Today Quran

Today Quran পেইজে একটা Like @ Follow দিন প্লিজ প্লিজ

আহ, Abdullah Al Jaber ভাই… 😭এই ঘটনাটা জানার পর বুকের ভেতরটা হু হু করে উঠেছে!জাবের ভাইয়ের বিয়ে ঠিক ছিল এই ডিসেম্বরের ১৮ ত...
31/12/2025

আহ, Abdullah Al Jaber ভাই… 😭
এই ঘটনাটা জানার পর বুকের ভেতরটা হু হু করে উঠেছে!

জাবের ভাইয়ের বিয়ে ঠিক ছিল এই ডিসেম্বরের ১৮ তারিখে,
আর ২০ তারিখে হওয়ার কথা ছিল ওয়ালিমা।
কিন্তু সেই আনন্দের ঠিক কদিন আগেই হাদি ভাই জাবেরকে একটি নতুন ফোন উপহার দেন।
ফোনটা হাতে দিয়ে বলেছিলেন—
“এই নাও, তোমার বিয়ের উপহার। আগেই দিয়ে দিলাম… পরে যদি না থাকি, বা ভুলে যাই।”

আজ বুঝি, কথাগুলোর ভেতরে কী গভীর এক পূর্বাভাস লুকানো ছিল।
হাদি ভাই যেন জানতেন—
জাবেরের জীবনের এই আনন্দের দিনে, তিনি থাকবেন না।
থাকবেন কবরে।

আজ হাদি নেই,
আর জাবেরের বিয়ের আনন্দও নেই।
ভাই হারানোর শোক সইতে না পেরে
জাবের নিজের বিয়ের সব আয়োজন বাতিল করে দিয়েছে।
যে ভাইটাকে নিজের দু’হাতে কবরে শুইয়েছে,
তার খু/নিরা এখনো ধরা ছোঁয়ার বাইরে।

যে ছেলেটার কথা ছিল সারাদিন পরিশ্রম শেষে
প্রিয় স্ত্রীর কোলে মাথা রেখে একটু শান্তিতে ঘুমানোর—
সেই ছেলেটাই আজ কনকনে শীতে
রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে
ভাই হ/ত্যার বিচারের দাবিতে।

একজন ভাই বুঝে গিয়েছিল—
ভাইয়ের বিয়েতে তার থাকা হবে না।
তাই আগাম উপহার দিয়ে গিয়েছিল।

এই ভালোবাসা, এই আত্মত্যাগ—
কোনোদিন ভোলার নয়।
কোনোদিন না। 💔
©mohammad junaid al habib

হাদী হত্যার বিচার চাই!✊🇧🇩


31/12/2025





পোস্টটা সামনে পড়লে একটু রেসপন্স করিয়েন প্রিয় হাদি ভাইয়ের জন্যতাকে ন্যায় বিচার এনে দেওয়ার জন্য‼️🙏🥹
31/12/2025

পোস্টটা সামনে পড়লে একটু রেসপন্স করিয়েন প্রিয় হাদি ভাইয়ের জন্য
তাকে ন্যায় বিচার এনে দেওয়ার জন্য‼️🙏🥹

এটাই তোমার জন্য সবচেয়ে সঠিক পথ। কারণ বাস্তবতা হলো—তুমি বাঁচতে পারবে না। সুতরাং শেষ মুহূর্তে অন্তত সত্যের পাশে দাঁড়াও। রা...
29/12/2025

এটাই তোমার জন্য সবচেয়ে সঠিক পথ। কারণ বাস্তবতা হলো—তুমি বাঁচতে পারবে না। সুতরাং শেষ মুহূর্তে অন্তত সত্যের পাশে দাঁড়াও। রাজসাক্ষী হয়ে সামনে এসে প্রকৃত অপরাধীদের নাম প্রকাশ করো। বলে দাও, কারা তোমাকে এই রক্তপাতে ঠেলে দিয়েছে, কারা তোমার হাতে খুনের আদেশ তুলে দিয়েছিল।

তাদের হাতে শেষ হওয়ার আগেই একটি ভিডিও রেকর্ড করো। সেখানে একে একে খুলে বলো পুরো সত্য—ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত। এতে অন্তত তোমার পরিবার, তোমার ভবিষ্যৎ প্রজন্ম মানুষের চিরস্থায়ী ঘৃণা থেকে মুক্তি পাবে।

ভুলে যেয়ো না—ওরা তোমাকে মারবেই। কারণ ওরা ভালো করেই জানে, তুমি ধরা পড়লে কাউকে রেহাই দেবে না; একে একে সব নাম বলে দেবে। তাই সময় থাকতে থাকতে নিজের পাপের কিছুটা হলেও প্রায়শ্চিত্ত করে যাও।

না হলে সমাজ তোমার বাবাকে চিনবে “খুনি ফয়সালের বাবা” নামে,
তোমার মাকে ডাকবে “খুনি ফয়সালের মা”,
আর তোমার পুরো বংশ পরিচিত হবে “খুনি ফয়সালের বংশ” হিসেবে।

