অক্ষরবৃত্ত প্রকাশন

অক্ষরবৃত্ত প্রকাশন একটি সৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠান
হেল্পলাইন : 01881613838

08/08/2025

লেখকবান্ধব ওয়েবসাইটে কী কী চান আপনারা? কী কী সুবিধা পেতে চান? অক্ষরবৃত্ত ওয়েবসাইট কেমন হওয়া জরুরি?

অক্ষরবৃত্ত প্রকাশনের শোকবার্তাচট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি, বীর মুক্তিযোদ্ধা জনাব মহিউদ্দিন শাহ ...
02/08/2025

অক্ষরবৃত্ত প্রকাশনের শোকবার্তা

চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি, বীর মুক্তিযোদ্ধা জনাব মহিউদ্দিন শাহ আলম নিপু আজ সকাল সাড়ে ৬টায় ইন্তেকাল করেছেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তিনি ছিলেন দেশের প্রকাশনা অঙ্গনের একজন নিবেদিতপ্রাণ সংগঠক, মুক্তিযুদ্ধের একজন সাহসী সন্তান এবং সৃজনশীলতার এক অনন্য পথিকৃৎ। চট্টগ্রামের প্রকাশনা জগত ও জাতীয় পর্যায়ে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

অক্ষরবৃত্ত প্রকাশন পরিবার তাঁর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে। মহান আল্লাহ্ তাঁর নেক আমল কবুল করুন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন।

জানাজার সময়
• আজ বাদ এশা: জমিয়তুল ফালাহ মসজিদ, চট্টগ্রাম।
• আগামীকাল সকাল ১১:০০ টা: কাদির বক্স ভূঁইয়া বাড়ি, মিঠাছড়া, মিরেরসরাই।

01/08/2025

বিশেষ বিজ্ঞপ্তি!

অক্ষরবৃত্ত টিমের হয়ে কাজ করতে চান? এ-ই যেমন, শুরুতে আমাদের অনলাইন প্রোগ্রামগুলোর সঞ্চালনা করা, বিভিন্ন বইয়ের ভিডিও মেক করা, তারপর....

আপাতত আর মাথায় আসছে না। তবে কাজ একসাথে করার মনোবল থাকতে হবে; এই আরকি।

যোগ্যতা - প্রচণ্ড বইপড়ুয়া, সাবলীলভাবে অনর্গল কথা বলার ক্যাপাবিলিটি। কোনো সময়সীমা নেই, অফিস ওয়ার্ক নেই।

স্যালারি বা সম্মানী? এটা আপাতত দু'টো ভাগে ভাগ করতাছি।

প্রথম, আমাদের সামনে অনলাইনে যে বই নিয়ে প্রোগ্রামগুলো হবে সেগুলোর বই ফ্রী-তে পেয়ে যাবেন। বাৎসরিক বিশাল এমাউন্টের বই যোগ হবে আপনার লাইব্রেরিতে।

দ্বিতীয়ত, আমরা পরে টাকার এমাউন্ট নিয়ে আলোচনা করবো।

রাজি থাকলে মেইল করেন - [email protected]

মেইলে শুধু আপনার নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং কেন অক্ষরবৃত্তের হয়ে কাজ করবেন এসব লিখে পাঠাবেন। কোনো সিভি দরকার নেই। তবে ছবিটা এটাচ করে দিবেন।

এ-ই... টা-টা!

