Syed Muhammad Joynal

Syed Muhammad Joynal —“Hello-Viewers”😊
This is Official page Of "Syed Muhammad Joynal" From—🅲🅷🅸🆃🆃🅰🅶🅾🅽🅶🇧🇩 I am Joynal Abedin from Chittagong, Bangladesh.

25/06/2025

ফজরের স্নিগ্ধ বাতাস শুধু শরীর নয়, মনকেও শীতল করে দেয়। ফজর এক অলৌকিক তৃপ্তির নাম!
আলহামদুলিল্লাহ

22/06/2025

মনে রাখবেন
ছবির পাশে দাড়ানো বন্ধু আর সময়ের পাশে দাড়ানো বন্ধু এক না!

19/06/2025

২০ বছরের বয়সের আগে যে ২০টি স্কিল শেখা উচিত -

১/ বেসিক আইন ও নিজের অধিকার সম্পর্কে ধারণা রাখা

২/ নেটওয়ার্কিং বা মানুষের সঙ্গে সম্পর্ক গড়ার দক্ষতা

৩/ ইন্টারনেটে ভালোভাবে তথ্য খোঁজা ও যাচাই শেখা

৪/ সমালোচনা গ্রহণ করার মানসিকতা

৫/ একা একা কাজকর্ম করতে শেখা

৬/ ব্রেকআপ বা মানসিক আঘাত সামলাতে শেখা

৭/ চিন্তাভাবনাকে খাতায় পরিষ্কারভাবে লিখতে পারার দক্ষতা

৮/ সমস্যা সমাধানের দক্ষতা

৯/ ট্রেন্ড বোঝা ও ভবিষ্যৎ কেমন হবে সেটা ধারণা করতে পারা।

১০/ টাস্ক ম্যানেজমেন্ট বা সময়ের কাজ সময়ে শেষ করার অভ্যাস

১১/ কর্মদক্ষতা বাড়ানোর জন্য রুটিন ও হ্যাবিট তৈরি করা

১২/ রেজিলিয়েন্স - ধাক্কা খেয়ে উঠে দাঁড়ানোর মানসিক শক্তি

১৩/ কীভাবে শিখতে হয় সেটা শেখা (Learning How to Learn)

১৪/ ব্যক্তিত্ব বুঝে চলা (Self-awareness)

১৫/ বিপরীতে মতের মানুষদের মতামত মনোযোগ দিয়ে শুনতে শেখা

১৬/ ডিজিটাল রিজিউমি তৈরি ও নিজের পরিচয় তুলে ধরার কৌশল শেখা

১৭/ ইংরেজিতে ভালো কথা বলতে পারা এবং বুঝতে পারা

১৮/ মাইক্রো লিডারশিপ বা ছোট টিমে নেতৃত্ব দেওয়ার অভ্যাস

১৯/ স্মার্টলি গুগল সার্চ করা ও ফেক নিউজ/ভুয়া তথ্য চিনে ফেলা

২০/ নিজেকে প্রতিদিন একটু একটু করে আপগ্রেড করার অভ্যাস

19/06/2025

জীবনে কাজে লাগবে এমন ১৫টি বাস্তব স্কিল
(Life- Changing Skills):

১/ ড্রাইভিং শেখা (গাড়ি/বাইক)

২/ সাঁতার শেখা

৩/ টাকা জমানো ও খরচের বাজেট করা শেখা

৪/ ব্যাংক অ্যাকাউন্ট খোলা, চেক লেখা, এটিএম চালানো শেখা

৫/ মোবাইল ব্যাংকিং (নগদ, বিকাশ, রকেট) ঠিকভাবে ব্যবহার শেখা

৬/ সঠিকভাবে রাস্তা পার হওয়া ও ট্রাফিক রুল জানা

৭/ সাইকেল ঠিক করা বা চেইন লাগানো শেখা

৮/ বেসিক কুকিং শেখা (নিজে রান্না করা)।

৯/ টেকনোলজিতে দক্ষতা (Google Tools, Zoom, Canva ইত্যাদি)

১০/ টাইপিং শেখা (বাংলা/ইংরেজিতে দ্রুত টাইপিং)