আর মনে রেখো—আমাদের চোখ থাকবে তোমার পরিবারের দিকে।
তোমার রক্তের দামে পাওয়া টাকায় তারা উন্নত জীবন যাপন করছে কিনা,
ভোগ-বিলাসে ডুবে আছে কিনা—সবই আমাদের নজরে থাকবে।

ধরা পড়ার আগে বা পরে যদি একটি কথাও মিথ্যা বলো,
আমরা তা বুঝে ফেলব।
আর সেদিন আমাদের ঘৃণা হবে আরও গভীর, আরও ভয়ংকর।
✍️ Today Quran

#ফয়সাল #হাদি

28/12/2025

ইন্না লিল্লাহ সবাই দোয়া করেন,,বালুচরার গার্মেন্টস এর মধ্যে আ/গু/ন লেগেছে 😭
28-12-25



হাদি ভাইয়ের পোস্ট রিচ হচ্ছে না৷  এভাবেই বুঝি হাদি ভাই হারিয়ে যাবে৷  হাদি ভাইকে হারাতে দিয়েননা 😭
26/12/2025

হাদি ভাইয়ের পোস্ট রিচ হচ্ছে না৷ এভাবেই বুঝি হাদি ভাই হারিয়ে যাবে৷ হাদি ভাইকে হারাতে দিয়েননা 😭

৭ দিন শেষ। বিচার হয় নি। মনে করিয়ে দিলাম। ভুলতে দিবো না।   ©
26/12/2025

৭ দিন শেষ। বিচার হয় নি। মনে করিয়ে দিলাম। ভুলতে দিবো না।

©

একজন মানুষ এতো মানুষের ভালোবাসা কিভাবে পায়?.....তাও সেটা কোনো কিছুর বিনিময় ছাড়া🥰অন্যদিকে টাকা দিয়ে কিনে নিয়ে যাচ্ছে🫡😁
25/12/2025

একজন মানুষ এতো মানুষের ভালোবাসা কিভাবে পায়?.....তাও সেটা কোনো কিছুর বিনিময় ছাড়া🥰

অন্যদিকে টাকা দিয়ে কিনে নিয়ে যাচ্ছে🫡😁

জুলাই যোদ্ধা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কন্ঠস্বর মানবতার ফেরিওয়ালা আতাউর রহমান বিক্রমপুরী ভাইয়ের মোবাইলসহ সব কিছু গত...
24/12/2025

জুলাই যোদ্ধা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কন্ঠস্বর মানবতার ফেরিওয়ালা আতাউর রহমান বিক্রমপুরী ভাইয়ের মোবাইলসহ সব কিছু গতকাল রাত থেকে বন্ধ দেখাচ্ছে।

পারিবারিক সূত্রে আমাদেরকে জানানো হয়েছে, গতরাত সোয়া নয়টার পর থেকে আতাউর রহমান বিক্রমপুরী ভাইয়ের সাথে কোনো ভাবেই যোগাযোগ করা যাচ্ছে না। উনার সব ধরনের নাম্বার বন্ধ দেখাচ্ছে। বিক্রমপুরী ভাই কোথাও গিয়ে থাকলে অথবা কেউ তার সন্ধান জেনে থাকলে দ্রুত নিচের নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি।

আল আমিন সাকি
সাংগঠনিক সম্পাদক, বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন
01853484807

বোনের কলিজার ধন হাদি😭     #হাদি
22/12/2025

বোনের কলিজার ধন হাদি😭



#হাদি

এই বাচ্চার মা-বাবার সন্ধান দিন।চট্টগ্রাম-ঢাকা মহানগর এক্সপ্রেসে বাচ্চাটি অনবরত কান্না করতেছিলো। সাথে ছিলো একজন মহিলা এবং...
21/12/2025

এই বাচ্চার মা-বাবার সন্ধান দিন।

চট্টগ্রাম-ঢাকা মহানগর এক্সপ্রেসে বাচ্চাটি অনবরত কান্না করতেছিলো। সাথে ছিলো একজন মহিলা এবং পুরুষ। তারা নিজেদের ঐ বাচ্চা বাবা-মা হিসেবে পরিচয় দিলেও অনবরত কান্না করেই যাচ্ছিলো। সবার সন্দেহ হলে বগি থেকে থাকা লোকজন জিজ্ঞাসাবাদ করে তাদের। তারা দাবি করেন, ঐ বাচ্চার চাচা-চাচি। বাচ্চার বাবার নাম জিজ্ঞেস করলে দুজন ভিন্ন ভিন্ন নাম বলেন।
বর্তমানে বাচ্চাটি রেলওয়ে কতৃপক্ষ ও পুলিশের
হেফাজতে আছে। বেশি বেশি শেয়ার করুন।
©

ShoহীD জুলাই*য়ের নায়ক বাংলার বীর চিরবিদায় 😭ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ আপনাকে ShoহীD হিসেবেই কবুল করেছে...
18/12/2025

ShoহীD জুলাই*য়ের নায়ক বাংলার বীর চিরবিদায় 😭
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
আল্লাহ আপনাকে ShoহীD হিসেবেই কবুল করেছেন,আলামত তাই বলে💘

Address

Chittagong
4100

Telephone

+8801859501019

Website

Alerts

Be the first to know and let us send you an email when Today Quran posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Today Quran:

Share

Category