30/07/2025

শামীম আমিনুর রহমানের ঐতিহ্যজগত

৬ জুলাই ২০২৫। বেঙ্গল শিল্পালয়। এলিজা বিনতে এলাহী'র দুটো গ্রন্থের প্রকাশনা উদযাপনের দিন ধার্য করা হয়। সেদিনের সুন্দর সন্ধ্যায় আগত অতিথি ও আলোচকরা সেই ছোটখাট উদযাপনকে একটি অনন্য উচ্চতায় নিয়ে গেছেন বলার অপেক্ষা রাখে না । প্রকাশনাকে ঘিরে ও আগত অতিথিদের সাথে পুরোনো স্মৃতি ও নতুন স্মৃতি মিলেমিশে ভিন্ন আবহ , উৎসাহ ও প্রেরণা তৈরী করেছে নিঃসন্দেহে ।

অনুষ্ঠান পরিচালনা ও সূচনা বক্তব্য রাখেন সংগীত শিল্পী ও স্থপতি লুভা নাহিদ চৌধুরী । স্বাগত বক্তব্য রাখেন অক্ষরবৃত্তের হেড অব কমিউনিকেশনস রিয়াজ মোরশেদ সায়েম। গ্রন্থ দুটো নিয়ে আলোচনা করেছেন প্রকৃতিবিদ, লেখক ও পাখি বিশেষজ্ঞ ইনাম আল হক, লেখক ও আলোকচিত্রী জালাল আহমেদ, কথাসাহিত্যিক মোজাফফর হোসেন এবং কবি ও সাংবাদিক সাজ্জাদ শরীফ।

এছাড়া উপস্থিত ছিলেন অনেক গুনী লেখক , প্রকাশক , শিক্ষক , বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা ।

কথাশিল্পী হাসনাত আবদুল হাই বলেন - আমি জীবনে বহু ইন্টারভিউ দিয়েছি পত্র-পত্রিকা ও ম্যাগাজিনে কিন্তু এই প্রথম আমার একক সাক্ষাৎকার মলাটবদ্ধ হলো। অক্ষরবৃত্ত প্রকাশনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে কথাশিল্পী বলেন “সাক্ষাৎকারের সিরিজ ছাপা হওয়া উচিত। চট্টগ্রাম থেকে অক্ষরবৃত্তের এ সাহসের ভূয়সী প্রশংসা করেন”।

প্রকৃতিবিদ ও পাখি বিশেষজ্ঞ ইনাম আল হক দুটি প্রকাশনার জন্য লেখক ও প্রকাশককে সাধুবাদ জানান।

কবি ও সাংবাদিক সাজ্জাদ শরিফও বাংলাদেশ হেরিটেজ ভ্রমণ ও প্রত্নস্থান অনুসন্ধানের উল্লেখ্যের বিষয়টি নিয়ে লেখককে উৎসাহ দেন।

লেখক ও আলোকচিত্রী জালাল আহমেদ হাসনাত আবদুল হাই এর সুদীর্ঘ সাহিত্য জীবন ও তাঁর পেশাগত জীবন আগত অতিথিদের সামনে বর্ণনা করেন।

সংগ্রাহক ও লেখক শামীম আমিনুর রহমানও নিজের অনুভূতি প্রকাশ করেছেন বই দুটো সম্পর্কে।

কথাসাহিত্যিক মোজাফ্ফর হোসেনও বর্তমান গ্রন্থ দুটির পাশাপাশি আরও সিরিজ প্রকাশ করবার জন্য লেখক ও প্রকাশককে আহ্বান জানান এবং বই দু'টোর গুরুত্বপূর্ণ ক্রিটিকস করেন।

দারুণ এবং দীর্ঘ আড্ডার পর পর্দা নামে এ বিশেষ সন্ধ্যার! সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছে অক্ষরবৃত্ত টিম।

চিত্রগ্রহণ ও সম্পাদনা : রাজিব আহমেদ
পরিকল্পনা ও নির্দেশনা : মধুসূদন মিহির চক্রবর্তী

28/07/2025

কথা বলছেন আলোচক, লেখক ও আলোকচিত্রী জালাল আহমেদ

৬ জুলাই ২০২৫। বেঙ্গল শিল্পালয়। এলিজা বিনতে এলাহী'র দুটো গ্রন্থের প্রকাশনা উদযাপনের দিন ধার্য করা হয়। সেদিনের সুন্দর সন্ধ্যায় আগত অতিথি ও আলোচকরা সেই ছোটখাট উদযাপনকে একটি অনন্য উচ্চতায় নিয়ে গেছেন বলার অপেক্ষা রাখে না । প্রকাশনাকে ঘিরে ও আগত অতিথিদের সাথে পুরোনো স্মৃতি ও নতুন স্মৃতি মিলেমিশে ভিন্ন আবহ , উৎসাহ ও প্রেরণা তৈরী করেছে নিঃসন্দেহে ।

