
03/05/2023
মাত্র ১৬ বছর বয়সী ১০ম শ্রেনীর স্কুলছাত্রী মুক্তা রাণী বর্মন , বিদ্যালয় থেকে ছুটির পর বাড়ি ফেরার পথে কাউসার নামে এক বখাটে রাস্তায় অতর্কিতভাবে ধারালো অ*স্ত্র দিয়ে কু*পি*য়ে মেরো ফেলল।
এ নিয়ে কোন প্রতিবাদ নেই। অথচ বুদ্ধি আর বিবেকহীন প্রজন্ম পরে আছে সালমান মুক্তাদির দুই বাচ্চার মা কেনো বিয়ে করল তা নিয়ে।
মুক্তা রাণী বর্মন নেত্রকোনা উপজেলার বাউশী ইউনিয়নের প্রেমনগর ছালিপুরা গ্রামের নিখিল বর্মনের মেয়ে। সে প্রেমনগর ছালিপুরা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী ছিল। তার পরিবার খুবই দরিদ্র। সে শান্ত ও মেধাবী ছিল।