Today Quran

Today Quran পেইজে একটা Like @ Follow দিন প্লিজ প্লিজ

📜 হাদীস:عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ ﷺ:"بَادِرُوا بِالْأَعْمَالِ صَبْعًا، فَسَتَكُونُ...
01/08/2025

📜 হাদীস:
عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ ﷺ:

"بَادِرُوا بِالْأَعْمَالِ صَبْعًا، فَسَتَكُونُ فِتَنٌ كَقِطَعِ اللَّيْلِ الْمُظْلِمِ، يُصْبِحُ الرَّجُلُ فِيهَا مُؤْمِنًا وَيُمْسِي كَافِرًا، وَيُمْسِي مُؤْمِنًا وَيُصْبِحُ كَافِرًا، يَبِيعُ دِينَهُ بِعَرَضٍ مِنَ الدُّنْيَا."

📚 [সহিহ মুসলিম, হাদীস: 118]

🕊️ বাংলা অনুবাদ:
আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ ﷺ বলেছেন:

"ছোঁ মেরে আমল করে ফেলো, এমন এক সময় আসবে যখন নানা ফিতনা দেখা দেবে, যেমন ঘন অন্ধকার রাতের টুকরোগুলো। তখন একজন মানুষ সকাল বেলায় মুমিন থাকবে কিন্তু সন্ধ্যায় কাফের হয়ে যাবে, অথবা সন্ধ্যায় মুমিন থাকবে কিন্তু সকাল বেলায় কাফের হয়ে যাবে। সে দুনিয়ার কোনো স্বার্থের বিনিময়ে তার দ্বীন বিক্রি করে দেবে।"

📌 শিক্ষণীয় বিষয়:
আমল করার সুযোগ পেলে দেরি না করে করতে হবে।

ভবিষ্যতে ফিতনার যুগে ঈমান টিকিয়ে রাখা কঠিন হবে।

দুনিয়ার লোভে কেউ কেউ ঈমান হারাতে পারে, তাই আমলে অগ্রাধিকার দেওয়া জরুরি।

31/07/2025

সবাই তো দেখি আমার থেকেও বড় কিপটে 😎

এই ছবি থেকে যা ই*ন*কা*ম হবে🌺আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি,১টাকাও অপচয় হবে না,সম্পুর্ন টাকা আমি আমার পকেটে যত্নসহকারে র...
30/07/2025

এই ছবি থেকে যা ই*ন*কা*ম হবে🌺
আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি,১টাকাও অপচয় হবে না,সম্পুর্ন টাকা আমি আমার পকেটে যত্নসহকারে রেখে দিবো 😜

আপনার কথা অনেক সুন্দর এবং আপনাকে পছন্দ করিও, তার মানি এটা না,যে আপনি কওমী আলেমদের ছোট করে দেখবেন,দৃষ্টিভঙ্গি বদলান 🤬💀
28/07/2025

আপনার কথা অনেক সুন্দর এবং আপনাকে পছন্দ করিও, তার মানি এটা না,যে আপনি কওমী আলেমদের ছোট করে দেখবেন,দৃষ্টিভঙ্গি বদলান 🤬💀

পরিবার নিয়ে খুব সুন্দর সময় কাটালাম~~আলহামদুলিল্লাহ❣️
25/07/2025

পরিবার নিয়ে খুব সুন্দর সময় কাটালাম
~~আলহামদুলিল্লাহ❣️

24/07/2025

মাইলস্টোন এর লা*শ গুমের আসল রহস্য ফাঁস!
ভিডিও কমেন্ট বক্সে

জুনায়েদ পলক। তরুন বয়সে এমপি এরপর মন্ত্রী।  এখন জেলখানায়!  চোখে পানি!  গতকাল আমি খুলনা নতুন জেলখানার ভেতরে ঘুরে দেখলাম। ক...
24/07/2025

জুনায়েদ পলক। তরুন বয়সে এমপি এরপর মন্ত্রী।

এখন জেলখানায়! চোখে পানি!
গতকাল আমি খুলনা নতুন জেলখানার ভেতরে ঘুরে দেখলাম। কেমন দম বন্ধ লাগছিল৷ অথচ এই রকম একটা জেলের একটা ছোট্ট খোপে বন্দি হতে হয়েছে এই মন্ত্রীর। সেখানে কথা বলার মত মানুষ নেই, মোবাইল নেই! দিন রাতের হিসাব নেই!
কত বছর থাকতে হবে তার ঠিক নেই! হয়তো বাবর সাহেবের মত বৃদ্ধ বয়সে.. তারপর দল থেকে বাতিলের খাতায়!

একটাই ত জীবন! কি নিদারুন অপচয়!

ক্ষমতায় থাকাকালীন কি ছিল না?
গাড়ি,বাড়ি,লোকজন, কর্মী, ক্ষমতা, টাকা -- এখন প্রিয় স্ত্রীও নেই৷

এই ছবিটি একটা চরম শিক্ষা! এখন যারা ক্ষমতায়, আগামীতে যারা,ক্ষমতায় আসবেন তাদের জন্য।
কত প্রভাবশালীরা এখন চুপসে গেছে। কেউ সালাম দেয় না, ভালমন্দ জিজ্ঞেস করে না। অথচ আগে কি সম্মান!!

এই পলক যাদের জন্য করেছে তারা গুষ্টিশুদ্ধ দেশ ছাড়া। তাদের একজন আত্মীয়ও গ্রেফতার নেই,আটক নেই।

এর আগে লূৎফুজ্জামান বাবর কে দেখেছিলাম! কি প্রভাব! স্বরাষ্ট্র মন্ত্রী!
সে এখন কারামুক্ত হলেও দলের কোথাও নেই। চিকিৎসার জন্য এদেশ সেদেশ!

রাজনীতি বড়ই আজব খেলা!

সংগৃহীত।🇧🇩

23/07/2025

ফজরের নামাজের জন্য উঠুন

Address

Chittagong
4100

Telephone

+8801859501019

Website

Alerts

Be the first to know and let us send you an email when Today Quran posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Today Quran:

Share

Category