অনুষ্ঠান পরিচালনা ও সূচনা বক্তব্য রাখেন সংগীত শিল্পী ও স্থপতি লুভা নাহিদ চৌধুরী । স্বাগত বক্তব্য রাখেন অক্ষরবৃত্তের হেড অব কমিউনিকেশনস রিয়াজ মোরশেদ সায়েম। গ্রন্থ দুটো নিয়ে আলোচনা করেছেন প্রকৃতিবিদ, লেখক ও পাখি বিশেষজ্ঞ ইনাম আল হক, লেখক ও আলোকচিত্রী জালাল আহমেদ, কথাসাহিত্যিক মোজাফফর হোসেন এবং কবি ও সাংবাদিক সাজ্জাদ শরীফ।

এছাড়া উপস্থিত ছিলেন অনেক গুনী লেখক , প্রকাশক , শিক্ষক , বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা ।

কথাশিল্পী হাসনাত আবদুল হাই বলেন - আমি জীবনে বহু ইন্টারভিউ দিয়েছি পত্র-পত্রিকা ও ম্যাগাজিনে কিন্তু এই প্রথম আমার একক সাক্ষাৎকার মলাটবদ্ধ হলো। অক্ষরবৃত্ত প্রকাশনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে কথাশিল্পী বলেন “সাক্ষাৎকারের সিরিজ ছাপা হওয়া উচিত। চট্টগ্রাম থেকে অক্ষরবৃত্তের এ সাহসের ভূয়সী প্রশংসা করেন”।

প্রকৃতিবিদ ও পাখি বিশেষজ্ঞ ইনাম আল হক দুটি প্রকাশনার জন্য লেখক ও প্রকাশককে সাধুবাদ জানান।

কবি ও সাংবাদিক সাজ্জাদ শরিফও বাংলাদেশ হেরিটেজ ভ্রমণ ও প্রত্নস্থান অনুসন্ধানের উল্লেখ্যের বিষয়টি নিয়ে লেখককে উৎসাহ দেন।

লেখক ও আলোকচিত্রী জালাল আহমেদ হাসনাত আবদুল হাই এর সুদীর্ঘ সাহিত্য জীবন ও তাঁর পেশাগত জীবন আগত অতিথিদের সামনে বর্ণনা করেন।

সংগ্রাহক ও লেখক শামীম আমিনুর রহমানও নিজের অনুভূতি প্রকাশ করেছেন বই দুটো সম্পর্কে।

কথাসাহিত্যিক মোজাফ্ফর হোসেনও বর্তমান গ্রন্থ দুটির পাশাপাশি আরও সিরিজ প্রকাশ করবার জন্য লেখক ও প্রকাশককে আহ্বান জানান এবং বই দু'টোর গুরুত্বপূর্ণ ক্রিটিকস করেন।

দারুণ এবং দীর্ঘ আড্ডার পর পর্দা নামে এ বিশেষ সন্ধ্যার! সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছে অক্ষরবৃত্ত টিম।

চিত্রগ্রহণ ও সম্পাদনা : রাজিব আহমেদ
পরিকল্পনা ও নির্দেশনা : মধুসূদন মিহির চক্রবর্তী

