Jeson the ChotoBhai

  • Home
  • Jeson the ChotoBhai

Jeson the ChotoBhai Hello everyone this is Jeson Chakma and Welcome to my page

01/01/2024

-ইংরেজি নতুন বছর ২০২৪ উপলক্ষে নতুন কোনো ভিডিও দিতে পারিনি🥺
-তাই আমার এই ভিডিওটির মাধ্যমে ২০২৪ এ সকল প্রাণীর হিতসুখ মঙ্গল কামনা করছি🙏🙏🙏
👉সবাইকে ভিডিওটি দেখার অনুরোধ রইল🙏
-জগতের সকল প্রাণী সুখী হোক🙏❤️
স্থান- আর্য্য বিমুক্তি বন বিহার, চৌধুরী ছড়া, নানিয়ারচর, রাঙ্গামাটি।

আমার ফেইসবুকের শুভাকাঙ্ক্ষীরা তোমাদের সবাইকে জানাই ইংরেজী ২০২৪ নতুন বছরের শুভেচ্ছা🌷Happy new year 2024🎈নতুন বছরে সবার সু...
31/12/2023

আমার ফেইসবুকের শুভাকাঙ্ক্ষীরা তোমাদের সবাইকে জানাই ইংরেজী ২০২৪ নতুন বছরের শুভেচ্ছা🌷
Happy new year 2024🎈
নতুন বছরে সবার সুস্থতা এবং সাফল্যে কামনা করছি।
ভগবান যেন আমাদের সকলকে ভালো রাখে🙏

-জীবন থেকে আরও একটি বছর চলে যাচ্ছে।জেনে না জেনে,বুঝে না বুঝে হয়তো কত মানুষের মনের কষ্ট দিয়েছি,কত না পাপ করেছি।-হে ভগবা...
31/12/2023

-জীবন থেকে আরও একটি বছর চলে যাচ্ছে।
জেনে না জেনে,বুঝে না বুঝে হয়তো কত মানুষের মনের কষ্ট দিয়েছি,
কত না পাপ করেছি।
-হে ভগবান,আমাদের ভুল শোধরানো জন্য
সুন্দর মস্তিষ্ক মন-মানসিকতা সবার যেন হয়,
আর্শীবাদ করবেন। 🙏🙏🙏

Jeson the ChotoBhai
২০২৩ এ তোলা লাস্ট কিছু ছবি শেয়ার করে রাখলাম🥰🌷🪷

26/12/2023

👉পাহাড় কেন আজ মেধাশূন্যে?🤔
Jeson the ChotoBhai
গেমারদের বর্তমান এবং ভবিষ্যৎ অবস্থা😆
-শেয়ার দিয়ে মেনশন দিন তাদেরকে যারা এখনো ফ্রী ফায়ার খেলে🤭

পোস্ট টা শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার অনুরোধ রইল🙏 👉 Jeson the ChotoBhai বিশেষ বিজ্ঞপ্তি>>>সকলের অবগতির জন্য জানানো যাচ...
24/12/2023

পোস্ট টা শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার অনুরোধ রইল🙏 👉 Jeson the ChotoBhai
বিশেষ বিজ্ঞপ্তি>>>

সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,
#ফুরমোন_সাধনাতীর্থ_আন্তর্জাতিক_বনধ্যান
কেন্দ্র।
আপনারা সকলে জানেন এটি একটি ধর্মীয় প্রতিষ্ঠান। এই ফুরমোন সাধনাতীর্থ আন্তর্জাতিক বনধ্যান কেন্দ্রের
্যপুরুষ_পরম_পূজ্য_বনভন্তের ২য় সুযোগ্য শিষ্য

#শ্রীমৎ_ভৃগু_মহাস্থবির ভন্তে শিষ্য সংর্ঘ সহ অবস্থান করেন। এবং বিভিন্ন কুটিরে ভাবনা কোর্স করা হয়।
বর্তমানে দেখা যাচ্ছে যে ফুরমোনকে একটি পর্যটন কেন্দ্র মনে করে বিভিন্ন এলাকা থেকে হৈই হুল্লো করে ঘুরতে যাচ্ছে,ধর্মীয় প্রতিষ্ঠান মনে না করে বিনোদন স্পর্ট মনে করতেছেন, ভিডিও বানিয়ে পর্যটন হিসেবে তৈরি করতে চাচ্ছেন,টিকটক বানিয়ে নিজেদের হাই লেভেলে নিয়ে যেতে চাচ্ছেন। কিন্তু ভুলে যাচ্ছেন যে এখানে নিরবতার জন্য বিশেষ বিজ্ঞপ্তিও দেয়া আছে। ফুরমোনকে আন্তর্জাতিক ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে সবাই সম্মান করে। প্রতি বছর নানা আয়োজনে মহান কঠিন চীবর দানও করা হয়।

