একটি সৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠান
হেল্পলাইন : 01881613838
21/09/2025
কবি মিনহাজ রাফি'র কবিতার বই - শঙ্কিত কিছু পাখি। আসছে অক্ষরবৃত্ত প্রকাশন থেকে। ২৬ বইমেলার বই।
প্রচ্ছদ করেছে : Nirzhar Noishabdya
18/09/2025
অমর একুশে বইমেলা ২০২৬-এর তারিখ নির্ধারণ
আজ ৩রা আশ্বিন ১৪৩২/১৮ই সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার বিকেল ৫:০০টায় বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে অমর একুশে বইমেলা ২০২৬-এর তারিখ নির্ধারণ সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো: মফিদুর রহমান। সভায় উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, একাডেমির সচিব, পরিচালকবৃন্দ এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রতিনিধিবৃন্দ। সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও পবিত্র রমজানের পরিপ্রেক্ষিতে অমর একুশে বইমেলা ২০২৬-এর তারিখ আগামী ১৭ই ডিসেম্বর ২০২৫ থেকে ১৭ই জানুয়ারি ২০২৬ পর্যন্ত নির্ধারণ করা হয়।
16/09/2025
আগামী নির্বাচনের কারণে ২০২৬ সালের অমর একুশে বইমেলা দেড় মাস এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে বাংলা একাডেমি। অমর একুশে বইমেলা সম্ভাব্য তারিখ -১৫ ডিসেম্বর ২০২৫ টু ১৫ জানুয়ারি ২০২৬!
- এনটিভি নিউজ
07/09/2025
বদরুদ্দীন উমর
তাঁর প্রয়াণে শোক ও শ্রদ্ধা
01/09/2025
মাহবুব এ রহমানের অনূদিত বই 'হাউ টু বিকাম অ্যা পিপল ম্যাগনেট'──শীঘ্রই আসবে 'অনুবাদ প্রকাশ' থেকে।
29/08/2025
✨📖 অক্ষরবৃত্ত থেকে আসছে নতুন চমক! 📖✨
“গালিভারের ভ্রমণকাহিনী” — অজানা দ্বীপ, অচেনা জাতি আর বিস্ময়কর অভিযানের রূপকথার মতো এক যাত্রা! 🌍⛵
শিশুদের কাছে যেমন মজার কল্পলোকের গল্প, তেমনি প্রাপ্তবয়স্কদের কাছে ব্যঙ্গ-বিদ্রূপে ভরা রাজনৈতিক বাস্তবতার এক অনন্য ক্যানভাস।
👉 এবার অক্ষরবৃত্ত আনছে এই কালজয়ী সাহিত্যকর্মের অনুবাদ— প্রাঞ্জল, সহজবোধ্য, অথচ সাহিত্যরস অক্ষুণ্ণ।
👉 পাঠক নতুন করে আবিষ্কার করবে লিলিপুটের ক্ষুদ্র মানুষ, ব্রোবডিংন্যাগের দৈত্যদেহী নাগরিক, আর গালিভারের চোখে দেখা সমাজ ও সভ্যতার অদ্ভুত আয়না।
🔥 এটাই হবে এই বছরের সবচেয়ে আলোচিত অনুবাদ-গ্রন্থ!
তাহলে প্রস্তুত তো?
#গালিভারেরভ্রমণকাহিনী #অক্ষরবৃত্ত #বইপ্রকাশ
আর্ট: রাফাত আহমেদ বাঁধন
20/08/2025
কিংকর্তব্যথ্রিলার - ২, লোডিং...
