08/03/2025
৮ মার্চ ২০২৫, আজ আন্তর্জাতিক নারী দিবস। নারীদের বিরুদ্ধে হাজারও অ*ন্যায়, অ*পরাধ দেখতে দেখতে চলে এল ৮ মার্চ। সমাজ ও সভ্যতায় নারীদের অবদান বারবার অনস্বীকার্য। তাঁরা না থাকলে সভ্যতা এই স্থানে পৌঁছাত না।কখনও মায়ের রূপে, কখনও বোন হয়ে, কখনও বন্ধু বা কখনও প্রেয়সী হয়ে বারবার নারীরা জীবন সমৃদ্ধ করে তোলে। তাই নারী দিবস নয় বলুন নারী The Boss.🫡
তাই পৃথিবীর সকল নারীকে জানাই আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা।🥰❤️
আমি আবৃত্তি তেমন ভালো জানি না। নেহাৎ নারী দিবস কে কেন্দ্র করেই হুট করে কবিতা আবৃত্তি করা।
কবি শুভ দাশগুপ্তের লিখিত কবিতা..🧡
" আমিই সেই মেয়ে"
পরিবেশনায় ঃ পূর্ণা মুৎসুদ্দী। মেসিয়ান পূর্ণা মুৎসুদ্দী
08/03/2025