আশা করি বিজ্ঞপ্তির অনুসারে ধর্মীয় নীতি মেনে ফুরমোন সাধনাতীর্থ আন্তর্জাতিক বনধ্যান কেন্দ্রে যাতায়াত করবেন।
তা না হলে বিজ্ঞপ্তি ভঙ্গকারিদের আইনের ব্যবস্থা নেয়া হবে।
রাঙ্গামাটি #ফুরমোন আন্তর্জাতিক সাধনা তীর্থ বন বিহারের (বৌদ্ধ বিহার)পবিত্রতা রক্ষার্থে ও এলাকাবাসীদের অনুরোধে আগামী ২৯.১২.২০২৩ ইং থেকে সকল প্রকার ভ্রমণ পিপাসু পর্যটক, ব্লগার ও সাংবাদিকদের নির্দিষ্টকালের জন্য প্রবেশ বন্ধ করে দেওয়া হলো৷
আদেশ ক্রমে
বিহার কতৃপক্ষ।
সভাপতি
রিপন চাকমা(শিক্ষক, সাপছড়ি উচ্চ বিদ্যালয়)
ফোন: +৮৮০১৮২২০৫৩৭১০
Jeson Chakma

সৃষ্টিকর্তা/ ভগবানের কাছে একটাই চাওয়া যে যেখানে থাকুক জাতিবর্ণ নির্বিশেষে  সবাই ভালো থাকুক।-জগতের সকল প্রাণী সুখী হোক🙏
24/12/2023

সৃষ্টিকর্তা/ ভগবানের কাছে একটাই চাওয়া যে যেখানে থাকুক জাতিবর্ণ নির্বিশেষে সবাই ভালো থাকুক।
-জগতের সকল প্রাণী সুখী হোক🙏

12/12/2023

-দলে দলে ভাগ নওইনেই,আমি হমলে একজোদা ওই পারিবোঙ?
-ইদুক্কেন গোরি আমার অস্তিত্ব তিগি রাগেই পারিবোঙ হেনে?
Jeson the ChotoBhai

 #পাহাড়ের রক্ত #খাগড়াছড়ির পানছড়িতে প্রতিপক্ষের গুলিতে নিহত-৪,নিখোঁজ-৩-খাগড়াছড়ির পানছড়িতে প্রতিপক্ষের গুলিতে  পিসিপি’র সা...
12/12/2023

#পাহাড়ের রক্ত
#খাগড়াছড়ির পানছড়িতে প্রতিপক্ষের গুলিতে নিহত-৪,নিখোঁজ-৩

-খাগড়াছড়ির পানছড়িতে প্রতিপক্ষের গুলিতে পিসিপি’র সাবেক সভাপতি বিপুল চাকমাসহ চার জনকে হত্যা করেছে। এছাড়া এ ঘটনায় আরো তিন জন নিখোঁজ রয়েছেন বলে খবর পাওয়া গেছে।

-গতকাল সোমবার ১১ ডিসেম্বর রাতে পানছড়ি উপজেলার লোগং ইউনিয়নের অনিল কার্বারি পাড়া নামক এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।

-জানা যায়,নিহতদের মধ্যে পিসিপি’র সাবেক সভাপতি ও গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিপুল চাকমা (৩২),পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি সুনীল ত্রিপুরা (২৮),গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার সহ-সভাপতি লিটন চাকমা (২৯) ও ইউপিডিএফ সদস্য রহিনসা ত্রিপুরা।

-এ ঘটনায় আরো নিখোঁজ রয়েছেন ইউপিডিএফ সংগঠক নীতি দত্ত চাকমা, হরি কমল ত্রিপুরা ও সদস্য প্রকাশ ত্রিপুরা।

-স্থানীয় সূত্রে জানা যায়,সাংগঠনিক কাজের জন্য বিপুল চাকমাসহ উক্ত ৭ জন নেতা-কর্মী গতকাল লোগাং এলাকায় যান। তারা রাতে অনিল পাড়া নামক গ্রামে এক বাড়িতে অবস্থান করছিলেন। এ সময় রাত আনুমানিক ১০টা থেকে ১১টার মধ্যে একটি সশস্ত্র দল ওই বাড়িতে অতর্কিতভাবে হামলা চালায়। একে একে বিপুল চাকমা, সুনীল ত্রিপুরা, লিটন চাকমা ও রহিনসা ত্রিপুরাকে গুলি করে হত্যা করে। তাদেরকে হত্যার পর দুর্বৃত্তরা সেখান থেকে চলে যায়।

-এ ঘটনায় নিখোঁজ তিন জনের মধ্যে নীতি দত্ত চাকমা ও হরি কমল-কে দুর্বৃত্তরা অপহরণ করে নিয়ে গেছে বলে স্থানীয়রা ধারণা করছেন।
Jeson the ChotoBhai

👉সংগ্রহীত তথ্য

Finally going done Guys
01/12/2023

Finally going done Guys

24/11/2023

তেমন কিছু না🤔 সবাই কাপল ঘুরতেছে তাই আমি রঙ চা খেয়ে মনের দুঃখ মেটাচ্ছি😩🥴

হিয়োজনে নেজোনা মরে🥺
23/11/2023

হিয়োজনে নেজোনা মরে🥺

Address


Alerts

Be the first to know and let us send you an email when Jeson the ChotoBhai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jeson the ChotoBhai:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share

Our Story

Chakma Language Online School-অর তেককাপ্যা ধক (সংক্ষিপ্ত রূপ) হ়লদে CLOS(সিএলওএস)। ইআন হ়লদে চাঙমার পত্থম অনলাইন ইস্কুল। এ অনলাইন ইস্কুলান ২৪.০৭.২০১৮ পুরত্ আরগানি গরা হ়য়ে।