17/08/2025
📚 সাহিত্যপ্রেমীদের জন্য একটি বিশেষ আয়োজন! 📚
আলোচনার বিষয়:
“সমকালীন বিশ্বসাহিত্য এবং বাংলা চিরায়ত সাহিত্যের কদর”
🔹 আলোচক:
মোজাফ্ফর হোসেন
– কথাসাহিত্যিক, গবেষক ও বিশ্লেষক
📅 তারিখ: ১৮ আগস্ট ২০২৫, সোমবার
🕘 সময়: রাত ৯টা
🌐 অনলাইন প্ল্যাটফর্ম: অক্ষরবৃত্ত ফেসবুক পেজ
এই আয়োজনে আমরা আলোচনা করবো—
✅ বর্তমান বিশ্বসাহিত্যের ধারা
✅ বাংলা সাহিত্যের চিরায়ত রূপ
✅ দুই ধারার মধ্যে সংযোগ ও প্রভাব
✅ তরুণ প্রজন্মের সাহিত্য-সংলাপের ভূমিকা
🔔 অংশগ্রহণ করতে ভুলবেন না!
আসুন, সাহিত্য নিয়ে ভাবি এবং অন্যদের ভাবাই।
শুভ জন্মদিন পুরোদস্তুর বইয়ের মানুষ আনিস সুজন। অক্ষরবৃত্ত প্রকাশনের কর্ণধার। একজন বইয়ের ঘ্রাণে হারিয়ে যাওয়া মানুষ, জমানো কবিতা। বই নিয়ে কাজ করার নেপথ্যের সব গল্পগুলো আপনার আয়ুতে যোগ হউক। অক্ষরবৃত্ত পরিবারের সকল লেখক, পাঠক, সম্পাদক, শুভাকাঙ্ক্ষী এবং কর্মকর্তার পক্ষ থেকে হাজারো শুভেচ্ছা জানাচ্ছি। আরও কোটি বছর বাঁচুন 🌺
Be the first to know and let us send you an email when অক্ষরবৃত্ত প্রকাশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
প্রিয় লেখক বন্ধুগণ,
‘অক্ষরেই অমরত্ব’ এই স্লোগানকে লালন করেই ২০১৮ সালে সাহিত্যাঙ্গণে পদার্পণ ঘটে অক্ষরবৃত্ত প্রকাশনের। প্রথম বছরেই অমর একুশে বইমেলা ২০১৮, চট্টগ্রামে শ্রেষ্ঠ প্রকাশনা ও শ্রেষ্ঠ স্টল পুরস্কার লাভ করে লেখক পাঠকদের অন্তরে জায়গা করে নেয়।
বাংলাভাষায় সাহিত্যচর্চাকে উন্মুক্ত করতে এবং তরুণ নিবেদিত প্রাণ লেখদের অনুপ্রেরণা দেওয়ার উদ্দেশ্যে ২০১৮ সালে প্রথমবারের মতো ঘোষিত হয় ‘অক্ষরবৃত্ত পাণ্ডুলিপি পুরস্কার’। এর ধারাবাহিকতায় ২০১৮ ও ২০১৯ এর পর ২০২০ সালেও পাণ্ডুলিপি আহ্বান করা হচ্ছে।
#নীতিমালা-
০১. ৩১ আগস্ট ২০২০ এর মধ্যে প্রিন্ট অথবা হাতে লেখা পাণ্ডুলিপি কুরিয়ারের (হ্যান্ড ডেলিভারী) মাধ্যমে জমা দিতে হবে।
০২. একজন লেখক সর্বোচ্চ ২টি বিষয়ে অংশগ্রহণ করতে পারবেন।
০৩. ৪টি বিভাগে নির্বাচিত ৪টি পাণ্ডুলিপি প্রকাশনীর খরচে ২০২১ বইমেলায় প্রকাশ করা হবে।
