
01/08/2025
📜 হাদীস:
عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ ﷺ:
"بَادِرُوا بِالْأَعْمَالِ صَبْعًا، فَسَتَكُونُ فِتَنٌ كَقِطَعِ اللَّيْلِ الْمُظْلِمِ، يُصْبِحُ الرَّجُلُ فِيهَا مُؤْمِنًا وَيُمْسِي كَافِرًا، وَيُمْسِي مُؤْمِنًا وَيُصْبِحُ كَافِرًا، يَبِيعُ دِينَهُ بِعَرَضٍ مِنَ الدُّنْيَا."
📚 [সহিহ মুসলিম, হাদীস: 118]
🕊️ বাংলা অনুবাদ:
আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
"ছোঁ মেরে আমল করে ফেলো, এমন এক সময় আসবে যখন নানা ফিতনা দেখা দেবে, যেমন ঘন অন্ধকার রাতের টুকরোগুলো। তখন একজন মানুষ সকাল বেলায় মুমিন থাকবে কিন্তু সন্ধ্যায় কাফের হয়ে যাবে, অথবা সন্ধ্যায় মুমিন থাকবে কিন্তু সকাল বেলায় কাফের হয়ে যাবে। সে দুনিয়ার কোনো স্বার্থের বিনিময়ে তার দ্বীন বিক্রি করে দেবে।"
📌 শিক্ষণীয় বিষয়:
আমল করার সুযোগ পেলে দেরি না করে করতে হবে।
ভবিষ্যতে ফিতনার যুগে ঈমান টিকিয়ে রাখা কঠিন হবে।
দুনিয়ার লোভে কেউ কেউ ঈমান হারাতে পারে, তাই আমলে অগ্রাধিকার দেওয়া জরুরি।