানো
✅প্রফেশনাল ইন্সটাগ্রাম একাউন্ট তৈরি ও ফলোয়ার গ্রো করা।
✅আকর্ষণীয় কনটেন্ট ক্রিয়েশন।

🎯 সময় নষ্ট না করে আপনার ব্যবসাকে নিয়ে যান সাফল্যের পথে।

💫বর্তমান ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়া শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি ব্র্যান্ডের পরিচিতি এবং বিপণনের জন্য একটি শক্তিশালী ...
27/01/2025

💫বর্তমান ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়া শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি ব্র্যান্ডের পরিচিতি এবং বিপণনের জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম। প্রতিদিন লক্ষ লক্ষ পোস্ট ভিউয়ারদের সামনে আসে, এবং এই ভিড়ে আপনার পোস্টকে আলাদা করে তোলার জন্য আকর্ষণীয় ডিজাইন অপরিহার্য।

💫সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন কেন গুরুত্বপূর্ণ?

✓প্রথম ইমপ্রেশন তৈরিতে ভূমিকা:
এক নজরে ভালো ডিজাইন ভিউয়ারদের দৃষ্টি আকর্ষণ করে। প্রথম ইমপ্রেশন যদি ইতিবাচক হয়, তাহলে তারা পোস্টটি পড়ার বা শেয়ার করার জন্য আগ্রহী হয়।

✓ব্র্যান্ড আইডেন্টিটি গড়ে তোলা:
সঠিক রঙ, ফন্ট এবং ডিজাইন ব্র্যান্ডের সুনির্দিষ্ট চেহারা তুলে ধরে। এটি ব্র্যান্ডকে ভরসাযোগ্য এবং স্মরণীয় করে তোলে।

✓বার্তা পৌঁছানো সহজ করে:
ছবি, ইনফোগ্রাফিক্স এবং সৃজনশীল টেক্সট পোস্টের মূল বার্তাকে সহজে এবং আকর্ষণীয়ভাবে ভিউয়ারদের কাছে পৌঁছে দেয়।

✓এনগেজমেন্ট বৃদ্ধি:
ভালো ডিজাইন করা পোস্ট দর্শকদের লাইক, কমেন্ট এবং শেয়ার করতে অনুপ্রাণিত করে। এটি অর্গানিক এনগেজমেন্ট বৃদ্ধিতে সাহায্য করে।

✓প্রতিযোগিতায় টিকে থাকার জন্য প্রয়োজনীয়:
সোশ্যাল মিডিয়ায় প্রতিযোগিতা ক্রমাগত বাড়ছে। অসাধারণ ডিজাইন আপনার কন্টেন্টকে আলাদা করে এবং দর্শকদের মনে জায়গা করে নেয়।

💫উদাহরণস্বরূপ:

ধরা যাক আপনি একটি ফিটনেস ব্র্যান্ডের প্রচারণা চালাচ্ছেন। একটি সাধারণ টেক্সট পোস্টের তুলনায় যদি পোস্টে আকর্ষণীয় ব্যাকগ্রাউন্ড, প্রাসঙ্গিক ছবি এবং স্পষ্ট ফন্টে লেখা বার্তা ব্যবহার করা হয়, তাহলে তা অনেক বেশি দর্শকের কাছে পৌঁছাতে সক্ষম হবে।

💫অবশেষে বলা যায় :

সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন কেবল ভিজ্যুয়াল সৌন্দর্যের জন্য নয়, এটি আপনার ব্র্যান্ডের স্ট্র্যাটেজিক অঙ্গ। একটি আকর্ষণীয় এবং ভেবে তৈরি ডিজাইন কেবল পোস্টের রিচ নয়, ব্র্যান্ডের ইমেজও শক্তিশালী করে। তাই, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সাফল্য পেতে সৃজনশীল ডিজাইনে বিনিয়োগ করা অপরিহার্য
Sadia Islam

🛑 আপনি কি একজন নতুন উদ্যোক্তা? বা আপনি কি একজন ডিজিটাল মার্কেটর খুঁজছেন? 🔴⭕আপনি যদি একজন নতুন উদ্যোক্তা হয়ে থাকেন তাহলে...
28/11/2024

🛑 আপনি কি একজন নতুন উদ্যোক্তা? বা আপনি কি একজন ডিজিটাল মার্কেটর খুঁজছেন?