০৪. পাণ্ডুলিপির সাথে আলাদা পৃষ্ঠায় লেখকের সঠিক পরিচিতি, ছবি ও ফোন নম্বর যুক্ত করতে হবে। পাণ্ডুলিপির ১ম পৃষ্ঠা ছাড়া ভেতরের কোনো পৃষ্ঠায় লেখকের নাম উল্লেখ করা যাবে না।
০৫. খামের উপর অক্ষরবৃত্ত পাণ্ডুলিপি পুরস্কার ২০২০ এবং পাণ্ডুলিপির বিভাগ ও বিষয় উল্লেখ করতে হবে।
০৬. সঠিকভাবে যাচাই-বাছাই করার জন্য ই-মেইলে পাণ্ডুলিপি গ্রহণ করা হয় না।
০৭. যে কোনো বিষয় কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বিবেচিত হবে।
★ অক্ষরবৃত্ত পাণ্ডুলিপি পুরস্কার ২০১৯
#প্রবন্ধ- ছড়া কবিতার গদ্য কথন, #উপন্যাস- তিলোত্তমা বিষয়ক পাপ, #গল্প- এখানে শিরদাঁড়া মেরামত করা হয়, #কিশোরকবিতা- তুমি তখন ফড়িং ছিলে, #শিশুসাহিত্য- হানাদার তাড়ানো বটগাছ
★ অক্ষরবৃত্ত শিশুসাহিত্য পাণ্ডুলিপি পুরস্কার ২০১৮
#প্রবন্ধ- গল্পে গানে শাহ্ আবদুল করিম, #কিশোর_উপন্যাস- মিঠু তুমি স্বাধীনতা, #রূপকথার_গল্প- পরীর পাহাড়, #কিশোরকবিতা- মেঘের ভাঁজে রোদ, #ভৌতিক_গল্প- দুই টুকরো ভূত
#পুরস্কার-
প্রতিটি বিভাগ থেকে ১ জন করে ৪টি বিভাগে ৪ জন সেরা লেখকের পাণ্ডুলিপি প্রকাশনীর খরচে।গ্রন্থাকারে প্রকাশ, ক্রেস্ট, সনদ ও লেখক কপি হিসেবে ১৫,০০০/- মূল্যের বই প্রদান।
#বিশেষ_আকর্ষণ-
** প্রতিটি বিভাগ থেকে নির্বাচিত ১০ জন করে মোট ৪০ জন লেখকের বই লেখক-প্রকাশক যৌথ বিনিয়োগে প্রকাশ করা হবে। নির্বাচিত সকল লেখককে ক্রেস্ট ও সনদ প্রদান করা হবে।
** পুরস্কারপ্রাপ্ত ৪টি ও নির্বাচিত ৪০টি পাণ্ডুলিপির স্বত্ব লেখকের নামে সংরক্ষিত থাকবে এবং প্রতিবার মুদ্রণে লেখককে রয়েলিটি প্রদান করা হবে।
আপনার রচিত সেরা পাণ্ডুলিপিটি আজই পাঠিয়ে দিন। পরিচিত লেখকদেরকে পোস্টটি ট্যাগ, মেনশন অথবা শেয়ার করে তাদের প্রতিভা প্রকাশের সুযোগ করে দিন।
প্রতিযোগিতার নিয়মিত আপডেট পেতে @অক্ষরবৃত্ত পেইজ, @অক্ষরবৃত্ত প্রকাশন আইডি এবং @অক্ষরবৃত্ত লেখক পাঠক ফোরাম গ্রুপের পোস্টগুলো ফলো করুন।
বিস্তারিত তথ্য জানতে -
01839-575959
01826-540834
কুরিয়ার বা ডাকযোগে লেখা পাঠানোর ঠিকানা -
অক্ষরবৃত্ত প্রকাশন
হাজী ইকবাল বিল্ডিং (৩য় তলা), ৩ নজির আহমদ চৌধুরী বাই লেইন,
আন্দরকিল্লা, চট্টগ্রাম-৪০০০।
#অক্ষরবৃত্ত_পাণ্ডুলিপি_পুরস্কার_২০২০
বইকে শুধু আপন বুঝি
বইয়ের ভেতর স্বপ্নখুঁজি