Noakhali Tribune - নোয়াখালী ট্রিবিউন

Noakhali Tribune - নোয়াখালী ট্রিবিউন সবার প্রিয়...

01/03/2025

সুবর্ণচরে চাঁদার দাবীতে জোর পূর্বক ঘর জায়গা দখরদলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী সুবর্ণচরে ক্রয়কৃত জমিতে ঘর উত্তোলনে বাঁধা ও চাঁদার দাবীতে জোর পূর্বক জায়গা দখল সহ মারধর হুমকি ধমকির প্রতিবাদে চাঁদাবাজ হাবিব উল্যাহ ও সফিক উল্যাহর বিচার চেয়ে সংবাদ সম্মেলন করছে ভুক্তভোগী শেখ আহমদ ও তার পরিবার।

পহেলা মার্চ (শনিবার) বেলা ১২ টায় সুবর্ণচর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ক্ষতিগ্রস্থ ভুক্তভোগী পরিবার।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী শেখ আহমদ বলেন, পশ্চিম চরজুবিলী গ্রাম মৌজায় ২০১৭ সালে রফিক উল্যাহর কাছ থেকে সাড়ে ৫ ডিসিমেল জমি ক্রয় করেন, সে সময় একটি নির্মাণ কাজ শুরু করেন, টাকা না থাকায় কাজটি শেষ করতে পারেন নি। চলতি বছরের শুরুতে ঐ জায়গায় পূনরায় কাজ শুরু করেন এতে পশ্চিম চর জুবিলী গ্রামের আতরের জামানের পুত্র হাবিব উল্যা(৪০), সফিক উল্যাহ (৪২) ২ লাখ টাকা চাঁদার দাবীতে ঘর নির্মাণে বাঁধা দেয়। এতে চাঁদা দিতে অস্বিকৃতি জানালে তারা উল্টো আমার জায়গায় জোর পূর্বক একটি ঘর তুলে পেলে এ নিয়ে বাঁধা দিলে তারা ভাড়াটিয়া সন্ত্রাসী দ্বারা আমার স্ত্রী সন্তানকে মারধর করে। পরি আমি চরজব্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে তারা আবারো আমার নির্মাণাধীন ঘরের নানা জিনিস পত্র রাতের অন্ধকারে চুরি করে নিয়ে যায় এবং সেখানে মাটি দিয়ে প্রতিবন্ধকতা সৃস্টি করে আমার চলাচলের রাস্তা বন্ধ করে দেয়, আমি এসকল চাঁদাবাজের বিচার চাই।


সংবাদ সম্মেলনে সুবর্ণচর উপজেলায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

চরজব্বর থানার ওসি (অফিসার ইনচার্জ) ওসি শাহীন মিয়া বলেন, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী প্রতিনিধিঃ 01820524655

10/11/2024

সুবর্ণচরে এসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ শহীদ নুর হোসেনসহ যে বিষয়গুলো সম্পর্কে হুশিয়ারি দিয়েছেন....

লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ  থানা জামায়াতের  কর্মী সম্মেলন'২৪ অনুষ্ঠিত। প্রধান অতিথির বক্তব্য রাখেন  বাংলাদেশ জামায়াতে ইসল...
10/11/2024

লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানা জামায়াতের কর্মী সম্মেলন'২৪ অনুষ্ঠিত।

প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডা: সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের (সাবেক এম পি)।ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য লক্ষ্মীপুর সদর-০৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা জনাব ডক্টর মুহাম্মদ রেজাউল করিম।

10/11/2024

কে স,ন্ত্রা,সী? শিবির নাকি ছাত্রলীগ?

15/03/2024

সৌন্দর্য ছড়াচ্ছে সুবর্ণচর উপজেলা মডেল মসজিদ

#সুবর্ণচর #মডেল #মসজিদ #নোয়াখালী #ইসলাম

04/03/2024

মাওলানা মওদুদী রহ. এর আকিদা নিয়ে মাওলানা ইসমাঈল সাহেবের বক্তব্য...

21/02/2024

কেয়ামতের আগে উম্মত তিনটি দলে বিভক্ত হয়ে যাবে৷ - শায়েখ জামাল উদ্দিন

18/02/2024

আপনার আদরের ছেলের হাতে মোবাইল না দিয়ে ফুটবল তুলে দেন।

14/02/2024

বক্তব্য রাখছেন ড. ইউসুফ (আরবি বিভাগের চেয়ারম্যান, ঢাবি)

Address

Chittagong
3802

Website

Alerts

Be the first to know and let us send you an email when Noakhali Tribune - নোয়াখালী ট্রিবিউন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Noakhali Tribune - নোয়াখালী ট্রিবিউন:

Share