07/05/2025
একটু চিন্তা করুন
মাথা ঘুরে যাবে
আমরা সবাই বলি যে, বাংলাদেশ নব্বই ভাগ মুসলমানের দেশ! আসলেই কি সংখ্যাটা যথার্থ? সত্যিই কি শতকরা ৯০ জন ইসলামের ফলোয়ার? গ্রাম গঞ্জের বা শহরের কিছু অংশ বাদ দিলে বাদ বাকি যারা আছে অর্থাৎ - শহর বন্দরের এলিট পারসোনের অধিকাংশই তো পশ্চিমা কালচারের ফলোয়ার! বাহ্যিক দাবীতে মুসলমান হলেও ওদের পারিবারিক ও সামাজিক আচার অনুষ্ঠানে হিন্দুত্ববাদ ও পশ্চিমাবাদ জোরেশোরে প্রতীয়মান দেখা যায়। অনেক মৌসুমী মুসলমান (অর্থাৎ যারা কেবল দুই ঈদ ও জানাযা ছাড়া অন্য কোথাও ইসলাম প্রাকটিস করেনা) তাদের ছেলে মেয়েরা পোশাক - আশাকে, চলনে বলনে পুরাপুরি ইউরোপীয়ান স্টাইল রপ্ত করে। এই হিসেবে বাংলাদেশে মুসলমানের সংখ্যা রিয়েল কত! সেটাই এখন চিন্তার বিষয়! ভালো ভালো মুসলিম পরিবার (বাহ্যিক) ওদের মেয়েরা ঘরে- বাহিরে শর্ট গেঞ্জি ও আঁটোশাটো বস্ত্র পরিধানে অভ্যস্ত হয়ে পড়েছে, আধুনিকতার দোহাই দিয়ে!
আর ছেলেরাও গায়ে ট্যাটো অংকন সহ হাফপ্যান্ট পরে নিজেকে পুরাপুরি পাশ্চাত্যের অনুসারী ভাবছে! এহেন পরিস্থিতি যদি অবিরাম চলতে থাকে তাহলে বাংলাদেশ স্পেনের পরিণতিতে পৌঁছতে কত দিনইবা আর লাগতে
পারে! তাই আমাদের করনীয় খুব দ্রুতই ঠিক করতে না পারলে হয়তোবা একদিন আমাদের পরবর্তী জেনারেশন আফসোস করে বলবে- হায়, বাংলাদেশে একসময় মুসলমানদের বসবাস ছিল! এতো গুলো মসজিদ ছিল! এতো গুলো মাদরাসা ছিল! ঢাকায় বায়তুল মোকাররম নামে একটা জাতীয় মসজিদ ছিল যেখানে মুসলমানরা বিভিন্ন দাবী দাওয়া পেশ করতো! শায়খুল ইসলাম আল্লামা শফি ও আজিজুল হক ও মুফতী আমিনীর মতো বড় বড় আলিম ছিল! আজ কিছুই নাই! সবই ইতিহাস !!!
==== LOKMAN SADI ====
FROM HABIGANJ SYLHET
06/05/2025