27/07/2025

কথা বলছেন শিল্পী লুভা নাহিদ চৌধুরী, মহাপরিচালক, বেঙ্গল ফাউন্ডেশন।

৬ জুলাই ২০২৫। বেঙ্গল শিল্পালয়। এলিজা বিনতে এলাহী'র দুটো গ্রন্থের প্রকাশনা উদযাপনের দিন ধার্য করা হয়। সেদিনের সুন্দর সন্ধ্যায় আগত অতিথি ও আলোচকরা সেই ছোটখাট উদযাপনকে একটি অনন্য উচ্চতায় নিয়ে গেছেন বলার অপেক্ষা রাখে না । প্রকাশনাকে ঘিরে ও আগত অতিথিদের সাথে পুরোনো স্মৃতি ও নতুন স্মৃতি মিলেমিশে ভিন্ন আবহ , উৎসাহ ও প্রেরণা তৈরী করেছে নিঃসন্দেহে ।

অনুষ্ঠান পরিচালনা ও সূচনা বক্তব্য রাখেন সংগীত শিল্পী ও স্থপতি লুভা নাহিদ চৌধুরী । স্বাগত বক্তব্য রাখেন অক্ষরবৃত্তের হেড অব কমিউনিকেশনস রিয়াজ মোরশেদ সায়েম। গ্রন্থ দুটো নিয়ে আলোচনা করেছেন প্রকৃতিবিদ, লেখক ও পাখি বিশেষজ্ঞ ইনাম আল হক, লেখক ও আলোকচিত্রী জালাল আহমেদ, কথাসাহিত্যিক মোজাফফর হোসেন এবং কবি ও সাংবাদিক সাজ্জাদ শরীফ।

এছাড়া উপস্থিত ছিলেন অনেক গুনী লেখক , প্রকাশক , শিক্ষক , বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা ।

কথাশিল্পী হাসনাত আবদুল হাই বলেন - আমি জীবনে বহু ইন্টারভিউ দিয়েছি পত্র-পত্রিকা ও ম্যাগাজিনে কিন্তু এই প্রথম আমার একক সাক্ষাৎকার মলাটবদ্ধ হলো। অক্ষরবৃত্ত প্রকাশনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে কথাশিল্পী বলেন “সাক্ষাৎকারের সিরিজ ছাপা হওয়া উচিত। চট্টগ্রাম থেকে অক্ষরবৃত্তের এ সাহসের ভূয়সী প্রশংসা করেন”।

প্রকৃতিবিদ ও পাখি বিশেষজ্ঞ ইনাম আল হক দুটি প্রকাশনার জন্য লেখক ও প্রকাশককে সাধুবাদ জানান।

কবি ও সাংবাদিক সাজ্জাদ শরিফও বাংলাদেশ হেরিটেজ ভ্রমণ ও প্রত্নস্থান অনুসন্ধানের উল্লেখ্যের বিষয়টি নিয়ে লেখককে উৎসাহ দেন।

লেখক ও আলোকচিত্রী জালাল আহমেদ হাসনাত আবদুল হাই এর সুদীর্ঘ সাহিত্য জীবন ও তাঁর পেশাগত জীবন আগত অতিথিদের সামনে বর্ণনা করেন।

সংগ্রাহক ও লেখক শামীম আমিনুর রহমানও নিজের অনুভূতি প্রকাশ করেছেন বই দুটো সম্পর্কে।

কথাসাহিত্যিক মোজাফ্ফর হোসেনও বর্তমান গ্রন্থ দুটির পাশাপাশি আরও সিরিজ প্রকাশ করবার জন্য লেখক ও প্রকাশককে আহ্বান জানান এবং বই দু'টোর গুরুত্বপূর্ণ ক্রিটিকস করেন।

দারুণ এবং দীর্ঘ আড্ডার পর পর্দা নামে এ বিশেষ সন্ধ্যার! সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছে অক্ষরবৃত্ত টিম।

চিত্রগ্রহণ ও সম্পাদনা : রাজিব আহমেদ
পরিকল্পনা ও নির্দেশনা : মধুসূদন মিহির চক্রবর্তী

কার্লো রাভেলি'র গুরুত্বপূর্ণ যে বইটি আসছে অনুবাদ প্রকাশ থেকে...বিজ্ঞানের যে সুবিশাল, রহস্যময় জগৎ, যেখানে এখনো অনেকের পা ...
26/07/2025

কার্লো রাভেলি'র গুরুত্বপূর্ণ যে বইটি আসছে অনুবাদ প্রকাশ থেকে...

