Qari Osama Al mahmud

Qari Osama Al mahmud Bangladeshi
Quran reciter
কোরআনের একজন নগন্য খাদেম
যোগাযোগ: 01861961447

07/05/2025

একটু চিন্তা করুন

মাথা ঘুরে যাবে

আমরা সবাই বলি যে, বাংলাদেশ নব্বই ভাগ মুসলমানের দেশ! আসলেই কি সংখ্যাটা যথার্থ? সত্যিই কি শতকরা ৯০ জন ইসলামের ফলোয়ার? গ্রাম গঞ্জের বা শহরের কিছু অংশ বাদ দিলে বাদ বাকি যারা আছে অর্থাৎ - শহর বন্দরের এলিট পারসোনের অধিকাংশই তো পশ্চিমা কালচারের ফলোয়ার! বাহ্যিক দাবীতে মুসলমান হলেও ওদের পারিবারিক ও সামাজিক আচার অনুষ্ঠানে হিন্দুত্ববাদ ও পশ্চিমাবাদ জোরেশোরে প্রতীয়মান দেখা যায়। অনেক মৌসুমী মুসলমান (অর্থাৎ যারা কেবল দুই ঈদ ও জানাযা ছাড়া অন্য কোথাও ইসলাম প্রাকটিস করেনা) তাদের ছেলে মেয়েরা পোশাক - আশাকে, চলনে বলনে পুরাপুরি ইউরোপীয়ান স্টাইল রপ্ত করে। এই হিসেবে বাংলাদেশে মুসলমানের সংখ্যা রিয়েল কত! সেটাই এখন চিন্তার বিষয়! ভালো ভালো মুসলিম পরিবার (বাহ্যিক) ওদের মেয়েরা ঘরে- বাহিরে শর্ট গেঞ্জি ও আঁটোশাটো বস্ত্র পরিধানে অভ্যস্ত হয়ে পড়েছে, আধুনিকতার দোহাই দিয়ে!

আর ছেলেরাও গায়ে ট্যাটো অংকন সহ হাফপ্যান্ট পরে নিজেকে পুরাপুরি পাশ্চাত্যের অনুসারী ভাবছে! এহেন পরিস্থিতি যদি অবিরাম চলতে থাকে তাহলে বাংলাদেশ স্পেনের পরিণতিতে পৌঁছতে কত দিনইবা আর লাগতে

পারে! তাই আমাদের করনীয় খুব দ্রুতই ঠিক করতে না পারলে হয়তোবা একদিন আমাদের পরবর্তী জেনারেশন আফসোস করে বলবে- হায়, বাংলাদেশে একসময় মুসলমানদের বসবাস ছিল! এতো গুলো মসজিদ ছিল! এতো গুলো মাদরাসা ছিল! ঢাকায় বায়তুল মোকাররম নামে একটা জাতীয় মসজিদ ছিল যেখানে মুসলমানরা বিভিন্ন দাবী দাওয়া পেশ করতো! শায়খুল ইসলাম আল্লামা শফি ও আজিজুল হক ও মুফতী আমিনীর মতো বড় বড় আলিম ছিল! আজ কিছুই নাই! সবই ইতিহাস !!!

==== LOKMAN SADI ====

FROM HABIGANJ SYLHET

06/05/2025

07/05/2025

বাসে একজন নারী দাঁড়িয়ে থাকলে— বেশিরভাগ পুরুষই উঠে সেই নারীকে জায়গা করে দেন।

লম্বা লাইনে দাঁড়িয়ে থাকার সময় একজন পুরুষই বলে ওঠেন— তার পেছনের নারীটিকে অগ্রাধিকার দেওয়া হোক।

দোকানের বেশিরভাগ পুরুষ সেলসম্যান আরেকজন পুরুষকে শান্তস্বরে বলেন, 'ভাই, এই মহিলাটিকে আগে বিদায় করে দিই। আপনি একটু বসুন।'

স্কুলের যেসব শিক্ষক ছেলেদের গরু-ছাগলের মতো পেটান, সেসব শিক্ষকও মেয়েদের বেলায় সহানুভূতিশীল হন।

কোনো পুরুষকে তার জীবনের সবচেয়ে বেশি ভালোবাসার মানুষের কথা বলতে বললে— সেই পুরুষটি একজন নারীরই নাম বলবেন।

কিন্তু কট্টর নারীবাদ পুরুষের এই ব্যাপারগুলোকে শ্রদ্ধা করে না, বরং অস্বীকার করে। তারা ভাবে— পুরুষ মানেই ধর্ষক, নির্যাতনকারী, দেহপ্রেমী ইত্যাদি। তারা মনে করে, পুরুষ রাস্তাঘাটে বেরই হয় নারীদের ধর্ষণ করতে। এরকম একচোখা চিন্তাকে আমি মনেপ্রাণে ঘৃণা করি।

এটা ভুলে গেলে চলবে না— সব পুরুষের মধ্যেই একজন 'বাবা' বাস করেন।
Collected

09/02/2025

Address

Chattogram
Chittagong
4000

Telephone

+8801861961447

Website

Alerts

Be the first to know and let us send you an email when Qari Osama Al mahmud posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Qari Osama Al mahmud:

Share