
13/05/2025
🔴 নিখোঁজ সংবাদ ১৩/০৫/২০২৫
নাম -সালাউদ্দিন
পিতা-আলতাজ মিয়া
মাতা-ছমুদা খাতুন
ঠিকানা -৮ নং ওয়ার্ড, ছগিরাকাটা, ইদগড়, থানা: রামু, জেলা: কক্সবাজার।
বয়স -১৬বছর।
সালাউদ্দিন নামের এই কিশোরটি প্রায় ২ দিন আগে তার নিজ বাড়ি থেকে অভিমান করে রাগের বশে বের হয়ে যায়। সেই থেকে সে আর ফিরে আসেনি।
তার মা-বাবা প্রতিদিন তার পথ চেয়ে কাঁদছেন।
সালাউদ্দিন , যদি তুমি কোথাও থেকে থাকো, তাহলে ফিরে এসো বাবা-মায়ের কোলে। তারা এখনো তোমায় ভালোবেসে আগলে রাখতে চায়।
আর যদি কোনো হৃদয়বান মানুষ এই ছেলেটির খোঁজ পান, দয়া করে নিচের নম্বরে যোগাযোগ করুন। আপনার একটি শেয়ার বা তথ্য হয়তো ফিরে আনতে পারে একটি সন্তানের হাসি, একটি বাবার শান্তি, একটি মায়ের শান্তির নিঃশ্বাস।
যোগাযোগ: 01833-482749(গিয়াস উদ্দিন ভাই)
শেয়ার করুন, হয়তো আপনার একটুখানি সচেতনতা একটা পরিবারকে ফিরিয়ে দিতে পারে তাদের আলো।