বিজ্ঞানের যে সুবিশাল, রহস্যময় জগৎ, যেখানে এখনো অনেকের পা পড়েনি, কিংবা যারা আধুনিক জ্ঞান-বিজ্ঞানের জটিল ও কুটিল পথে চলতে দ্বিধা বোধ করেন। এই লেসনগুলো তাদের জন্যই সযত্নে রচনা করা হয়েছে।
এই লেখাগুলো আপনাকে বিংশ এবং একবিংশ শতাব্দীতে পদার্থবিজ্ঞানে ঘটে যাওয়া সেই মহাবিপ্লবের সবচেয়ে রোমাঞ্চকর সরণিগুলো ধরে এক দ্রুতগামী সফরে নিয়ে যাবে। এই বিপ্লব আমাদের চেতনার সামনে যে গভীর প্রশ্ন এবং অপার রহস্যের জাল বুনেছে, তারও একটি স্বচ্ছ, নির্মল প্রতিচ্ছবি এখানে ফুটে উঠবে। কারণ বিজ্ঞান কেবল আমাদের বিশ্বকে আরও ভালোভাবে বোঝার চোখ খুলে দেয় না, বরং আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে, আমাদের জানার বাইরে এক বিশাল, অনন্ত অজানার মহাসমুদ্র বিস্তৃত হয়ে আছে।

আমাদের এই জ্ঞানযাত্রার প্রথম লেসন নিবেদিত হয়েছে আলবার্ট আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতা তত্ত্বের প্রতি—যাকে জ্ঞানীরা বলেন "তত্ত্বগুলোর মধ্যে সবচেয়ে সুন্দর"। দ্বিতীয় লেসনে আমরা ডুব দেব কোয়ান্টাম মেকানিক্সের আশ্চর্য, প্রায় জাদুকরী এক জগতে, যেখানে লুকিয়ে আছে আধুনিক পদার্থবিজ্ঞানের সবচেয়ে আলোড়নকারী ভাবনাগুলো। তৃতীয় লেসন আমরা ঘুরে আসব আমাদের এই চেনা মহাবিশ্বের সুবিশাল স্থাপত্য দেখতে; আর চতুর্থ লেসন পরিচিত হব এর ক্ষুদ্রতম বাসিন্দা, অর্থাৎ মৌলিক কণাগুলোর প্রাণচঞ্চল জগতের সঙ্গে।

পঞ্চম লেসনের বিষয়বস্তু হলো কোয়ান্টাম গ্র্যাভিটি—বিংশ শতাব্দীর দুটি মহৎ কিন্তু পরস্পরবিরোধী আবিষ্কারকে এক সূত্রে গাঁথার এক দুঃসাহসিক প্রচেষ্টা। ষষ্ঠ লেসনে আমরা আলোচনা করব সম্ভাবনা, সময় এবং কৃষ্ণগহ্বরের তাপের মতো জটিল কিন্তু মোহনীয় বিষয় নিয়ে। আর এই গ্রন্থের শেষাংশে আমরা ফিরে আসব নিজেদের কাছেই, এবং পরম বিস্ময়ে প্রশ্ন করব—পদার্থবিজ্ঞানের আঁকা এই অদ্ভুত, অচেনা মহাবিশ্বের ছবিতে, আমাদের নিজেদের অস্তিত্বের প্রকৃত অর্থ কী?