১১/ ছবি/ভিডিও এডিট করতে শেখা (CapCut, VN, Canva ইত্যাদি)

১২/ পাবলিক স্পিকিং বা হাজারখানেক মানুষের সামনে কথা বলার সাহস

১৩/ নেগোশিয়েশন বা দর কষাকষি শেখা

১৪/ মাইন্ডফুলনেস বা স্ট্রেস ম্যানেজমেন্ট শেখা।

১৫/ প্রাথমিক চিকিৎসা বা First Aid শেখা

মনে রাখবেন, আজকে আপনি যে স্কিল শিখলেন, আগামীকাল সেটা আপনার জীবনকে বদলে দিতে পারে।

(বি:দ্র: এই স্কিলগুলোর মধ্যে আপনার কয়টা জানা আছে? কমেন্টে সেটা জানান।)

17/06/2025

যে সকাল টা ফজরের সেজদা দিয়ে শুরু হয়!
সে দিনটা হয় রহমতের ছায়াতলে।

06/06/2025

আল্লাহর কাছে তোমাদের মাংস বা রক্ত ​​পৌঁছায় না, বরং তাঁর কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া।
(সুরা- আল হজ্জ,৩৭)

🌙Eid-ul-Adha Mubarak 🌙

02/06/2025

ভেঙে পড়ার কিছু নেই,
জগতের যা কিছু হারিয়ে যায়... তা দ্বিগুণ হয়ে ফিরে আসবেই
অন্য পথে অন্য রূপে তোমার দরজায় ।

02/06/2025

বৃহস্পতিবার হজ্জের খুতবা,
শুক্রবার জুমা'র খুতবা, শনিবার ঈদের খুতবা।

আলহামদুলিল্লাহ

27/05/2025

আগামীকাল সন্ধ্যায় বাংলাদেশের আকাশে জ্বিলহজ্ব মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা বেশি, তাই যারা কুরবানী করার নিয়্যত করেছেন আপনারা কাল মাগরিবের পূর্বেই শরীরের অবাঞ্চিত লোম, চুল ও নখ ইত্যাদি কেটে নিন। অথবা এর পূর্বে কাটতে না পারলে জ্বিলহজ্বের প্রথম ১০ দিন এসব কাটা থেকে বিরত থাকুন। যারা কুরবানী করতে পারবেন না তারাও এই আমলটি করুন, আল্লাহ চাইলে তিনি আপনাদেরকেও কুরবানীর সওয়াব দান করে দিবেন।

06/04/2025

শ/হী/দ/দের হাজার সালাম, তবে গা/জা ধ্বং/স হওয়ার নয়।
ইনশাআল্লাহ,আবার জেগে উঠবে গা/জা।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎ বাণী দেখুন...
আবু উমামা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতের একটি দল সত্যের ওপর বিজয়ী থাকবে। শত্রুর মনে পরাক্রমশালী থাকবে। দুর্ভিক্ষ ছাড়া কোনো বিরোধীপক্ষ তাদের কিছুই করতে পারবে না।
আল্লাহর আদেশ তথা কিয়ামত পর্যন্ত তারা এমনই থাকবে। সাহাবায়ে কেরাম রা. জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! তারা কোথায় থাকবে? রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,তারা বায়তুল মাকদিস ও তার আশপাশে থাকবে। (মুসনাদে আহমদ: ২২৩২০)

30/03/2025

আলহামদুলিল্লাহ
দেশের আকাশে চাঁদ দেখা গেছে।
আগামীকাল ঈদ

29/03/2025

সৌদি আরব, বাহরাইন, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত আজ চাঁদ দেখে ঈদ পালন করবে কিন্তু মিশর, জর্ডান, সিরিয়া, ইরাক, ইরান, ফি*লিস্তি*ন, ওমান সহ অন্যান্য দেশে চাঁদ দেখেনি তাই তারা ৩০টি রোজা রাখবে। আমরাও চাঁদ দেখে ঈদ পালন করবো ইনশাআল্লাহ।

Address

Chittagong

Telephone

+8801568154700

Website

Alerts

Be the first to know and let us send you an email when Syed Muhammad Joynal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Syed Muhammad Joynal:

Share