🔴⭕আপনি যদি একজন নতুন উদ্যোক্তা হয়ে থাকেন তাহলে আপনার প্রয়োজন হবে একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। আমরা ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিয়ে থাকি এবং ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করি✅

♈📌আপনার ব্যবসাকে আরো দ্বিগুণ করতে আমরা সাহায্য করবো, ইন শা আল্লাহ । বাংলাদেশে একমাত্র আমরাই কম খরচে ভালো সার্ভিস দেয়ার চেষ্টা করি✔️

♈📢 আমাদের সার্ভিস সমূহঃ- ⭕✔️

🛑⭕সোশ্যাল মিডিয়া 👇(ফেসবুক)

✅ প্রফেশনাল বিজনেস পেজ ক্রিয়েট এন্ড সেটআপ.( প্রফেশনাল লোগো এবং কভার ফটো ফ্রি)
✅ ফেসবুক পেজ লাইক এবং ফলোয়ার ✅
✅ ফেসবুক পেজ এসইও ✅
✅ ফেসবুক ভিডিও এসইও ✅
✅ ফেসবুক কমেন্ট,শেয়ার,অ্যান্ড রিয়েক্ট ✅
✅ রিয়েল ডলার দিয়ে ফেসবুক বুষ্ট ✅

⭕⭕ আরো অন্যান্য সোশ্যাল মিডিয়ার সার্ভিসও আমরা দিয়ে থাকি ✔️

🛑⭕ গ্রাফিক ডিজাইন সার্ভিস:- 🎨🖌️

✅ প্রফেশনাল লোগো ডিজাইন (facebook/youtube)✅
✅ ফেসবুক কভার এবং ইউটিউব ব্যানার ডিজাইন
✅ ইউটিউব থামনেল ডিজাইন ✅
✅ প্রোডাক্ট ডিজাইন ✅
✅ ফেসবুক পোস্টার ডিজাইন ✅
✅ নিকা নামাহ ডিজাইন✅
✅ জন্ম স্মরণিকা ডিজাইন ✅
✅ যেকোনো ধরনের পোস্টার ডিজাইন ✅
✅ যেকোনো ধরনের ব্যানার ডিজাইন ✅
আপনার প্রয়োজনীয় সার্ভিসটি পেতে এখনো যোগাযোগ করুন

🤔 Facebook Business পেইজ প্রফেশনাল ভাবে কেনো সেটআপ করবেন এবং এর গুরুত্ব কি কি ? ? 🤔ফেসবুক বিজনেস পেইজ মূলত একটি অনলাইন স...
26/09/2024

🤔 Facebook Business পেইজ প্রফেশনাল ভাবে কেনো সেটআপ করবেন এবং এর গুরুত্ব কি কি ? ? 🤔

ফেসবুক বিজনেস পেইজ মূলত একটি অনলাইন স্টোর। আমরা যখন কোনো দোকানে যাই কেনাকাটা করতে তখন নিশ্চই দোকানে এর ডেকোরেশন টা আমাদের চোখে আগে পড়ে, তাই না ??

দোকানের ডেকোরেশন যত বেসি সুন্দর হয় ঠিক তেমনি ক্রেতার ভিড় ও ততই বেশি হয়।

সুতরাং ফেসবুক বিজনেস পেইজ টাও একই পদ্ধতি অবলম্বন করে সাজিয়ে গুছিয়ে নিতে হয়। যাতে করে ক্রেতার দৃষ্টি আকর্ষণ হয় বহু গুনে।

আর এই অনলাইন যুগে আপনার Facebook Business পেইজটি প্রফেশনাল ভাবে সেটআপ করা না থাকলে আপনি অনেকটা পিছিয়ে পড়তে পারেন সবার থেকে এবং ক্রেতা হারাতে পারেন !!