এই লেসনগুলো মূলত ইতালীয় সংবাদপত্র ‘ইল সোল ২৪ ওরে’-এর রবিবারের ক্রোড়পত্রে প্রকাশিত ধারাবাহিক প্রবন্ধের একটি পরিবর্ধিত ও পরিমার্জিত রূপ। আমি এই সুযোগে বিশেষভাবে আরমান্দো ম্যাসারেন্টির প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাতে চাই, যিনি পত্রিকার সাংস্কৃতিক পাতাগুলোকে বিজ্ঞানের জন্য অবারিত করে আমাদের সংস্কৃতির এই অবিচ্ছেদ্য ও গুরুত্বপূর্ণ দিকটির উপর নতুন করে আলো ফেলার পথ তৈরি করে দিয়েছেন।

প্রচ্ছদ করেছেন : আরাফাত করিম

প্রকাশের সম্ভাব্য তারিখ : আগস্ট ২০২৫

26/07/2025

কথা বলছেন কবি ও সাংবাদিক (প্রথম আলো) সাজ্জাদ শরিফ...

৬ জুলাই ২০২৫। বেঙ্গল শিল্পালয়। এলিজা বিনতে এলাহী'র দুটো গ্রন্থের প্রকাশনা উদযাপনের দিন ধার্য করা হয়। সেদিনের সুন্দর সন্ধ্যায় আগত অতিথি ও আলোচকরা সেই ছোটখাট উদযাপনকে একটি অনন্য উচ্চতায় নিয়ে গেছেন বলার অপেক্ষা রাখে না । প্রকাশনাকে ঘিরে ও আগত অতিথিদের সাথে পুরোনো স্মৃতি ও নতুন স্মৃতি মিলেমিশে ভিন্ন আবহ , উৎসাহ ও প্রেরণা তৈরী করেছে নিঃসন্দেহে ।

অনুষ্ঠান পরিচালনা ও সূচনা বক্তব্য রাখেন সংগীত শিল্পী ও স্থপতি লুভা নাহিদ চৌধুরী । স্বাগত বক্তব্য রাখেন অক্ষরবৃত্তের হেড অব কমিউনিকেশনস রিয়াজ মোরশেদ সায়েম। গ্রন্থ দুটো নিয়ে আলোচনা করেছেন প্রকৃতিবিদ, লেখক ও পাখি বিশেষজ্ঞ ইনাম আল হক, লেখক ও আলোকচিত্রী জালাল আহমেদ, কথাসাহিত্যিক মোজাফফর হোসেন এবং কবি ও সাংবাদিক সাজ্জাদ শরীফ।

এছাড়া উপস্থিত ছিলেন অনেক গুনী লেখক , প্রকাশক , শিক্ষক , বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা ।

কথাশিল্পী হাসনাত আবদুল হাই বলেন - আমি জীবনে বহু ইন্টারভিউ দিয়েছি পত্র-পত্রিকা ও ম্যাগাজিনে কিন্তু এই প্রথম আমার একক সাক্ষাৎকার মলাটবদ্ধ হলো। অক্ষরবৃত্ত প্রকাশনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে কথাশিল্পী বলেন “সাক্ষাৎকারের সিরিজ ছাপা হওয়া উচিত। চট্টগ্রাম থেকে অক্ষরবৃত্তের এ সাহসের ভূয়সী প্রশংসা করেন”।

প্রকৃতিবিদ ও পাখি বিশেষজ্ঞ ইনাম আল হক দুটি প্রকাশনার জন্য লেখক ও প্রকাশককে সাধুবাদ জানান।

কবি ও সাংবাদিক সাজ্জাদ শরিফও বাংলাদেশ হেরিটেজ ভ্রমণ ও প্রত্নস্থান অনুসন্ধানের উল্লেখ্যের বিষয়টি নিয়ে লেখককে উৎসাহ দেন।

লেখক ও আলোকচিত্রী জালাল আহমেদ হাসনাত আবদুল হাই এর সুদীর্ঘ সাহিত্য জীবন ও তাঁর পেশাগত জীবন আগত অতিথিদের সামনে বর্ণনা করেন।

সংগ্রাহক ও লেখক শামীম আমিনুর রহমানও নিজের অনুভূতি প্রকাশ করেছেন বই দুটো সম্পর্কে।

