01/03/2025
সুবর্ণচরে চাঁদার দাবীতে জোর পূর্বক ঘর জায়গা দখরদলের প্রতিবাদে সংবাদ সম্মেলন
মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী সুবর্ণচরে ক্রয়কৃত জমিতে ঘর উত্তোলনে বাঁধা ও চাঁদার দাবীতে জোর পূর্বক জায়গা দখল সহ মারধর হুমকি ধমকির প্রতিবাদে চাঁদাবাজ হাবিব উল্যাহ ও সফিক উল্যাহর বিচার চেয়ে সংবাদ সম্মেলন করছে ভুক্তভোগী শেখ আহমদ ও তার পরিবার।
পহেলা মার্চ (শনিবার) বেলা ১২ টায় সুবর্ণচর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ক্ষতিগ্রস্থ ভুক্তভোগী পরিবার।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী শেখ আহমদ বলেন, পশ্চিম চরজুবিলী গ্রাম মৌজায় ২০১৭ সালে রফিক উল্যাহর কাছ থেকে সাড়ে ৫ ডিসিমেল জমি ক্রয় করেন, সে সময় একটি নির্মাণ কাজ শুরু করেন, টাকা না থাকায় কাজটি শেষ করতে পারেন নি। চলতি বছরের শুরুতে ঐ জায়গায় পূনরায় কাজ শুরু করেন এতে পশ্চিম চর জুবিলী গ্রামের আতরের জামানের পুত্র হাবিব উল্যা(৪০), সফিক উল্যাহ (৪২) ২ লাখ টাকা চাঁদার দাবীতে ঘর নির্মাণে বাঁধা দেয়। এতে চাঁদা দিতে অস্বিকৃতি জানালে তারা উল্টো আমার জায়গায় জোর পূর্বক একটি ঘর তুলে পেলে এ নিয়ে বাঁধা দিলে তারা ভাড়াটিয়া সন্ত্রাসী দ্বারা আমার স্ত্রী সন্তানকে মারধর করে। পরি আমি চরজব্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে তারা আবারো আমার নির্মাণাধীন ঘরের নানা জিনিস পত্র রাতের অন্ধকারে চুরি করে নিয়ে যায় এবং সেখানে মাটি দিয়ে প্রতিবন্ধকতা সৃস্টি করে আমার চলাচলের রাস্তা বন্ধ করে দেয়, আমি এসকল চাঁদাবাজের বিচার চাই।
সংবাদ সম্মেলনে সুবর্ণচর উপজেলায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
চরজব্বর থানার ওসি (অফিসার ইনচার্জ) ওসি শাহীন মিয়া বলেন, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।
মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী প্রতিনিধিঃ 01820524655