আপনার পেইজে প্রবেশ করার পর একজন সম্ভাব্য ক্রেতার মনে আপনার পেইজ সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হয় এবং আপনার পেইজ থেকে কেনার ব্যাপারে আগ্রহ হারিয়ে ফেলে, এমনকি সে আপনার পেইজটিকে ফেইক ও ভাবতে পারে !!!

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বাজারে একটি সাজানো-গোছানো Facebook Business পেইজ ব্যবসার প্রসার ও পণ্য বিক্রির নিশ্চয়তা বাড়ায় বহুগুনে। তাই আর দেরি না করে আজই আপনার ব্যবসা প্রতিষ্ঠান অনলাইনে রুপান্তর করুন একটি প্রোফেশনাল বিজনেস পেইজ এর মাধ্যমে ও ক্রেতার দৃষ্টি আকর্ষণ করুন এবং দ্বিগুন সেল করুন।

আপনারা সকলেই চান নিজেদের বিজনেস পেইজটি প্রোফেশনাল ভাবে তৈরি এবং সেটআপ করিয়ে নিতে‌। কিন্তু দক্ষ লোকের অভাবে সম্ভব হয়ে ওঠে না।

🔥Facebook Business পেইজ প্রফেশনাল A To Z সেটআপ পাচ্ছেন সর্বনিম্ন খরচে (freelancer Sadia) সার্ভিস এ ।🔥

আমাদের সার্ভিস সমূহ : 👇👇👇👇👇👇
---------------------------

1. লোগো ডিজাইন।
2. কভার ডিজাইন।
3. Call / whatsapp বাটন সেটআপ।
4. Business ইনফরমেশন সেটআপ।
5. page ডেসক্রিপশন সেটআপ।
6. প্রফেশনাল page Link তৈরি এবং সেটআপ।
7. page SEO .
8. Facebook Like / Follow বৃদ্ধি।
9. Facebook বুস্ট / এড রান।
10. Facebook প্রোডাক্ট সেল পোস্ট ডিজাইন।
11. Facebook পেইজ মেসেঞ্জার অটো প্রশ্ন এবং অটো উত্তর সেটআপ‌।
12. অনলাইন বিজনেস এর জন্য সকল প্রকার সঠিক মার্কেটিং গাইডলাইন‌।

…...... ইত্যাদি .........

অর্ডার করতে আমাদের কে SMS দিন।
........... Thank you so much ............















18/09/2024

কি কিউট না?❤️❤️

আপনার পেইজের যে কোন কাজের জন্যে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন!!
15/09/2024

আপনার পেইজের যে কোন কাজের জন্যে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন!!

আমাদের সার্ভিস গুলো নিয়ে আসতে পারে আপনার ব্যবসায় নতুন রুপ।আমাদের সার্ভিস....১/ফেসবুক পেজ ক্রিয়েট এন্ড ফুল সেটাপ ২/ রিয়...
02/07/2024

আমাদের সার্ভিস গুলো নিয়ে আসতে পারে আপনার ব্যবসায় নতুন রুপ।
আমাদের সার্ভিস....
১/ফেসবুক পেজ ক্রিয়েট এন্ড ফুল সেটাপ
২/ রিয়েল লাইক ফলোয়ার
৩/প্রফেশনাল লোগো এন্ড কাভার ফটো ডিজাইন
৪/পোস্ট বুষ্ট এন্ড ভিডিও বুষ্ট
৫/ Ad Run
৬/বিজনেস কার্ড ডিজাইন
৭/ পেজ SEO

Address

Aruail
Chittagong
3414

Telephone

+8801606039193

Website

Alerts

Be the first to know and let us send you an email when Freelancer Sadia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Freelancer Sadia:

Share