কথাসাহিত্যিক মোজাফ্ফর হোসেনও বর্তমান গ্রন্থ দুটির পাশাপাশি আরও সিরিজ প্রকাশ করবার জন্য লেখক ও প্রকাশককে আহ্বান জানান এবং বই দু'টোর গুরুত্বপূর্ণ ক্রিটিকস করেন।

দারুণ এবং দীর্ঘ আড্ডার পর পর্দা নামে এ বিশেষ সন্ধ্যার! সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছে অক্ষরবৃত্ত টিম।

চিত্রগ্রহণ ও সম্পাদনা : রাজিব আহমেদ
পরিকল্পনা ও নির্দেশনা : মধুসূদন মিহির চক্রবর্তী

এলিজা বিনতে এলাহীর সাক্ষাৎকারভিত্তিক দুটি বই সংগ্রহ করুন ৩০% ছাড়ে!১. হাসনাত আবদুল হাই-এর সাথে কিছুক্ষণ২. শামীম আমিনুর র...
24/07/2025

এলিজা বিনতে এলাহীর সাক্ষাৎকারভিত্তিক দুটি বই সংগ্রহ করুন ৩০% ছাড়ে!

১. হাসনাত আবদুল হাই-এর সাথে কিছুক্ষণ
২. শামীম আমিনুর রহমান-এর ঐতিহ্যগৎ

24/07/2025

অনুষ্ঠানের আলোচক প্রকৃতিবিদ, লেখক ও পরিব্রাজক ইনাম আল হক এর বক্তব্য।

৬ জুলাই। বেঙ্গল শিল্পালয়। এলিজা বিনতে এলাহী'র দুটো গ্রন্থের প্রকাশনা উদযাপনের দিন ধার্য করা হয়। সেদিনের সুন্দর সন্ধ্যায় আগত অতিথি ও আলোচকরা সেই ছোটখাট উদযাপনকে একটি অনন্য উচ্চতায় নিয়ে গেছেন বলার অপেক্ষা রাখে না । প্রকাশনাকে ঘিরে ও আগত অতিথিদের সাথে পুরোনো স্মৃতি ও নতুন স্মৃতি মিলেমিশে ভিন্ন আবহ , উৎসাহ ও প্রেরণা তৈরী করেছে নিঃসন্দেহে ।

অনুষ্ঠান পরিচালনা ও সূচনা বক্তব্য রাখেন সংগীত শিল্পী ও স্থপতি লুভা নাহিদ চৌধুরী । স্বাগত বক্তব্য রাখেন অক্ষরবৃত্তের হেড অব কমিউনিকেশনস রিয়াজ মোরশেদ সায়েম। গ্রন্থ দুটো নিয়ে আলোচনা করেছেন প্রকৃতিবিদ, লেখক ও পাখি বিশেষজ্ঞ ইনাম আল হক, লেখক ও আলোকচিত্রী জালাল আহমেদ, কথাসাহিত্যিক মোজাফফর হোসেন এবং কবি ও সাংবাদিক সাজ্জাদ শরীফ।

এছাড়া উপস্থিত ছিলেন অনেক গুনী লেখক , প্রকাশক , শিক্ষক , বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা ।

কথাশিল্পী হাসনাত আবদুল হাই বলেন - আমি জীবনে বহু ইন্টারভিউ দিয়েছি পত্র-পত্রিকা ও ম্যাগাজিনে কিন্তু এই প্রথম আমার একক সাক্ষাৎকার মলাটবদ্ধ হলো। অক্ষরবৃত্ত প্রকাশনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে কথাশিল্পী বলেন “সাক্ষাৎকারের সিরিজ ছাপা হওয়া উচিত। চট্টগ্রাম থেকে অক্ষরবৃত্তের এ সাহসের ভূয়সী প্রশংসা করেন”।

