
25/09/2025
কুতুবদিয়া দ্বীপের লেখক মোছলেহ উদ্দিন।
ধূরুং আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২০১৫ ব্যাচের একজন প্রাক্তন শিক্ষার্থী।বর্তমানে চট্টগ্রাম সরকারি সিটি কলেজে গণিত নিয়ে অধ্যয়নরত।
সম্প্রতি "অনিষিক্ত প্রণয়" শিরোনামে আমার একটি কবিতার বই প্রকাশিত হয়েছে।
বইটির ফ্ল্যাপঃ
মুলত কবিতা হচ্ছে সাহিত্যের একটি স্বৈরাচারী রূপ, হৃদয়ের প্রগাঢ় ভাষা ও নিভৃত স্বর।যা বিভিন্ন রূপক, উপমা-উৎপ্রেক্ষার মাধ্যমে কবির অন্তঃপ্রবিষ্ট আবেগ, প্রবোধ ও সৃজনশীল ভাবদর্শনকে গম্ভীরভাবে ধারণ করে থাকে।মানুষের সুখ ও প্রণয়ে পাশাপাশি অপ্রেমও (উপেক্ষা, নৈঃসঙ্গ্য,অভিমান, বিষণ্ণতা,অভাব) যে শিল্প ও সৌন্দর্যে রূপান্তর করা যায় তা এ কাব্যগ্রন্থে সুচারুরূপে আলেখ্য।
বইটির প্রাপ্তিস্থান____
👉Rokomari.com
👉Baatighar Chattogram
👉দ্বিমত পাবলিশার্স (০১৮১২০৪৩০১৫)
👉এম হোছাইন লাইব্রেরী,ধূরুং বাজার,কুতুবদিয়া
👉পারভেজ লাইব্রেরি এন্ড কসমেটিকস,ধূরুং
বাজার কুতুবদিয়া।
👉মুদ্রিত মূল্য:৩০০৳