প্রকৃতিবিদ ও পাখি বিশেষজ্ঞ ইনাম আল হক দুটি প্রকাশনার জন্য লেখক ও প্রকাশককে সাধুবাদ জানান।

কবি ও সাংবাদিক সাজ্জাদ শরিফও বাংলাদেশ হেরিটেজ ভ্রমণ ও প্রত্নস্থান অনুসন্ধানের উল্লেখ্যের বিষয়টি নিয়ে লেখককে উৎসাহ দেন।

লেখক ও আলোকচিত্রী জালাল আহমেদ হাসনাত আবদুল হাই এর সুদীর্ঘ সাহিত্য জীবন ও তাঁর পেশাগত জীবন আগত অতিথিদের সামনে বর্ণনা করেন।

সংগ্রাহক ও লেখক শামীম আমিনুর রহমানও নিজের অনুভূতি প্রকাশ করেছেন বই দুটো সম্পর্কে।

কথাসাহিত্যিক মোজাফ্ফর হোসেনও বর্তমান গ্রন্থ দুটির পাশাপাশি আরও সিরিজ প্রকাশ করবার জন্য লেখক ও প্রকাশককে আহ্বান জানান এবং বই দু'টোর গুরুত্বপূর্ণ ক্রিটিকস করেন।

দারুণ এবং দীর্ঘ আড্ডার পর পর্দা নামে এ বিশেষ সন্ধ্যার! সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছে অক্ষরবৃত্ত টিম।

চিত্রগ্রহণ ও সম্পাদনা : রাজিব আহমেদ
পরিকল্পনা ও নির্দেশনা : মধুসূদন মিহির চক্রবর্তী

আমরা শোকাহত!
21/07/2025

আমরা শোকাহত!

Address

30 Momin Road, Kodom Mobarak By Lane
Chittagong
4000

Alerts

Be the first to know and let us send you an email when অক্ষরবৃত্ত প্রকাশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to অক্ষরবৃত্ত প্রকাশন:

Share

Category

‘অক্ষরবৃত্ত পাণ্ডুলিপি পুরস্কার ২০২০’ আহ্বান

“অক্ষরবৃত্ত পাণ্ডুলিপি পুরস্কার ২০২০”

প্রিয় লেখক বন্ধুগণ, ‘অক্ষরেই অমরত্ব’ এই স্লোগানকে লালন করেই ২০১৮ সালে সাহিত্যাঙ্গণে পদার্পণ ঘটে অক্ষরবৃত্ত প্রকাশনের। প্রথম বছরেই অমর একুশে বইমেলা ২০১৮, চট্টগ্রামে শ্রেষ্ঠ প্রকাশনা ও শ্রেষ্ঠ স্টল পুরস্কার লাভ করে লেখক পাঠকদের অন্তরে জায়গা করে নেয়।

বাংলাভাষায় সাহিত্যচর্চাকে উন্মুক্ত করতে এবং তরুণ নিবেদিত প্রাণ লেখদের অনুপ্রেরণা দেওয়ার উদ্দেশ্যে ২০১৮ সালে প্রথমবারের মতো ঘোষিত হয় ‘অক্ষরবৃত্ত পাণ্ডুলিপি পুরস্কার’। এর ধারাবাহিকতায় ২০১৮ ও ২০১৯ এর পর ২০২০ সালেও পাণ্ডুলিপি আহ্বান করা হচ্ছে।

#বিভাগ- ১) কবিতা (কবিতা, কিশোরকবিতা, গীতিকাব্য) ২) গল্প-উপন্যাস (গল্প, উপন্যাস, সায়েন্স ফিকশন, ডিটেকটিভ, অ্যাডভেঞ্চার, হরর, কিশোর উপন্যাস, মুক্তিযুদ্ধ) ৩) প্রবন্ধ (প্রবন্ধ, গবেষণা, ভ্রমণ, অনুবাদ) ৪) শিশুসাহিত্য (ছড়া, গল্প, রূপকথা, উপকথা, ভূতের গল্প, নীতিগল্প)